বাংলা কবিতা আবৃত্তি // আবুল হোসেন খোকনের "মেহেদি পাতা" কবিতাটির আবৃত্তি।

in আমার বাংলা ব্লগ2 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামুয়ালাইকুম" আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

20220518_102822_0000.png

আমি সর্বপ্রথম @blacks দাদাকে ধন্যবাদ জানাই এই কারণেই যে ব্ল্যাক দাদার পরপর দুইবার কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উছিলায় আমি কবিতা আবৃত্তি উপরে বেশ উৎসাহ ফিরে পাই। এছাড়াও @rme দাদা ও @tanuja বৌদির বেশ কিছু অসাধারণ অসাধারণ কবিতা যা আমাকে খুবই মুগ্ধ করেছে এবং সেই সাথে অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। সত্যি বলতে আগে কবিতা আবৃত্তি তেমন একটা আগ্রহ নিয়ে করতাম না, কিন্তু এখন খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে আবৃত্তি করি এবং আবৃত্তি শুনতেও খুব ভাল লাগে।

সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চেষ্টা করি যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আসলে বিজয়ী হওয়ার জন্য একটা টার্গেট থাকে তারপরও না হতে পারলেও কোন আক্ষেপ করিনা। এই কারণে আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ একসময় না একসময় আমার বিজয় আসবেই। সেই সাথে আপনাদের এতটা উৎসাহ ও অনুপ্রেরনার কারনে আমিও কবিতা আবৃত্তির মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে কবিতা আবৃত্তি যারা সব সময় করে কবিতা আবৃত্তির মাহাত্ম্যটা শুধু তারাই বুঝতে পারে। এখানে আমি আমার সাধ্যমত আবৃত্তি করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের এই কবিতা আবৃত্তিটি আপনাদের ভালো লাগবে।

আমি প্রায় সময় কবিতা আবৃত্তি শুনে থাকি ইউটিউব থেকে, কেন যেন হঠাৎ এই কবিতাটি আমার এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদের মাঝে আমার ভালোলাগা থেকে কবিতা আবৃত্তি করে শোনান চেষ্টা করলাম। তাহলে চলুন আমার মুখে আবৃতি আকারে কবিতাটি শুনে নেবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

কবিতার লিরিক

🌹মেহেদি পাতা🌹'

______আবুল হোসেন খোকন❤

অনন্ত, মেহিদি পাতা দেখেছ নিশ্চয়?
উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত-
নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো,
মনে হয় কেন?

উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রনার-
এমন সব বড় বড় গর্ত যে-
তার সামনে দাড়াতে নিজেরী ভয় হয়, অনন্ত।
তুমি কেমন আছো?
বিরক্ত হচ্ছ না তো?

ভালোবাসা যে মানুষকে অসহায়ও করে তুলতে পারে-
সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত-
আমার জানা ছিলো না।
তোমার উদ্দাম ভালোবাসার দূতি-
জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভিতর-
আমার বাহির-
আমার হাতে গড়া আমার পৃথিবী।

অনন্ত, যেই মিথিলা শুখী হবে বলে-
ভালোবাসার পূর্ণ চঁন্দ গিলে খেয়ে-
ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল,
আজ অন্য শূন্য, অনন্তকে আরো শূন্য করে দিয়ে-
তার মুখে এসব কথা মানায় না,
আমি জানি-
কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না
আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে-
আমার স্বপ্ন খুনের রক্ত।

উদাস দুপুরে বাতাসে শিষ দেয়
তোমার সেই ভালোবাসা
পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতোন-
তোমার স্বৃতি।
আমি আগলাতেও পারি না,
আমি ফেলতেও পারি না।
শুখী হতে চেয়ে এখন দাড়িয়ে আমি-
একলা আমি-
কষ্টের তুষার পাহারে।

অনন্ত, তোমার সামনে দাড়ানোর কোন –
যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই।
তবুও,
তবুও তুমি একদিন বলেছিলে-
ভেজা মেঘের মতো-
অবুজ আকাশে উড়তে উড়তে-
জীবনের সুতোয় যদি টান পরে কখনো?
চলে এসো, চলে এসো-
বুক পেতে দেব-আকাশ বানাবো
আর হাসনা হেনা ফুটাবো।

সুতোয় আমার টান পরেছে অনন্ত,
তাই আজ আমার সবকিছু,
আমার এক রোখা জেদ,
তুমি হীনা শুখী অনেক স্বাপ্ন!
সব, সবকিছু জলাঞ্জলী দিয়ে-
তোমার সামনে আমি নত জানু-
আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও।
কথা দিচ্ছি- তোমার অমর্যাদা হবে না কোনদিন।

অনন্ত, আমি জানি-
এখন তুমি একলা পাষান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও,
প্রচন্ড এক অভিমানে-
ক্ষনে ক্ষনে গর্জে উঠে অগ্নিগিরি।
কেউ জানে না, আমি জানি-
কেন তোমার মনের মাঝে মন থাকে না,
ঘরের মাঝে ঘর থাকে না,
উঠোন জোরার উপর কলস-
তুলসি তলের ঝড়া পাতা,
কুয়ো তলার শূন্য বালতি-
বাসন-কোসন, পূর্নিমা-অমাবর্ষা,
একলা ঘরে এই অনন্ত-
একা শুয়ে থাকা।
কেউ জানে না, আমি জানি-
কেন তুমি এমন করে কষ্ট পেলে-
সব হরিয়ে বুকের তলের চিতানলে-
কেন তুমি নষ্ট হলে?
কার বিহনে চুপি চুপি, ধীরে ধীরে-
কেউ জানে না, আমি জানি-
আমিই জানি।

অনন্ত,
আগামি শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি।
আমার আর কিছু না দাও- অন্তত শাস্তিটুকু দিও।
ভালো থেকো!
তোমারি হারিয়ে যাওয়া মিথিলা।
উৎস

জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি কবিতাটি আবৃত্তির মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা আবৃত্তিটি শোনার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে।

শুভেচ্ছান্তে,@alauddinpabel
আমি আলাউদ্দিন পাবেল।
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 থেকে।
তারিখঃ ১৮-০৫-২০২২ ইং

Sort:  
 2 years ago 

ওয়াও আপনি এতো সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন। সত্যিই বেশ দারুন লেগেছে। আপনার এত সুন্দর কবিতা আবৃত্তি প্রশংসার দাবি রাখে। খুবই ভালো লেগেছে, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

ভালোবাসা ভালোবাসা ভালোবাসা শুধু আপনার জন্য অবিরাম ভালোবাসা। আপনার অসাধারণ প্রশংসায় আমি পঞ্চমুখ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আজ আপনার কবিতার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি লাইন আমি পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। তা দেখতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়েও আমার খুবই ভালো লাগলো। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আবৃত্তি শুনে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি আপনার সাধ্যমত আপনার ভালোলাগার কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তা অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার কবিতা খুবই মনোযোগ এর সাথে শুনলাম, কবিতাটি শুনলাম আর তার গভীরতা বোঝার চেষ্টা করলাম। আর তাইতো আপনার ভাললাগা কবিতাটি আমার কাছেও ভাল লেগে গেল। এত সুন্দর একটি কবিতা বাছাই করে নিয়ে আপনি অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি করে আমাদের মাঝে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মহা মূল্যবান সময় ব্যয় করে আমার কবিতা আবৃত্তি শুনে খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই মুগ্ধ হলাম । আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করেছেন‌। শুনে বেশ ভালো লাগলো। এত অসাধারণ কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভাই আমিও মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন।কবিতাটা আমার কাছে বেশ ভালোই লাগে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা।

 2 years ago 

আসলে যে কোন প্রতিযোগিতার মধ্য দিয়েই প্রতিভা বিকশিত হয়। যেমনটা আপনি বললেন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে কবিতা আবৃত্তির প্রতি তেমন উৎসাহ পেতেন না। অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আবার উৎসাহ ফিরে পেয়েছেন। যাই হোক মেহেদি পাতা কবিতা টি আমি এর আগেও শুনেছিলাম। কিন্তু এত মনোযোগ দিয়ে কখনো শুনিনি। কবিতাটি আপনার কাছে শুনে আমার খুব ভালো লাগলো। আবৃত্তিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই মনোযোগ দিয়ে আমার কবিতা আবৃত্তি শুনে অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আও ভাইয়া আপনার কবিতা আবৃত্তি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম ।আপনি অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃতি দিন দিন অনেক ভালো হচ্ছে ।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর। ভবিষ্যতে আপনি আরও অনেক ভালো কবিতা আবৃতি করবেন এবং সেই প্রত্যাশা রেখে আমি অপেক্ষা করছি আপনার কবিতা আবৃতি শোনার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যে সব সময় আমি অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে মন্তব্যটিও খুবই চমৎকার হয়েছে, যা পড়ে আমি অনেক মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে আবুল হোসেন খোকনের "মেহেদি পাতা" কবিতাটির আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

এই কবিতাটা আমি আগে কখনো শুনিনি তবে আপনার এই পোস্ট থেকে আজকে এই কবিতাটি সঙ্গে পরিচিত হয়ে আমার খুবই ভালো লাগতেছে। আপনি খুবই চমৎকার হবে কবিতা টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভিডিওটি দারুন ছিল ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো এ কারণে যে আমার মাধ্যমে আপনি একটা অজানাকে জানতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

ভাইয়া প্রতিযোগিতায় কোন স্থান থাক আর নাই থাক আমি মনে করি অংশগ্রহণ করা উচিত। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জন্যই আজ কবিতা আবৃত্তির উপর আপনার উৎসাহ ফিরে পেয়েছেন।
যাইহোক চমৎকার কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতা আবৃত্তি শুনে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাল হোক আর খারাপ হোক প্রতিযোগিতায় সকলেরই অংশগ্রহণ করা উচিত। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48