আমার লেখা কবিতা "ওহে সময় "

in আমার বাংলা ব্লগ3 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ওহে সময় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000075549.jpg
source

ওহে সময়

আকাশ জুড়ে চিকচিক আলো
ডাকছে মনকে ভেসে চলো
ওহে বাতাস, এমন ছুটোছুটি না
শুধু একটু ধীরে বহো।

পথের ধারে শিশির ভেজা
হৃদয়ের কথায় অনুভূতি সাজা
বলছে যেন, জীবন থেমে
ভালোবাসা আলোতে নিজেকে খোঁজা।

ঘাসের ডগায় সোনালী আলো
রঙিন স্বপ্ন মিশেছে ভালো
ওহে জীবন, ভেবে দেখ
সবটুকু সুখ ছুঁয়েছে মনের পালো।

চোখে ঝিলমিল স্মৃতির খেলা
হৃদয় জুড়ে আবেগের মেলা
ওহে সময়, যাসনা এখন
আবার ফিরো মনের ঢেলায়।

কত কথা আছে মুখে
কত স্বপ্ন চোখের পলকে
ওহে সময়, ফিরে আয়
মনে আবেগ আর অনুভূতির ছোঁয়াতে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জীবনের গতিপথে সময় চলে যায় খুব দ্রুততার সাথে। সময়ের সাথে অনেক স্বপ্ন দেখে মিলে না, অনেক ভালোবাসার অনুভূতি ছুঁয়ে দেখা হয় না। অনেক হৃদয়ের কথা বলা হয় না হৃদয়ে অনেক কথা বলা হয় না। জীবনের গতিপথে সময় যদি একটু ধীরে গতিতে চলতো তাহলে জীবনের কত আশা, কত ভালোবাসা, কত স্বপ্নের দেখা মিলতো ‌ । তাই সময়ের কাছে মনে আকুতি সময় যেন চোখের ফলকে হারিয়ে না যায়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে বেশ ভালো লাগলো। ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এই কবিতাটা যেন একটা নরম হাওয়ার মতো কখনো শিশিরে ভেজা ঘাসের গন্ধ নিয়ে আসে, কখনো আবার রোদ মেশানো সোনালি স্বপ্ন। ‘ওহে সময়’ বলে ডাকা সেই কণ্ঠটা পাঠকের হৃদয়ের খুব গভীরে গিয়ে বাজে। সময়, প্রকৃতি আর ভালোবাসাকে এত সংবেদনশীলভাবে ছুঁয়ে দেখা সত্যিই অনন্য। কবিতাটা যেন অনুভবের এক শান্ত নদী ধীরে ধীরে, গভীরে নিয়ে যায়। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 3 months ago 

পুরো কবিতাটি পড়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 months ago 

আপনার কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে। কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ সুন্দর ছন্দ মিলিয়ে আপনি কবিতাটি রচনা করেছেন। এমন সুন্দর কবিতা বারবার পড়তেও বেশ ভালো লাগে।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ওহে সময় কবিতাকে পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে সময় অনেক কিছু পরিবর্তন করে দেয়। আর সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

কবিতাটি পড়ে দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110435.48
ETH 4367.19
USDT 1.00
SBD 0.83