ভালোবাসার প্রিয় মানুষকে হারানোর বেদনা খুবই কষ্টদায়ক। আর ভালোবাসার এই প্রিয় মানুষকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক।কিন্তু ভালোবাসার প্রিয় মানুষটি যখন অভিনয় করে, যখন ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে অন্যের কাছে চলে যায়। সেই মিথ্যে ভালোবাসার অভিনয় দেখায়, তখন যেন অনেকটাই কষ্ট আমরা পায়, আর এই কষ্ট কখনোই ভোলা যায় না। আসলে ভালোবাসার আঘাতগুলো ভোলা খুবই কষ্টকর। ভালোবাসা খুবই সুন্দর, কিন্তু মিথ্যে ভালোবাসা এবং মিথ্যে ভালোবাসার অভিনয় আমাদের কাঁদায় সারাটা জীবন। জীবনকে যেন এলোমেলো করে দেয়। তাই ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের সাথে যখনই প্রতারণা করে, যখনই তার মিথ্যে ভালোবাসার আমাদের সামনে আসে। তখন যেন বিরহের জীবনটা শেষ হয়ে যায়। আজকে তাই আপনাদের মাঝে বিরহের অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতা। আশা করছি আজকের এই কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি বিরহের অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।
“তোমায় হারানোর বেদনা”
মোঃ আলিফ আহমেদ
তোমায় হারানোর বেদনা,
আজো আমি ভুলতে পারিনা।
তুমি ছিলে আমার মনের মানুষ,
রেখেছিলাম খুব যত্ন করে।
ভালবাসার হাতটি ছেড়ে,
চলে গেলে অন্যের ঘরে।
তোমায় ছেড়ে কষ্টে নিয়ে,
রয়েছি আমি একা।
তোমার কথা মনে হলেই,
বুকে লাগে আমার খুবি ব্যথা।
তাইতো তোমার কথা ভাবি,
আমি নিরবে খুবই একা।
তোমায় নিয়ে ভেসে বেড়াবো,
সাদা মেঘের মাঝে।
স্বপ্ন ছিলো উড়ে বেড়াবো,
পাখির মতো ডানা মেলে।
স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে,
ঘর বাঁধবো মহা সুখে।
সেই স্বপ্ন ভেঙে দিয়ে,
চলে গেলে অন্যের ঘরে।
তাইতো তোমাই হারানোর বিরহ,
আমায় কাঁদায় খুবি কষ্ট দিয়ে।
কিভাবে থাকো তুমি অন্যের ঘরে ,
ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে ।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
https://twitter.com/AhmedAlif135308/status/1869743416109883695?t=frXBDje1XwCnaTnep1t3yg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। আজকের কবিতা ও বেশ অসাধারণ ছিল।
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার এই কবিতার ভাষাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষকে হারানোর বেদনা যেন আমাদের শেষ করে দেয়। আপনার কবিতাটি আমার ভালো লাগলো।
প্রিয় মানুষকে নিয়ে আমাদের সবার মনে অনেক বেশি স্বপ্ন থাকে। আমরা সবাই চাই ভালোবাসার প্রিয় মানুষটাকে সব সময় নিজের করে পেতে। আর আমরা কখনোই সেই মানুষটাকে হারাতে চাই না। অনেক সুন্দর করে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে।