নৌকা নিয়ে মাছ ধরার স্মৃতিময় গল্প// পর্ব-৩
আসসালামুআলাইকুম/আদাব
আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক ধরনের গল্প জড়িয়ে রয়েছে। বিশেষ করে ফেলে আসা সেই দিনগুলো যেন আমাদের জীবনে এখন গল্প হয়ে যেন আমাদের স্মৃতিপাতায় রয়েছে।আসলে স্মৃতির পাতায় আমরা অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করে এসেছি। সেই দিনগুলোর কথা ভাবতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেছে তারা নদীর সাথে নিজেদের সম্পর্ক যেন অনেক বেশি গভীর থাকতো। কারণ নদীতে তারা নৌকা নিয়ে ভ্রমণ করতো, কিংবা নদীতে মাছ ধরার মুহূর্তগুলো সাধারণ ছিল। তো আমিও নদীতে অনেক মাছ ধরেছি। মামদের সাথে বড়শি দিয়ে নৌকায় করে মাছ ধরার গল্প আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পটি শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আজকের পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে।
বড়শি দিয়ে মাছ ধরতে অনেক বেশি মজা লাগে যখন বড়শিতে মাছ ধরে তখন সেই মুহূর্তটা অনেক বেশি আনন্দময় হয়। আর বড়শিতে মাছ ধরলে সেই বড়শি উপরে উঠানোর মুহূর্তটা যে এত ভালো লাগে, যে বড়শি দিয়ে মাছ ধরেছে সেই বুঝবে। তোর মামাদের সাথে আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরতে ছিলাম। আমাদের বড়শিতে বড় একটি রুই মাছ ধরেছে,আর বড়শি তুলতর গিয়ে সুতা ছিরে যার, যার কারণে অনেক বেশি কষ্ট লাগে আমাদের। কারণে এত বড় একটি মাছ আমরা ধরতে গিয়ে ধরতে পারলাম না। সুতা ছিরে যায়, আর মাছ চলে গেছে নদীর দিকে এটা ভেবে অনেকটাই মন খারাপ ছিলো আমাদের সবার।
তারপরে নৌকার উপর মামার চাচাতো ভাই ছিল। সে বলল যে মাছটা কি আসলেই ছুটে চলে গেল। আমার খুবই খারাপ লাগছে। কারণ অনেক বড় একটা রুই মাছ ছিল। মামার চাচাতো ভাই নৌকার ওপর পাশে এসে দেখে একটা সুতা ভাসতেছে। তখন নৌকার বৈঠা দিয়ে সুতাটা দেখে আটকে গেছে, বলল যে এই সুতাতে তো মাছ আটকে গেছেই। যার কারণে মামার চাচাতো ভাই সেই নৌকা থেকে নামলো এবং মামা হাত ধরে থাকলো এবং সুতাটা শক্ত করে ধরল, একটু টান দিয়ে দেখে মাছ এখনো ধরে আছে। তখন বলল যে মাছ এখনো আছেই যার কারণে সুতাটা মামা আরো একটু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলো, নৌকার উপরে উঠে আসলো, আর এই সুতা আস্তে আস্তে টানতে লাগলো।
তারপরে আবারো সুতা আস্তে আস্তে টানা হলো এবং মাছটি নৌকার উপরে উঠানো হলো, আর এই রুই মাছ নৌকার উপরে ওঠাতেই যেন অনেক বেশি ভালো লাগলো। আসলে আমাদের কপালে এই রুই মাছটি ছিলো,যার কারণে কেঁটে যাওয়ার সুতা নৌকার সাথে আটকে গিয়েছিল। যার কারণে আমরা এই মাছটি ধরতে পারলাম। আসলে এই প্রথম আমি নদী থেকে বড়শি দিয়ে এত বড় একটি রুই মাছ ধরতে পেরেছিলাম। এই মুহূর্তটা এত বেশি ভালো লেগেছে যার কারণে আমি আনন্দে চিৎকার দিয়ে ছিলাম। আশেপাশের মানুষ অবাক হয়ে গিয়েছিলো।
https://twitter.com/AhmedAlif135308/status/1863292700994527450?t=X4vAndmlF8Qvo2zAUntO6w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এমন স্মৃতিচারণমূলক গল্পগুলো আমার কাছে খুবই ভালো লাগে। নদীতে মাছ ধরার মজাটাই আলাদা। এদিকে সুতা কেটে যাওয়ার পরেও রুই মাছটা আপনাদের কপালে ছিল এবং নৌকায় তুলতে পেরেছেন। আসলে স্মৃতি স্মরণ করলে অনেক মধুর স্মৃতি মনে চলে আসে। আর এগুলো অন্যের মাঝে জানার সুযোগ করে দিলে বেশি ভালো লাগে।
মাছ ধরার মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দের সাথে আপনি আপনার মামার সাথে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছিলেন। অবশ্যই সে বড়শির সুতাটি নৌকাতে বাধা ছিল যার কারণে আপনারা মাছটি ধরতে পেরেছেন, জানতে পেরে ভালো লাগলো ম