প্রাকৃতিক সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ4 months ago

প্রাকৃতিক সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্য

1000023492.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আপনারা কখনো কি ভেবে দেখেছেন এই যান্ত্রিক জীবনে আমরা কতটা বদলে গেছি! প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে কতটা দূরে সরে এসেছি! এই বিষয়গুলো আজকে হঠাৎ করে কেন জানি চিন্তা করলাম।

প্রতিদিন এই ছাদে যাওয়া হয় এবং আশেপাশে হাঁটাহাঁটি করা হয় তবে। এই এলাকাটাও অনেকটা শহরের মতো বড় বড় বিল্ডিং রয়েছে এবং আশেপাশে প্রচুর ফ্যাক্টরি রয়েছে। একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে গেলে বেশ কিছুটা সময় হেঁটে হেঁটে গ্রামের অঞ্চলে ঢুকতে হয়। তাহলেই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় যেখানে ভরপুর নিঃশ্বাস নেওয়া যায় যা সত্যি অনেক আনন্দদায়ক একটি বিষয়। গ্রামাঞ্চলে বেশি গাছপালা থাকে। আবহাওয়াও অন্যান্য এলাকার তুলনায় অনেকটাই পরিষ্কার থাকে। সেখানে এক বুক নিঃশ্বাস গ্রহণ করাটাও অনেকটা সন্তোষজনক হয় বলে আমি মনে করি। ঠিক এমনটাই আজকে করেছি।

1000023485.jpg

1000023486.jpg

বিকেল বেলা কোন কিছুই ভালো লাগছিল না মনটা যদিও আনন্দে ভরপুরা ছিল তারপরও জীবনে যেন কোন একটা কমতি অনুভব করছিলাম। সেটা আসলেই অনেকটাই দুঃখজনক বিষয় ছিল। যাই হোক সে সব বিষয়ে কথা বলছি না। নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে বহুদূর চলে গিয়েছিলাম আজকে এবং সেই গ্রাম্য কাঁচা পথে চলে গিয়ে সেখানকে বুক ভরে নিশ্চয়ই গ্রহণ করেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম। আজকে অনেকদিন পর পাখির ডাক শুনেছি, কি আনন্দ করে একটি বিষয়। তবে ছোটবেলায় প্রতিদিন এই হাজারবারের বেশি পাখির ডাক শুনতাম এখন পাখিরাও কোথায় যেন হারিয়ে গিয়েছে।

ঘন্টাখানেক হাঁটার পরে আবারো আমি বাসার উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু বেশ কিছুক্ষণ হেঁটেছি তাই অনেকটাই ক্লান্ত লাগছিল। তারপরও প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসতে পেরে অনেক ভালো লেগেছে। আমি যখন নীলফামারীতে যাই তখনো আমাদের এলাকায় নদী গুলোর পাশে গিয়ে সময় কাটানোর চেষ্টা করি। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে। আজকে কেমন জানি হয়ে গিয়েছিলাম আমি। এতটা পথ হেঁটেছি, বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি কিন্তু পকেট থেকে ফোন বের করে সে সবকিছুর ছবি তুলতে পারেনি। পরবর্তীতে যখন বাসায় আসি রুমে একা ভালো লাগছিল না। পরবর্তীতে ছাদে গেলাম একটু বসার জন্য, ছাদে বসার জন্য বেশ ভালো একটি জায়গা রয়েছে।

তখনও সন্ধ্যা হয়নি, তবে খুব তাড়াতাড়ি সন্ধ্যার আজান হবে এমন একটি সময় ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়েই চোখ পরল বেশ কিছু ফুলের গাছের দিকে। আমার কাছেও ফুল সব সময় ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তাই তাড়াহুড়ো করে মোবাইল ফোন বের করে সেসব ফুলের কয়েকটি ছবি তুলে নিলাম। ছাদে বেশ কিছু ফুলের গাছ রয়েছে তবে আজকের দুটি গাছের ফুল ফুটেছিল। একটি হচ্ছে পেঁয়াজ ফুল যা অনেকটাই গোলাপি রঙের এবং আমার বাসায়ও এই গাছ প্রচুর পরিমাণে রয়েছে। অপরদিকে একটি গোলাপের কলি মাত্র ফুটন্ত অবস্থায় রয়েছে, ঠিক সেই সময়ে ছবিতে চ্যাপ্টার করার চেষ্টা করেছি।

1000023490.jpg

বাসার ছাদে ফুলগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কতদিন আমি আমার বাগান থেকে দূরে রয়েছি, সেই গাছগুলো থেকে দূরে রয়েছি। যেই গাছগুলোতে ছোটবেলা থেকেই যত্ন করে আসছিলাম। সত্যি বাসার কথাও আজ খুব বেশি মনে পড়ছিল। যাই হোক প্রাকৃতিক সৌন্দর্যের কাছে যাওয়া সব সময় চেষ্টা করি এবং আমার মনে হয় আপনাদের সকলকেই সপ্তাহে একদিন একটু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় গিয়ে একটু সময় কাটানো উচিত। আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।


1000023390.gif

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: প্রাকৃতিক সৌন্দর্য

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 4 months ago 

তাহলে বাসার ছাদে আপনিও বাগান তৈরি করার চেষ্টা করেন। সুন্দর অনুভূতিগুলো সব সময় মনে পড়ে এর জন্য মিস করছেন তবে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর লাগছে ভাইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। গ্রামের সৌন্দর্য উপভোগ করতেই বেশি ভালো লাগে। যেটা শহরে কখনোই পাওয়া যায় না। হেঁটে হেঁটে আপনি প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবেই উপভোগ করেছেন নিশ্চয়ই। আর সুন্দর ফটোগ্রাফি দেখে তো আরো ভালো লেগেছে। অনেক সুন্দর ছিল ভাইয়া আপনার আজকের এই পোস্টটা।

 4 months ago 

ফুলের সৌন্দর্য সবাইকেই খুব আকৃষ্ট করে। প্রকৃতির সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর। ভালো লাগলো আপনার আজকের ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। বাসার ছাদে এরকম ফুল গাছ থাকলে আসলেই খুব ভালো লাগে। গোলাপের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে।

 4 months ago 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একমাত্র উপায় হচ্ছে ছাদ যারা শহরে বাস করেন।আপনাদের ছাদে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে।যেগুলোর দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ।অনেক ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাইয়া সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রকৃতির সেই সৌন্দর্য যেনো এখন আর আগের মত খুঁজে পাওয়া যায় না। সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে হলে একদম শহর ছেড়ে গ্ৰামের গভীরে যেতে হয়। ভীষন্ন মনে আনন্দ ফিরিয়ে আনতে হলে প্রকৃতিতে একাকীত্ব সময় কাটানো উচিত। আপনি সেটাই করতে বিকাল বেলা নিশ্চয়ই বের হয়েছিলেন। তবে সেই প্রকৃতির কিছু ফটোগ্রাফি তুলতে পারলে হয়তো আমরাও একটু উপভোগ করতে পারতাম। তবে ছাদে গিয়ে কিন্তু দুটি ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুল আর রেইন লিলি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যা বারবার আমাদের মুগ্ধ করে। তাইতো শহর ছেড়ে গ্ৰামে ফিরে যেতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলে প্রকৃতির সান্নিধ্যে থাকলে মন-মানসিকতা এমনিতেই ভালো থাকে। আমি তো প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। যাইহোক বাহিরে বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন ভাই। তারপর বাসার ছাঁদে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 95868.85
ETH 3448.93
USDT 1.00
SBD 3.40