পড়ন্ত বিকেলে পানের বরজে কিছুক্ষণ সময় অতিবাহিত করার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পড়ন্ত বিকেলে পানের বরজে কিছুক্ষণ সময় অতিবাহিত করার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1688364330109.jpg

IMG_20230702_180008.jpg

1688320233455.jpg

আজ কয়েকদিন ব্যস্ততার কারণে কোথাও বাইরে যাওয়া হয় নি‌। তাই আজ বিকেলে বন্ধু সহকারে বাইরে বেরিয়ে গেলাম প্রকৃতির পরিবেশে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে। প্রথমে নদীর পাড়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিলো। আমাদের বাড়ি থেকে নদীর পাড় কিছুটা দূর। পথের মধ্যে বৃষ্টি আসার কারণে এবং অটো রিকশা না থাকায় নদীর পাড়ে আর যাওয়া হয় নি। তাই দুজনে হেঁটে পানের বরজে গেলাম ঘুরতে। বৃষ্টি হওয়াতে আকাশ খুবই পরিষ্কার। প্রকৃতির পরিবেশ চমৎকার বিরাজ করতেছে। আমরা পায়ে হেঁটে যেতে বিকেলের প্রায় শেষ সময় হয়ে গেলো‌। সূর্য পশ্চিম আকাশে হেলে গিয়েছে।

IMG_20230702_175955.jpg

IMG_20230702_174924.jpg

IMG_20230702_175851.jpg

আমাদের বাড়ি আশপাশে পানের বরজ নেই । আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় পাঁচ থাকে ছয়টি পানের বরজ হয়েছে। আগে প্রায় সময় পানের বরজ দেখতে যাওয়া হতো। আজ অনেক দিন পরে গেলাম পানের বরজে। বিকেলে পানে বরজ দেখে খুবই ভালো লাগলো। সবুজ তাজা পান পাতা দেখে পান খেতে খুবই ইচ্ছে করতেছে। পান পাতা আমাদের সকলের খুবই পরিচিত। পান হচ্ছে এক প্রকার লতা জাতীয় গাছের পাতা। যা নিশ্বাসকে সুরভিত করে এবং ঠোঁট ও জিহবাকে লাল করার জন্য মানুষ পান খেয়ে থাকে। বিশেষ করে আমাদের বাঙালি মানুষের পান খেতে খুব পছন্দ করে।

IMG_20230702_175507.jpg

IMG_20230702_175528.jpg

আমাদের দেশে অনেক বয়স্ক লোকেরা আছে তার বেশি পান খায় থাকে। পান খাওয়া এক ধরনের আসক্তি হয়, যা খেতে পারলে আনন্দদায়ক অনুভব হয়। পান খাওয়া আমাদের বাঙালি সমাজে ঐতিহ্য এবং সামাজিক রীতিনীতি। যে কোনো আচার অনুষ্ঠানে খাবার-দাবারের পরে পান না খেতে পারলে কেমন যেন শূন্যতা অনুভব হয়। পানের সাথে সুপারি, চুন, জোদ্দা, মিষ্টি জিরা, কালোজিরা, দারুচিনি, লবঙ্গ অতিরিক্ত স্বাদের জন্য এলাচ ইত্যাদি দিয়ে থাকে। অনেকে শুধু পান সুপারি আর মিষ্টি জিরা খেয়ে থাকে। পান হচ্ছে বাংলাদেশী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

IMG_20230702_175854.jpg

IMG_20230702_175622.jpg

পান হিন্দু পূজায় বিবাহ উৎসব এবং আত্মীয়দের দেখা করতে ব্যবহৃত হয়ে থাকে। পান খাওয়ার স্বাদ সত্যি খুবই অন্যরকম হয়ে থাকে। পান খেতে পারলে এক ধরনের আনন্দ অনুভূত হয়। আমাদের দেশে পান পাতা ব্যাপক ভাবে চাষাবাদ করা হয়ে থাকে। পান পাতা সারা বছর ধরে পাওয়া যায়। তবে পান পাতার দাম শীত কালে বেশি হয়ে থাকে। পান পাতা বিভিন্ন জাতের রয়েছে। আমাদের দাদা দাদীরা পান পাতা রাখার জন্য বিশেষ পানদানি ব্যবহার করতো। পান পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত খেলে স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। হাঁপানির ও খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে।

IMG_20230702_175628.jpg

পানের বরজে পড়ন্ত বিকেলে ঘুরাঘুরি মুহূর্ত সত্যি বেশ দারুন ছিল। পানের বরজে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সুন্দর ভাবে উপভোগ করেছি ‌। পানের বরজ থেকে আসার সময় আমার জন্য কয়েকটি পান পাতা নিয়ে আসলাম। সব মিলিয়ে পানের বরজে ঘুরাঘুরি মুহূর্ত গুলো বেশ দুর্দান্ত ছিলো।

IMG_20230702_175927.jpg

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

ভাই আমার খালুর দেশের বাড়ি হচ্ছে যশোরে। আর তিনি সবসময় এই পানের বরজের খুব গল্প করতেন। তার গল্পে জেনেছি পানের বরজের প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব সুন্দর হয়। আর আজ আপনার পোস্ট পড়ে এবং কিছু ফটোগ্রাফি দেখে সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। বন্ধুর সাথে নদীর পাড়ে যেতে না পেরে আপনি পানের বরজে এসে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন, আর সেই বিষয়ে আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

জি ভাই পানের বরজের প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব সুন্দর হয়। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

পড়ন্ত বিকেলে যদি সব বন্ধুরা মিলে এভাবে সময় কাটানো যায় তাহলে অনেক ভালো লাগবে। আপনি পানের বরজের সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলে দেখে বুঝা যাচ্ছে অনেক সুন্দর একটি দৃশ্য ছিল। অনেক মজার একটি সময় কাটিয়েছেন সবাই মিলে পানের বরজে্ বৃষ্টির পানি পড়ায় দেখতে বেশ ভালোই দেখাচ্ছে।

 last year 

পানের বরজের প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

পান দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাদের এদিকেও পান চাষ করা হয়। ‌আমাদের এদিকেও
প্রায় মানুষ পান চাষ করে। পান ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ বিকালের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 last year 

এত চমৎকার মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

পড়ন্ত বিকেলে বন্ধুরা মিলে এভাবে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর সেই ঘুরাটা যদি সবুজ কোন প্রকৃতির মাঝে হয় তাহলে তো কথায় নেই। তবে আপনি পানের বরজে সুন্দর একটি সময় পার করেছেন।পান গুলো দেখে অনেক ভালো লেগেছে। তবে আমাদের এদিকে এমন পানের বরজ দেখা যায় না।

 last year 

বিকেল বেলা সবুজের প্রকৃতির মাঝে মুহূর্ত গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে । এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

পানের বরোজ দেখার আমার খুব শখ ছিলো।
ইচ্ছে আছে একদিন পানের বরোজ দিয়ে হাটাহাটি করব।
আজ আপনার ফটোগ্রাফি এবং উপস্থাপনা পড়ে খুবই ভালো লাগলো।।

 last year 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 last year 

খুব ব্যস্ততায় বাইরে কোথাও যাওয়া হয়নি আপনার। তাই বন্ধুকে নিয়ে নদীর পাড়ে যাবেন। কিন্তু বৃষ্টির কারনে আর যাওয়া হলো না। কারন নদীর পাড় আপনার বাসা থেকে অনেক দূর।তাই পানের বরজে গেলেন।খুব ভালো লাগলো পানের বরজ দেখে।ফটোগ্রাফিগুলো খুব ভালো লাগলো দেখে।খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ব্যস্ততার জন্য বাইরে যাওয়া হয় নি । এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

কয়েকদিন ব্যস্ততার কারণে আপনি বাহিরে ঘুরতে যেতে পারেন না। যাইহোক বন্ধুকে নিয়ে অনেক দিন পর ঘুরতে গেলেন। তাহলে শেষ পর্যন্ত পানের বরজে ঘুরেছেন। তবে ভিন্ন মানুষ পানগুলো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খেয়ে থাকে সাধের জন্য। আপনি ঠিক বলেছেন পান অল্প খেলে ভালো বেশি খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে আমি মাঝেমধ্যে মজা করে পান খাই খেতে খুব ভালোই লাগে। আপনি কিছু পান নিয়ে আসলেন মনে হয় সেগুলো মজা করে খাবেন।

 last year 

আপনি আর আপনার বন্ধু মিলে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও, শেষ পর্যন্ত বৃষ্টির কারণে সেটা না হলেও পানের বরজে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন মনে হচ্ছে। পানের ব্যবহার বহুকার্যে জানতাম, তবে এর এত গুনাগুন জানা ছিল না। সেটা আপনার পোস্ট থেকে জানতে পারলাম। পান যে, বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ,সেই তথ্যটি আপনার পোস্ট থেকে জানতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 85746.87
ETH 3328.32
USDT 1.00
SBD 2.81