অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে কিছু মুহূর্তের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম/আদাব
অনেকদিন হলো কলেজ ক্যাম্পাসে যাওয়া হয় না। হঠাৎ করে আজকে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম গুরুত্বপূর্ণ একটি কাজে। ক্যাম্পাসে গিয়ে যেন পুরনো সেই স্মৃতি মনে পড়ে গেল। আসলে কলেজ ক্যাম্পাসে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই স্মৃতিগুলো মনে হলেই খুবই ভালো লাগে। এই কলেজ ক্যাম্পাস কতই না আপন ছিলো।বন্ধুদের সাথে হাজারো আড্ডা, হাজারো খেলাধুলার পার করেছি। আজকে যখন একা একা কলেজ ক্যাম্পাসে এসেছি, কেমন জানি বুকের ভিতর লাগলো। মনে হচ্ছে এই কলেজ ক্যাম্পাস অনেক পর হয়ে গেছে, আগে কতই না আপন ছিলো।আসলে কলেজ থেকে যখন বের হয়ে যায় তখন সেই স্মৃতিগুলো মনে হলে খুবই খারাপ লাগে। তারপরেও হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে এসে আজকে অনেক বেশি ভালো লেগেছে। তাই ক্যাম্পাসের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে যখন কলেজ ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসটা একদম নিরিবিলি ছিলো। যে ক্যাম্পাসে সব সময় আনন্দে মেতে থাকতো। এই কলেজ ক্যাম্পাসটি আজকে নিরিবিল ছিলো। আসলে মাহে রমজান মাস চলছে, যার কারণে অনেকেই কলেজ ক্যাম্পাসে আসে না আগের মত, আর কলেজে এখন ওইভাবে খোলা নেই। যার কারণে কলেজ ক্যাম্পাসটি জেনে একদম নিরিবিলি ছিল। তাই ক্যাম্পাসের দৃশ্যগুলো দেখে ফটোগ্রাফি করলাম।
কলেজ ক্যাম্পাসের এই সৌন্দর্যময় রাস্তাটি অনেক সুন্দর ভাবে সাজিয়েছিলো। আসলে এই ক্যাম্পাসের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই আমি ক্যাম্পাসের দৃশ্যগুলো হেঁটে হেঁটে উপভোগ করতেছিলাম। আসলে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে, যার কারণে এই ক্যাম্পাসটি আমার খুবই আপন।
তারপরে আমার গুরুত্বপূর্ণ কাজে আমার একাডেমী ভবনে আসলাম। একাডেমি ভবনের দৃশ্য দূর থেকে দেখে একটা ফটোগ্রাফি করে নিলাম। কারণ আগের মত আর প্রতিদিনই কলেজ ক্যাম্পাসে আসা হয় না। যার কারণে এই ক্যাম্পাসের দৃশ্য স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই ফটোগ্রাফি গুলো করেছি।
কলেজ ক্যাম্পাসের পাশে ফুলের গাছ গুলো দেখতে পেলাম, কারণ এই ফুলের গাছগুলোই আমি এবং আমার বন্ধুরা মিলে এই ফুলের গাছ গুলো লাগিয়েছিলাম। আজকে এসে দেখতে পেলাম আমার হাতে লাগানো গাছগুলো অনেক বড় হয়েছে এবং ফুল ও ফুটে রয়েছে। মনের ভিতরে এত শান্তি পেলাম যাও বলার ভাষা আর খুঁজে পেলাম না।
এই গাঁদা ফুলের গাছগুলো আমার বন্ধু লাগিয়েছিলো।আসলে ফুলের গাছের যত্ন না করার কারণে অনেক ফুল গাছ যেন মরে যাচ্ছে। তবে গাঁদা ফুল গাছগুলোতে অনেক ফুল ফুটেছিলো। যার কারণে খুবই ভালো লাগলো। তাই ফটোগ্রাফি গুলো করে বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম। যে তোর হাতে লাগানো গাঁদা ফুল গাছে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে। তবে একটু যত্ন দরকার।
আসলে কলেজ ক্যাম্পাসের দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। হঠাৎ করে আজকে কলেজ ক্যাম্পাসে কিছু মুহূর্ত উপভোগ করলাম। আর পুরনো স্মৃতিগুলো মনে করতেছিলাম। তাই সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে তাই আপনাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। তো আশা করছি আমার কলেজ ক্যাম্পাসে কাটানো মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
https://twitter.com/AhmedAlif135308/status/1904614892981936171?t=X2WU0bU4V17oZ_W5ha19Dw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
স্কুল কলেজ থেকে বের হওয়ার পর সেখানে গেলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আগের সব স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়ে যায়। আপনার কলেজ ক্যাম্পাসে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং ফটোগ্রাফি করেছেন। ক্যাম্পাসটা খুব সুন্দর আর বেশ বড়। ভালো লাগলো আপনার মুহূর্ত গুলো দেখে। ধন্যবাদ আপনাকে।