রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর ইঁদুর তৈরি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর ইঁদুর তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১ - রঙ্গিন কাগজ
২ - গাম
৩ - কাঁচি
৪ - মার্কার কলম ইত্যাদি।
আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-
↘️ধাপ :- ১↙️
- ইঁদুর তৈরি করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করেন নিলাম।
- প্রথমে একটি রঙিন কাগজের উপর পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর বৃত্তের রেখা অনুযায়ী কাগজটি কাঁচি দিয়ে কেটে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- এই ধাপে আরো একটি কাগজ গোল করে কেটে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- কাগজ দুটি গোল করে কেটে নেওয়া সম্পূর্ণ হয়েছে।
↘️ধাপ :- ৪↙️
- গোল কাগজ দুইটি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- কাগজটি আমি লাভের আকৃতির মতন করে কেটে নিয়েছি।
↘️ধাপ :- ৬↙️
- এখন আমি কাগজটি আরেকটির উপর গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
↘️ধাপ :- ৭↙️
- এখন আমি ইঁদুরের মুখ এঁকে নিলাম এবং চোখ গিটার্স পেপার দিয়ে তৈরি করে নিলাম।
↘️সর্বশেষ ধাপ :-↙️
- এখন আমি চিকন করে কাগজ কেটে ইঁদুরের লেজ জোড়া লাগিয়ে দিলাম।
আশা করি আমার কাঙ্খিত রঙ্গিন কাগজ দিয়ে দুইটি ইঁদুর তৈরি সম্পূর্ণ হয়েছে। এইভাবে আমি ইঁদুর তৈরি সম্পূর্ণ করি। এখন আপনাদের কাছে দৃশ্যমান।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | ডাই |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আর উপস্থাপন করবো।, ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
বাহ!! ভাই আপনিতো রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর দুটি ইঁদুর তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিসে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি তো খুবই সুন্দর দুটি ইঁদুর তৈরি করেছেন। আমার কাছে রঙিন কাগজের ইদুর দুটি দেখতে খুবই ভালো লেগেছে। কিভাবে আপনি এত সুন্দর রঙিন কাগজের ইঁদুর তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইঁদুর তৈরি দেখে তো অনেক ভালো লাগলো। ইঁদুর বাস্তবে দেখতে যত বেশি খারাপ লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করার পর। আর দেখতে অসাধারন লাগে। আপনার ইঁদুর তৈরি দেখে ভালো লাগলো।
এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ইঁদুর তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তারপরও আপনি সময় এবং ধৈর্য নিয়ে এটা তৈরি করেছেন যেটা সত্যিই প্রশংসনীয়। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/5) Get profit votes with @tipU :)
এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ইঁদুর তৈরি করেছেন। ইঁদুর গুলো দেখতে খুব কিউট লাগছে। আর বিশেষ করে ইঁদুরের খাবারগুলো অসাধারণ হয়েছে। যদিও গুলা তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বুঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
বাহ দারুন একটি চমক দেখালেন তো ভাই রঙিন কাগজ দিয়ে ইঁদুর।
দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তবে আমি কিন্তু আপনার প্রস্তুত করা কালারফুল ইঁদুরের মতো ইঁদুর কখনো দেখিনি 😁😁😁
তবে খাবারগুলো কিন্তু জটিল হইছে খেলে হয় শেষ পর্যন্ত 😁😁
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরে বাহ্ খুব সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজের তৈরি এই ইঁদুর দুটি। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই দুইটি ইঁদুর। ইঁদুরগুলো তৈরি করে রঙিন কাগজ ছোট ছোট করে কেটে তাদের সামনে দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগতেছে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন এই ইঁদুরগুলো তৈরি করতে, যা দেখেই বুঝতে পারছি। সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
আমার ডাই পোস্ট দেখে ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি তো বেশিরভাগ সময় চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে এভাবে বিভিন্ন রকম জিনিস তৈরি করার। খুবই কিউট লাগতেসে ইঁদুর দুটি দেখতে। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করেছেন এই ইঁদুর তৈরি করতে। আপনার এই পোষ্টের মাধ্যমে রঙিন কাগজের ইঁদুর তৈরির শিখে নিতে পারলাম। এটা দেখে খুবই ভালো লেগেছে।
আশা করি ভাইয়া ভালো আছেন। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। রঙিন কাগজের তৈরি এই ইঁদুরটা দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাই সুন্দর মতো শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়।তবে এভাবে ইঁদুর তৈরি করা আমি এই প্রথম দেখলাম।খুবই সুন্দর হয়েছে এবং চমৎকারভাবে আপনি আমাদের মাঝে তা বর্ণনা করেছেন ধন্যবাদ।
এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।