You are viewing a single comment's thread from:

RE: বুক রিভিউ -সাতকাহন (10% beneficiaries for @shy-fox

উপন্যাসের বিষয়বস্তু গুলো বর্তমান সমাজে কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুবই প্রয়োজন। তবে আপনার লিখা বিচার-বিশ্লেষণ থেকে উপন্যাসের সারাংশ টুকু অর্জন করতে পেরেছি। বর্তমান সমাজেও কিছু কিছু অন্ধকারাচ্ছন্ন মানুষ দেখা যায় যারা মেয়েদের বস করিয়ে রাখতে চাই। আমি এই বছরই একটি ঘটনা দেখেছি দেখে আমার মনকে নাড়া দিয়েছিল। একটা মেয়ে সে জেএসসি এসএসসি এবং এইচএসসি তে এ প্লাস পেয়েছে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়ার কারণে তাকে আর পড়াশোনা করাবে না ,তাকে বিয়ে দিয়ে দিবে। গোঁড়ামি এখনো আমাদের মাঝ থেকে সরে যায়নি। জানিনা এই কোরানিক হবে আমাদের মাঝ থেকে উচ্ছেদ হবে। কবে সমাজে নারীদের প্রাপ্ত সবটুকু সম্মান এবং মর্যাদা দেওয়া হবে? বড় অবাক লাগে দিন শেষে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনি উপন্যাসটি থেকে। আপনাকে আমি 100 তে 100 দিলাম।

Sort:  
 3 years ago 

ভাই আপনাকে শুধু বলব এই উপন্যাসটি একবার অবশ্যই পড়ে দেখবেন তাহলে অনেক ভালো লাগবে। আর অবশ্যই পোস্ট পাবলিশ করার আগে অথবা কোন কমেন্ট পাবলিশ করার আগে বানানগুলো একবার চেক করে নেবেন। আমরা ভয়েজে টাইপ করে থাকি তাই কিছু ভুলভ্রান্তি হয়ে যায় যেটা একবার পড়ে নিলেই সংশোধন হয়ে যাবে বলে বিশ্বাস করি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61251.21
ETH 2951.27
USDT 1.00
SBD 2.52