সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আজকের বিষয় হচ্ছে সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে । এই বিষয় এর উপর ভিত্তি করে আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব।
বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দিকে লক্ষ্য করি কিছু কিছু জিনিস আছে পাওয়া খুবই কষ্টকর। কিন্তু আমরা যখন খুব সহজেই এটা পেয়ে যাই তখন আমাদের কাছে মনে হয় এটা কোন বিষয় না খুব সহজ একটি কাজ। এটা সাধারণত সবার ক্ষেত্রেই ঘটে। এরকম বাস্তব একটা ব্যাখ্যা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি।
আমার নিজস্ব একটি ব্যবসা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ব্যবসা। আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং অনলাইনের বিভিন্ন জটিল কিছু কাজ করে থাকি এর বাইরেও গ্রাফিক্সের মাঝেমধ্যে অনেক কঠিন কঠিন এডিটিং এর কাজ করে থাকি। আমরা যখন কোন একটি কাস্টমারের কঠিন যে কোন কাজ অল্প কিছুক্ষণের মধ্যে করে ফেলি তখন কাস্টমার ভাবে এই কাজটি অনেক সহজ। অথচ এই কাজটি অনেক জটিল আমরা হয়তোবা আমাদের কাজের অভিজ্ঞতার কারণে কিছু কৌশল ব্যবহার করে কাজটি দ্রুত করি। কিন্তু এটি অনেক কঠিন কাজ কিন্তু কাস্টমারের কাছে মনে হয় যে এটি অনেক সহজ কাজ তারা তখন এটার সঠিক মূল্য দিতে চায় না।
এছাড়াও মানুষের জীবনে চলার পথে অনেকগুলি বিপদ আসে যখন কোন বিপদ সমাধানের জন্য আমাদের কাছে আসে তখন দেখা গেছে আমরা বিভিন্ন মাধ্যমে কাজগুলি অতি দ্রুত সম্পন্ন করে ফেলি। তখন ওই ব্যক্তি মনে করে এই কাজটি আসলে খুবই সহজ এটি কোন বিষয় না এটি সিম্পল একটি কাজ আসলে কিন্তু বিষয়টা তা না। তার কাজটি খুব সহজেই সম্পন্ন হয়ে গেল যার কারণে তার কাছে এখন মনে হবে এটি খুবই সহজ। আসলে কাজটি যিনি সম্পন্ন করেছে উনি বলতে পারবে এই কাজটি করতে উনার কতক্ষণ সময় লেগেছে এবং কোন কোন জায়গায় যেতে হয়েছে, কতটুকু পরিশ্রম করতে হয়েছে।
এটাই জীবনের বাস্তবতা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। এক্ষেত্রে মানুষের কাছে যেকোনো জিনিস সহজে উপস্থাপন না করাটাই ভালো। যেটা যতটুকু সহজ ওইটা ততটুকু সহজ উপস্থাপন করা এবং যেটা যতটুকু জটিল সেটা ততটুকু জটিল ভাবে উপস্থাপন করাটাই অনেক বেশি উত্তম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন সবাই।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @ahp93 |
ডিভাইস | Poco X3-Pro |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
https://twitter.com/AHP14338073/status/1655271604174348291?t=RsREWXDVETO1VibSeDLSFg&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় আলোচনা করেছেন। সত্যি অল্প সময়ে যারা কিছু পেয়ে যায় তারা হীরাকেও কয়লা ভাবে। অন্য মানুষকে কি বলবো আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এমন হয়। আমার কোনো জটিল কাজের সমাধান যদি কেউ করে দেয় তাহলে আমারও এমন মনে হয়। আমরা তাদের কাজের যথার্থ মূল্য দেইনা বলেই পরবর্তীতে তারা কাজটা করে দিতে আগ্রহ দেখায় না।ধন্যবাদ সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। তবে পোস্ট আরও একটু বড় করার চেষ্টা করবেন।
সত্যিই তাই মানুষ কোনকিছু খুব সহজেই হাতের নাগালে পেলে তাকে খুবই তুচ্ছ ভাবে।এটা ভাবা একদম ঠিক নয় তার কারন হলো কোন কাজকেই ছোট করে দেখা যাবেনা।আমরা হয়তো উপর থেকে দেখে মনে করি যে এই কাজটি খুবই সহজ এবং অল্প সময়ে করা যায় কিন্তু আসলে তা নয় যে কাজ করে সেই শুধু সেই কাজের গুরুত্ব টা বোঝে।অনেক সুন্দর করে বাস্তব কথা গুলো তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।অভিনন্দন ও শুভকামনা রইলো।
অনেক সুন্দর লিখেছেন আপনি আসলে সস্তা জিনিসের কোন মূল্য নাই এই দুনিয়াতে। যত নিম্নমানের জিনিস হোক না কেন ভালো একটি দাম দিয়ে কিনলে তার অনেক বেশি কদর থাকে।ঠিক তেমনি কোন জিনিস কোন পরিশ্রম ছাড়াই কোন টাকা ছাড়াই যদি পেয়ে যায় তাহলে সেই জিনিসকে মানুষ তেমন মূল্যায়ন করে না। যদি অনেক কষ্টের বিনিময়ে পাওয়া যায় কিংবা অনেক টাকার বিনিময় পাওয়া যায় সেটা হীরার চেয়েও অনেক বেশি মূল্যবান হয়। ভালো লেগেছে আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি বিষয় নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট লিখেছেন আপনি। এটা সত্য কথা যে, সহজে কোন মূল্যবান জিনিস পেলেও তার কেউ তেমন মূল্য দিতে চায় না। তাই সময় এবং পরিবেশের উপর নির্ভর করে সহজ বিষয়টা সহজ ভাবে এবং জটিল বিষয়টা জটিল ভাবেই উপস্থাপন করা অনেক ক্ষেত্রে উত্তম হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে অনেকের অনেক কাজের প্রতি দক্ষতা রয়েছে যেগুলো ভিন্ন রকম মানুষগুলো দেখলে মনে করে যে এই কাজগুলো অনেক সহজ এবং অনেক সহজেই এবং অনেক কম সময়ে কাজগুলো করা যায়। কিন্তু এই কাজগুলো করতে যে কথাটা সময় এবং কতটা দক্ষতা এবং কাজগুলো কত যে কঠিন তা কেউই বুঝতে পারে না। বেশ ভালোই ছিল বলতে হচ্ছে আপনার আজকের লেখার টপিক।
ভাইয়া আপনি ঠিক বলেছেন কোন কাজ সহজে করে ফেললে মানুষ মনে করে কাজটি একদম সহজ। যেমন আপনি কম্পিউটারে কাজগুলো অভিজ্ঞতার কারণে হয়তোবা তাড়াতাড়ি করে ফেলেন। সেই কারণে কাস্টমার মনে করে কাজটি অনেক সহজ। তাছাড়াও মানুষ যে কাজগুলো একটু তাড়াতাড়ি বা সহজে করে ফেলে ওই কাজগুলোকে মূল্যায়ন করে না। তখন সহজে ফেলে মানুষ হীরাকে কয়লা মনে করে কথাটি একদম ঠিক বলেছেন।
আসলে মানুষ কোন কিছু সহজে ফেলে তার মর্ম বোঝেনা। এবং কোন কাজ সহজে হলেও মনে করে এটি তেমন জটিল না। যেমন আপনি কম্পিউটারে কোন সফটওয়্যার বা কোন কাজ করলে হয়তো আপনাদের অভিজ্ঞতার কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলেন। আর কাস্টমার মনে করে কাজটি একদম ইজি। এখন সহজে কোন কাজ ফেলে তখন হীরাকেও কয়লা ভাবে । এটি একদম বাস্তব কথা। অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পোস্ট করেছেন।