মিথ্যে ভালোবাসা//পর্ব-২

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ভালোবাসা দুটি মনের মিল আর এই মনের মিল থেকেই ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা যেন হৃদয়ের অনুভূতি। হৃদয়ের অনুভূতি থেকেই প্রিয় মানুষের প্রতি ভালবাসার জন্ম হয়। কিন্তু এই ভালোবাসার মধ্যে সত্য ও মিথ্যা রয়েছে। যে ভালোবাসা যুগ যুগ ধরে টিকে যায় একই বন্ধনে। হৃদয়ের গভীর থেকে জন্ম হয় যে ভালোবাসা। সেই ভালোবাসায় যেন প্রকৃত ভালোবাসা। কিন্তু ভালোবাসার নামে অনেক অভিনয় করে থাকে। এই ভালোবাসা যেন শেষ হয়ে যায় অল্প সময়ে,ভালবাসার প্রতি সম্মান হারিয়ে যায়। ভালবাসার প্রতি বিশ্বাস উঠে যায়। আর এই মিথ্যে ভালোবাসার কারণে জীবন যেন ধ্বংস হয়ে যায়।তাই মিথ্যে ভালোবাসার গল্প নিয়ে আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি।


20240903_231858.jpg


রতন ভাই তার ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে জীবন সংসার সাজানোর জন্য বিয়ে করে পরিবারের বাইরে। পরিবার থেকে দূরে ছিলো।পরিবার অনেক কষ্টে পেয়েছিল। তারপরেও যখন তাদের ঘরে একটি সন্তান আসে, তখন পরিবার রতন ভাইকে মেনে নেয়। আর মেনে নিয়েই রতন ভাইকে সাথে নিয়ে তারা জীবন শুরু করে। তবে রতন ভাইকে তারা বিদেশে পাঠানো চিন্তা ভাবনা করে। আর এই বিদেশের যাওয়ার পেছনে রতন ভাইয়ের স্বপ্ন ছিল অনেক বড়। সে বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করে সুখে শান্তিতে থাকবে। এই উদ্দেশ্যে রতন ভাই বিদেশে যেতে রাজি হয় এবং বিদেশে যাওয়ার ৬ মাস পর্যন্ত অনেক ভালো ব্যবহার তার বউ। তারপরে রতন ভাইয়ের বউ যখন তার মায়ের বাড়িতে চলে যায়, তারপরে থেকেই রতন ভাইয়ের সাথে তার বউ ঠিকভাবে কথা বলত না।


রতন ভাইয়ের বউ তার নিজের বাড়িতে থাকতো। মানে তার বাবার বাড়িতে বেশি থাকতো।রতন ভাইয়ের বাড়িতে আসতে চায়তো না। অনেক বলার পরেও এখানে এসে দুই একদিন থেকে চলে যেত। আসলে বাবার বাড়িতে মেয়েরা বেশি স্বাধীনতা পায়, যেটা শ্বশুর বাড়িতে পায় না। আর ভাইয়ের বিদেশে থাকার কারণে তার বউয়ের জন্য প্রতি মাসে টাকা পাঠানো হতো। আর এই টাকা দিয়ে রতন ভাইয়ের বউয়ের যেন আরো চাহিদা বেড়ে যায় এবং সে যেন অন্যরকম চরিত্রের হয়ে ওঠে। সবার সাথে ফোনে কথা বলতে থাকে, এমনকি তাদের ঘরে যে সন্তান হয়েছে তার খেয়াল রাখেনা। এভাবে অনেক দিন চলতে থাকে। রতন ভাইও তার বউকে কোন কথা বললে আর শোনে না। রতন ভাইও বুঝতে পারে তার বউ তার কথার বাইরে চলে যাচ্ছে।


রতন ভাই তখন তার বউকে বেশি টাকা পাঠাতো না, এই নিয়ে রতন ভাইয়ের সাথে তার বইয়ের অনেক ঝগড়া হতো, কথা বলে কখনোই শান্তিতে থাকতে পারতো না রতন ভাই। আসলে একজন স্বামী যখন বিদেশ থাকে তখন তার পরিবার বউ সন্তান যখন সুখে থাকে তখনই তার ভালো লাগে। তারা যদি খারাপ ব্যবহার করে, এমনিতেই বিদেশের জীবন অনেক কষ্টের। তারপরেও যদি মানসিকভাবে তারা শান্তি না পায়, তারা যেন আরো ভেঙে পড়ে। রতন ভাই ধীরে ধীরে ভেঙে পড়ল এবং রতন ভাই তার বাড়ির আশেপাশে লোক দের দিয়ে তার বউয়ের খোঁজ নিতে চাইলো,যে তার বউ কিভাবে এত চেঞ্জ হয়ে গেল।


খোঁজ নিয়ে জানতে পারে রতন ভাইয়ের বউ তাদের গ্রামেরই এক ছেলের সাথে প্রেম করে এবং তার সাথেই বেশি কথা বলে। যার কারণে রতন ভাইয়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করে। তাদের বাড়িতে যেতে চায় না। এই বিষয়গুলো জানতে পেরে রতন ভাই অনেক কষ্ট পায়। যার জন্য ভালোবেসে বাবা-মাকে ছেড়ে বেরিয়ে ছিল, সে অন্য কাউকে ভালোবাসে এটা কিভাবে কিভাবে পারলো। যার জন্য বিদেশে গিয়ে হাজারো টাকা কামাই করছে। সে আজ অন্য কারো জন্য ভালোবাসার মানুষকে ভুলে গেছে, এই বিষয়গুলো ভাবতে ভাবতে রতন ভাই অসুস্থ হয়ে পড়ে। তারপরে রতন ভাই আর বিদেশে থাকতে চায় না। সে দেশে আসার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা দেশে এসে কি করেছিল সেই অংশটুকু আপনাদের সাথে পরবর্তী পর্ব শেয়ার করব ইনশাআল্লাহ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বাস্তবতার সাথে ঘটনার কিছু মিল পাচ্ছি। যে সমস্ত মেয়েরা বাপের বাড়ি ছাড়া শ্বশুরবাড়িতে থাকতে চায় না তার পিছনে কারণ থাকে। আরে সমস্ত মেয়েরা বেশ সাংঘাতিক হয়ে থাকে। পরবর্তীতে একটা দুর্ঘটনা ঘটাবেই এটাই সত্য।

 last month 

ভাইয়া আপনার গল্পটা যদিও প্রথম পর্ব পড়া হয়নি। কিন্তু এই পর্বটি পড়ে বুঝতে পারলাম। আসলে এই ধরনের ঘটনা আমাদের চারিপাশে একটি বিরূপ প্রভাব ফেলেছে। এখন বেশীর ভাগ এই ঘটনগুলো শোনা যাচ্ছে। হাসবেন্ড বিশেদে থাকে আর বউ অন্য ছেলের সাথে সম্পর্ক করছে। আর এইভাবে কত সংসার ভেঙ্গে যাচ্ছে।

 last month 

মিথ্যে ভালোবাসা গল্পের প্রথম পর্ব আমি পড়েছি। আজকে দ্বিতীয় পর্ব পড়ে খুব ভালো লাগলো। আপনার গল্পের বাস্তবতার অনেক মিল রয়েছে। এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে। আসলে মেয়ে লোকেরা কখন কি করে তা বলা যায় না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ আপনাকে।

 last month 

গল্পটি পড়ে অনেক খারাপ লাগলো, কারণ এরকম বাস্তব ঘটনা যেন প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে যাচ্ছে। বিশেষ করে রতন হাজারো কষ্ট করে তার ভালোবাসার মানুষের জন্য সকল কিছু করছে। সেই এখন টাকা পেয়ে অন্যের হয়ে যাচ্ছে। আসলেই খারাপ লাগলো দেখা যাক আগামী পর্বে কি হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68062.15
ETH 2637.96
USDT 1.00
SBD 2.70