সত্য কথা বলার মূল্য: একটি গরীব ও সৎ মানুষের জীবন থেকে শিক্ষা

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহির রহমানির রহিম

 আস্সালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমি সত্য বলার মাধ্যমে সব জয় করা যাই বা সত্যের ই সব সময় জয় হয় নিয়ে আলোচনা করিব।। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

জীবনে চলার পথে অনেক বাধা এবং বিপত্তি দেখা দিবে তাই বলে জীবনের চলা কারো জন্য থেমে থাকে না। আমাদের এ ছোট্ট জীবনে নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয় এবং এ সমস্যাগুলি সমাধানের জন্য আমরা মাঝে মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে থাকি কিন্তু যখন সেটা প্রকাশ পায় তখন লজ্জায় মাথাটা নীচু হয়ে যাই তখন যেন আকাশ ভেঙ্গে মাথায় পড়ার মত অবস্থা হয় কিন্তু পক্ষান্তরে অনেকে এমন আছে জীবন যেতে রাজি কিন্তু একবিন্দুও মিথ্যার আশ্রয় নিতে রাজি না তাই জীবন থাক বা না থাক ফলশ্রতিতে মাঝে মধ্যে অনেক কাজে সফলতা না পেলেও নিজের মনের কাছে সব সময় জয়ী হওয়া যাই। তাই আমাদের চেষ্টা করিতে হইবে সব সময় সত্যা দিয়ে জীবনটাকে সাজাতে পারি তথাপি এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটেই থাকে নিচে তেমন কিছু ঘটনা নিয়ে আলোচনা করিব।

typewriter-5516924_1920.jpg

Image Source

আমাদের পরিচিত এমন একটি মানুষ ছিল নাম তার মোহাম্মদ আলী সে ছিল অত্যান্ত গরীব মানুষ। ছোট একটি গ্রামে বড় হয়েছিল এবং সারাজীবন সে সৎ পথে চলার চেষ্টা করেছে। তার বাবা তাকে শিখিয়েছিলেন সত্য সবসময় জয়ী হয় যত কষ্টই হোক না কেন কখনো মিথ্যা বলবা না। সেই শিক্ষা মেনে চলতে গিয়ে সে জীবনে অনেকবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিন্তু সত্যিকারের শক্তি যে সত্য কথায় তা সে সব কাজের মাধ্যমে প্রমান করেছে।

একবার সে একদিন একজনের ক্ষেতে কাজ করছিল তখন ক্ষেতের মালিক তাকে অতিরিক্ত টাকা দিতে চাইলেন কারণ তিনি ভুল করে ভাবছিলেন যে সে অনেক বেশি কাজ করেছে। ছেলেটি তখন তাকে অর্থাৎ ক্ষেত মালিককে বলল আপনি ভুল করছেন আমি এত কাজ করিনি। তিনি অবাক হয়ে বললেন তুমি এত গরীব তবুও অতিরিক্ত টাকা নিচ্ছো না কেন? সে হেসে বলল আমি গরীব হলে কি সৎ থাকা যাই না সেই দিন থেকে তিনি তাকে সবসময় কাজের জন্য ডাকতেন কারণ তিনি জানতেন সে কখনো প্রতারণা করবে না।

একবার সে কাজের সন্ধানে শহরে যাই এবং বিভিন্ন দোকানে গিয়েছিল কাজের জন্য। একদিন এক দোকানের মালিক তাকে কাজ দিতে রাজি হলেন কিন্তু শর্ত ছিল যে তাকে কখনো কখনো তার গ্রাহকদের ঠকাতে হবে। তিনি বলেছিলেন যদি দাম বেশি নিতে হয় তাহলে কিছুটা মিথ্যা বলতে। তাতে তোমার আয়ও বাড়বে আর আমারও। তাই সে সোজাসুজি তাকে বলে স্যার আমি গরীব হতে পারি কিন্তু মিথ্যা বলতে পারবো না। এ কথা শুনে তিনি রেগে গিয়েছিলেন কিন্তু তাকে কাজে নিয়েছিলেন। পরে তার ব্যবসা আরও ভালো হয় এবং তিনি একদিন নিজেই বলেছিলেন তুমি সৎ বলেই আমার ব্যবসার সুনাম বাড়ছে।

সত্য সবসময় জয়ী হয়। কখনো তাৎক্ষণিক জয় না হলেও দীর্ঘমেয়াদে সত্যিকারের বিজয় সত্যের সাথেই থাকে। গরীব মানুষ হিসেবে তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু মনে অনেক শান্তি ছিল কারণ সে কখনও সত্যের পথ থেকে সরে দাড়ায়নি। মিথ্যা বলার প্রলোভন আসতে পারে কিন্তু মনে রাখতে হবে মিথ্যা দিয়ে কিছুদিনের জন্য লাভ করা যায় কিন্তু সেই লাভ কখনও স্থায়ী হয় না। মানুষ যদি সৎ হয় আর নিজের নীতিতে অবিচল থাকে তাহলে একদিন না একদিন সে তার যোগ্য সম্মান পাবেই।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 70016.53
ETH 2453.77
USDT 1.00
SBD 2.39