শুক্রবারের পরীক্ষা ও মজার ঘটনা।

in আমার বাংলা ব্লগlast year
শুক্রবারের পরীক্ষা ও মজার ঘটনা

20230811_154353.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। আপনারা সকলেই জানেন শুক্রবার মানেই আমি অনেক ব্যস্ত সময় পার করি। যদিও আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আমি যেহেতু ফ্রাইডে ব্যাচে ক্লাস করি, তাই আমাদের পরীক্ষাগুলো শুক্রবার করে হয় এবং একসাথে দুইটা এবং তিনটা পরীক্ষাও মাঝে মাঝে পরে যায়। সেক্ষেত্রে শুক্রবার অনেকটাই ব্যস্ততম এবং চাপের মধ্য দিয়ে যায়।

আজ সকাল বেলা ঘটেছে একটি মজার ঘটনা। সেই ঘটনা শুনলে হয়তো আপনারাও হেসে উঠবেন। গতকাল অনেক রাত পর্যন্তই আমাদের হ্যাংআউট হয়েছে। এছাড়াও আজ দুইটা পরীক্ষা থাকার কারণে রিভিশনগুলো বাকি ছিল তাই আমি চিন্তা করলাম রিভিশন দিয়ে পরবর্তীতে ঘুমাতে যাবো। হ্যাংআউট শেষ করার পরপরই আমি পড়াশোনাতে বসে পড়ি। কিন্তু আমি যে রাতে ডিনার করিনি এই বিষয়টা ভুলে গিয়েছি এবং ক্ষুধাও লাগছিল না। পরবর্তীতে প্রায় রাত দেড়টার সময় রাতের বেলা ক্ষুধা লেগেছিল।

20230811_122807.jpg

তখন মনে হল আমি তো রাতের ডিনারই করিনি। পরবর্তীতে রাতের খাবার খেয়ে ঘুমানো সিদ্ধান্ত নিলাম। ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে যায়। আমি আর সকাল ছয়টার সময় এলার্ম দিয়ে রেখেছিলাম, যাতে করে সকালবেলা উঠে একটু পড়াশুনা করে পরবর্তীতে পরীক্ষার যাওয়ার জন্য বের হতে পারব। ভোরবেলায় রীতিমতো অ্যালার্ম বেজে ওঠে এবং আমিও উঠে পরি। তবে কেন জানি খুব ঘুম লাগছিল। মনে হচ্ছিল আরো পাঁচ মিনিট ঘুমিয়ে থাকি। এই পাঁচ মিনিটের কথা বলে ফোনটা পাশে রেখেই শুয়ে পড়লাম, পাঁচ মিনিট পরে উঠে দেখি পরীক্ষার আর মাত্র ২০ মিনিট বাকি অর্থাৎ সকাল ৭.৪০ বেজে গেছে।

আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না সকালবেলা আমার সাথে কি ঘটনা ঘটে গেল? ছয়টার সময় উঠেছিলাম পরে কেন জানি মনে হল পাঁচ মিনিট একটু শুয়ে থাকি এই ৫ মিনিট রেস্ট নিতে গিয়েই এই সমস্যা হল। পরবর্তীতে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পরলাম ভার্সিটির উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়েই প্রথমে একটি ও পাঠাও কল করি এবং পাঠাও রাইডারকে বলি খুব তাড়াতাড়ি যেন আমায় ভার্সিটি পৌঁছে দেন। পাঠাও রাইডারও ছিল একজন পার্ট টাইম পাঠাও রাইটার। এবং তিনি ফুলটাইম একজন স্টুডেন্ট। তাই আমার বিষয়টি তিনি বুঝতে পেরেছিল। পরবর্তীতে খুব তাড়াতাড়ি করে বাইক টেনে আমাকে মাত্র ১২ মিনিটের মধ্যেই আমার ভার্সিটিতে পৌঁছে দেয় এবং খুব তাড়াহুড়ো করে গিয়ে পরীক্ষার হলে বসে, প্রথম পরীক্ষাটি দিয়েছে।

20230811_154326.jpg

প্রতিনিয়ত আমি সময় মতো ভার্সিটিতে যাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে কি হল সেটাই বুঝতে পারলাম না। যাইহোক আজ একটি নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম এবং মাঝে মাঝে এমন অভিজ্ঞতা হওয়া জরুরি। র মাঝে মাঝে বিপদে পরলে কি হবে, বা কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার হবো সেই বিষয় সম্পর্কেও একটি অভিজ্ঞতা পাওয়া যায়।

যাইহোক পরীক্ষাটি অনেক ভালোভাবে দিতে পেরেছি। আল্লাহ তায়ালার কাছে অশেষ ধন্যবাদ জানাই। পরবর্তীতে বের হয়েই নাস্তা করেছি এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এখনো আমি বাসায় পৌঁছাতে পারিনি। দ্বিতীয় পরীক্ষাটি শেষ করে বাসার পথে রয়েছি এবং এই পথে থাকতে থাকতেই এই পোস্টটি লেখা শুরু করেছি। আজ একটি নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম। জানি না পরবর্তীতে কি হবে। তবে আমি আমার সাধ্যমত পড়াশোনা এবং কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

20230811_165310.jpg

যাই হোক আজকের মত এখানেই শেষ করছি, আজ আর বেশি কিছু লিখছেনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: শুক্রবারের পরীক্ষা ও মজার ঘটনা।

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 last year 

হয়তো গতকাল বিকেলে নাস্তা বেশি করেছিলেন, সেজন্য পেট ভরা ছিলো। পরে কিন্তু অনেক রাতে ডিনার করতে হলো ঠিকই। তবে এতো রাতে ডিনার করার ফলে, সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে। আসলে রাতে দেরি করে ঘুমালে, সকালে উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে। মাঝে মধ্যে আমিও এলার্ম বন্ধ করে ৫ মিনিটের জন্য ঘুমিয়ে পড়ি। উঠে দেখি ২ ঘন্টা ঘুমিয়েছি 🤣। আসলে সকালে ঘুমাতে খুব ভালো লাগে। যাইহোক শেষ পর্যন্ত পরীক্ষা ভালোভাবে দিতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

সকালবেলায় এলাম বন্ধ করে দুই মিনিটের জন্য ঘুমালেই কখন যে দুই ঘন্টা পার হয়ে যায় সেটা বোঝা ভীষণ মুশকিল ভাইয়া। আর যদি পরীক্ষার সময় এরকম হয় তাহলে সত্যিই অনেক আতঙ্কের মধ্যে পরে যেতে হয়। আর মাঝে মাঝে খাবার খেতে ভুলে যাওয়া কিন্তু বেশ ভালো লক্ষণ। তাই মনে হচ্ছে কাউকে প্রয়োজন খাবার খাওয়ার ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার জন্য😅😅।

 last year 

এত কিছুর পরও যে পরীক্ষা ভালো করে দিতে পেরেছেন সেটাই অকেন। আসলে যখনই কোন মানুষ পেট ভরে খায় তখনই এমন ঘটনা ঘটতে থাকে। আমার সাথেও মাঝে মাঝে এমন হয়। যখন মাঝে মাঝে বেশী কিছু খেয়ে ফেলি তখনই অবচেতান হয়ে ঘুমিয়ে পড়ি।

 last year 

আপনার মতো এমন অভিজ্ঞতা আমারও হয়।প্রতিদিন ৬ টায় এলার্মে উঠে পরি।ছেলের স্কুল তাই।উঠে যেদিন এলার্ম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঘুমাই চোখ খুলে দেখি ৭ টা বেজে গেছে।অথচ মনে হল পাঁচ মিনিটের জন্য চোখটা বন্ধ করেছি।আর এই এলার্ম বন্ধ করে যে ঘুমটা তা অনেক শান্তির।স্কুলে পৌঁছাতে হবে ৩০ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে বই গোছানো,ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া,ওকে কিছু খাওয়ানো,রাস্তায় গিয়ে রিকশার জন্য অপেক্ষা সব মিলিয়ে বেশ চাপের মাঝে কাটে।যাক আপনি প্রথম এক্সাম ভালো ভাবেই দিতে পারলেন।পাঠাও আছে বলেই রক্ষা হলো। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ক্লান্ত শরীরে একটু দেরিতে ঘুমিয়ে ছিলেন। পরের দিন সকালে পরীক্ষা থাকার কারণে অ্যালার্ম দিয়েছিলেন।চোখে ঘুমের ভাব বেশি থাকার কারণে এলার্ম কেটে দিয়ে আবারো ঘুমিয়ে গিয়েছিলেন।আপনার মত এরকম আমারও হয়েছে।সকালবেলা এলার্ম কেটে দিয়ে আবারও ঘুমিয়েছি হঠাৎ করে উঠে দেখি যে অনেক লেট হয়ে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81515.37
ETH 3182.95
USDT 1.00
SBD 2.83