You are viewing a single comment's thread from:

RE: তালে-গোলে বড়ার প্রীতি (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আর একটা বিষয় তালের বড়া ভাজতে তেলটা বেশ ভালোই দরকার পরে। তাই তেলে কার্পণ্য করলে চলবে না। আর যেহেতু ভীষণ হাই ক্যালোরি খাবার। তাই কম খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো।

আসলে দিদি ঠিকই বলেছেন কিপটামি করা চলবে না তেলের ব্যাপারে তবে তেলের যে দাম বেড়েছে, না করে তো উপায়ও নাই। আর হ্যাঁ এটাও ঠিক বলেছেন অনেক ক্যালরিযুক্ত খাবার তাই আমাদের সকলেরই পরিমাণ মতোই খাওয়া উচিত। খুবই চমৎকারভাবে আপনি তালের বড়া রেসিপি তৈরি করেছেন, দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 2 years ago 

আসলে অল্প খেলে আমরা বেশীদিন খেতে পারব। এটাই আসল কথা। তেলের দাম বাড়ুক বা কমুক। খাওয়াটা আমাদের সিমীত রাখতে হবে। তবে ভাজা পোড়া জিনিস বেশী তেল ছাড়া ভালো লাগে না। বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। আর শেষ ও হয়ে গেছে। তবে আমি বাবা কে বললাম আর আনবে না তাল। আর আনলেও বড়া করব না। কারণ এত তেল খাওয়া ঠিক না। ধন্যবাদ আপনাকে আমার রেসিপি টা পছন্দ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43