কবিতা আবৃত্তি// কবি কাজী নজরুল ইসলামের "মিথ্যাবাদী" কবিতাটির আবৃত্তি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামুয়ালাইকুম" আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে কবি কাজী নজরুল ইসলামের "মিথ্যাবাদী" কবিতাটি আবৃতি আকারে শোনানোর চেষ্টা করব।

kmc_20221025_005134.jpg

আমি সর্বপ্রথম ছোট দাদাকে ধন্যবাদ জানাই এই কারণেই যে ব্ল্যাক দাদার পরপর দুইবার কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উছিলায় আমি কবিতা আবৃত্তি উপরে বেশ উৎসাহ ফিরে পেয়েছি। কারণ আমার আগে খুব একটা কবিতা আবৃত্তি উপর আগ্রহ ছিল না। এছাড়াও বড় দাদা ও বৌদির বেশ কিছু অসাধারণ অসাধারণ কবিতা যা আমাকে খুবই মুগ্ধ করেছে এবং সেই সাথে অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। সত্যি বলতে আগে কবিতা আবৃত্তি তেমন একটা আগ্রহ নিয়ে করতাম না, কিন্তু এখন খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে আবৃত্তি করি এবং আবৃত্তি শুনতেও খুব ভাল লাগে।

সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাংলা ব্লগের সকলের এতটা উৎসাহ ও অনুপ্রেরনার কারনে আমিও কবিতা আবৃত্তির মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে কবিতা আবৃত্তি যারা সব সময় করে, কবিতা আবৃত্তির মাহাত্ম্যটা শুধু তারাই বুঝতে পারে। এখানে আমি আমার সাধ্যমত আবৃত্তি করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের এই কবিতা আবৃত্তিটি আপনাদের ভালো লাগবে।


আমি প্রায় সময় কবিতা আবৃত্তি শুনে থাকি ইউটিউব থেকে, কেন যেন হঠাৎ এই কবিতাটিও আমার এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদের মাঝে আমার ভালোলাগা থেকে কবিতা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করলাম। আর তাছাড়া কবি কাজী নজরুল ইসলামের কবিতা গুলো এতটা অর্থবহ ও এতটা আনন্দদায়ক যা পড়ে মুগ্ধ হই, বলে বোঝানো সম্ভব নয়। তাহলে চলুন আমার মুখে আবৃতি আকারে কবিতাটি শুনে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

কবিতার লিরিক

🌹 মিথ্যাবাদী🌹

________কবি কাজী নজরুল ইসলাম❤

মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ?
সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ।
গোটা সত্যটা শুধু তো সত্যকথা বলাতেই নাই,
মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই!
সত্যবাক সে বড়ো কিছু নয়, কজন সত্যবান?
সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ?
অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল,
নীতিবিদ তারা তত বেশি করে সত্য-কথন ছল।
সত্যকামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর –
সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির!
হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে,
তবু তারা বীর – তারা দিল প্রাণ সত্য-রক্ষা তরে।
সত্য লইয়া করিছে ওজন কে উনি মুদির মতো?
মনে মনে ভাবে কী কাজই করিনু আমি সে বিজ্ঞ কত!
বলি ওহে বাপু সত্য-ব্যাপারী, সত্য কি চাল ডাল?
কোথা কয় রতি সত্য কমিল, তাই নিয়ে দেবে গাল!
সত্য মুদির তথ্য –
অমুক বীরের জীবনে কমেছে হুঁহুঁ এতটুকু সত্য!
ও কে আসে বাবা? সত্যেরে তবু এরা মাপে, ও যে গণে।
দশটি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে!
বাটখারা আর রশি নিয়ে এল সত্যের পিসি-মাসি,
মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুণে গুণে বাঁধে খাসি।
বন্ধু, শুনো না কূট-তর্কের যত হাতি ঘোড়া উট,
সত্যনিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট!
উৎস

কবিতার পটভূমিঃ

এই কবিতাটিতে কবি মিথ্যাবাদী এবং সত্যবাদীদের কে নিয়ে খুব চমৎকারভাবে মিথ্যাবাদী এবং সত্যবাদীর পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছেন। কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন কেউ যদি সত্যের জন্য মিথ্যা কথা বলে সে ক্ষেত্রে তার পাপ হওয়ার কোন সম্ভাবনা নেই। এই কথাটা বোঝাতে গিয়েই কবি বলেছেন কয়জনই আছে প্রকৃত সত্যবান কয়জনই বা এ সত্যের জন্য লড়াই করে দিয়েছে তার প্রাণ। এখানে অনেক সত্যবানকে উল্লেখ করে বলেছেন যে তারা তাদেরকে অনেক বুদ্ধিমান মনে করে থাকে। কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যারা নিজেকে সত্যবাদী বলে আখ্যায়িত করে এবং যে যত বেশি দুর্বল বা ভীরু তাদের ভিতরেই আসলে অনেক মিথ্যার ছল থাকে। এছাড়া কবি এখানে সত্যবাদীদের একজন বীর হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তারা আগে অনেক মিথ্যা বলেও থাকে কিন্তু সত্যের জন্য যারা তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন তাদেরকে খুবই বীর হিসাবেই আখ্যায়িত করেছেন। এখানে যারা সত্য নিয়ে ছল করে তাদেরকে সত্য বেপারী বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তাদের কেউ উদ্দেশ্য করে বলেছেন যে এটা কোন চাল ডাল নয়। সবশেষে কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা যতই তর্ক বিতর্কে লিপ্ত হই না কেন অন্তরে যদি সত্যনিষ্ট থাকে তাহলে আমরা একমাত্র সত্যবাদী।

জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি কবিতাটি আবৃত্তির মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা আবৃত্তিটি শোনার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে।

শুভেচ্ছান্তে,@alauddinpabel
আমি আলাউদ্দিন পাবেল।
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 থেকে।
তারিখঃ ২৫-১০-২০২২ ইং

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ব্লাক দাদা আমাদের সবাইকেই অনেক উতসাহ দেয় যেটা আমাদের কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।অসাধারন লেগেছে আপনার আবৃতি ভাই।❤️❤️

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা।

 2 years ago 
কাজী নজরুল ইসলাম এর "মিথ্যাবাদী" কবিতাটি আপনার কন্ঠে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া।এটা ঠিক বলেছেন ভাই, বড় দাদা,ছোট দাদা এবং বৌদির উৎসাহ ও উদ্দীপনায় আমাদের মাঝে অনেক প্রতিভা বিকশিত হচ্ছে। আসলে আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম যেখান থেকে প্রতিটি ব্লগার তাদের মনের ভেতরের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার কবিতা আবৃত্তির মাঝে কিছু সময়ের জন্য হলেও আমাদের বিনোদন দেওয়ার জন্য।
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা অসাধারণ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। আর হ্যাঁ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা এভাবে সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার বেশ কয়েকটি কবিতা আবৃত্তি আমি শুনেছি অনেক ভালো লেগেছিল আজকের কবিতা আবৃত্তি টিও অনেক সুন্দর ভাবে করেছেন আমার কাছে খুবই ভালো লাগলো।।

আসলে কাজী নজরুল ইসলামের লেখা কবিতাগুলো সবসময়ই অনেক অর্থ বহন করে এবং যে কেউ চাইলেই সঠিক মত আবৃত্তি করতে পারে না কারণ ভাষাগুলো অনেক কঠিন।। আপনি ঠিকই কবিতাটি আয়ত্তে নিয়ে নিয়েছেন অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন।। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আমার আবৃত্তি আপনার ভালো লাগে বা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সুচিন্তিত মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া। আপনার কন্ঠে এই কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার আবৃত্তি করার সার্থকতা আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় চেষ্টা অব্যাহত রেখেছি। এভাবে সব সময় পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের রচিত মিথ্যাবাদী কবিতাটি আবৃতি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এর আগেও আমি আপনার শেয়ার করা অনেকগুলো কবিতা আবৃত্তি শুনেছি। আপনার কন্ঠে কবিতা আবৃত্তগুলো দারুন লাগে আমার কাছে। আজকের কবিতাটিও খুবই সুন্দরভাবে আবৃত্তি করেছেন আপনি।

 2 years ago 

আমার আবৃত্তি গুলো আপনার দারুন লাগে জেনে খুবই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে সব সময় অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

খুবই চমৎকার করে কবি কাজী নজরুল ইসলাম রচিত মিথ্যাবাদী কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছেন। আপনার কবিতাটি মন দিয়ে শুনলাম। আমার কাছে ভাল লেগেছে। আরো ভালো লেগেছে আমাদের শ্রদ্ধেয় ব্লাক্সদাদার অনুপ্রেরণায় আপনি কবিতা আবৃত্তি করার প্রয়াস পেয়েছেন। তাই দাদাকে জানাচ্ছি অফুরন্ত শুভেচ্ছা এবং ধন্যবাদ। আগামীতে আরো এরকম কবিতা পাঠের প্রতিযোগিতা আসলে আমাদের জন্য ভালো হয়।তবে আমি মন থেকে চাইবো আপনি কবিতা আবৃত্তির চর্চা টাও ভালোভাবে চালিয়ে যান। আগামীতে আরও ভালো করতে পারবেন ই।নশাল্লাহ।।
♥♥

 2 years ago 

জি কবি আপু আপনি যেভাবে বলেছেন আবৃত্তির চর্চা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে আমি আগে এই কবিতা আবৃত্তি করতে পারতাম না ছোট দাদার পর পর দুইবার কবিতা আবৃত্তির প্রতিযোগিতার পর থেকে এখন প্রতিনিয়ত চেষ্টা করি আবৃত্তি করার। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার আবৃত্তিগুলো শুনে কোথায় কি ভুল হচ্ছে সেইভাবে যদি একটা সাজেশন দিতেন সেটা সবচাইতে ভালো হয়।

 2 years ago 

কবি কাজী নজরুল ইসলামের মিথ্যাবাদী কবিতা টির আবৃত্তি আপনার কন্ঠে খুবই ভালো লেগেছে আমার। খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে কবিতার লাইনগুলো সুন্দর করে আমাদের মাঝে আবৃত্তি করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করার জন্য।

 2 years ago 

আমার আবৃত্তিটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এতটা সুগঠিত মন্তব্য করে পাশে থাকার জন্য আবারোও ধন্যবাদ। শুভ কামনা অবিরাম আপনার জন্য।

 2 years ago 

কবিতাটি ব্যাক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি। আর আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা বেশ ভালো। যেকোন কবিতা আপনার ভরাট কন্ঠে মানিয়ে যায়। দারুন ছিল ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার এতটা গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57