"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ || চিকেন সেমাই কোণ রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20230503_113426.jpg

IMG_20230503_113514.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চিকেন সেমাই কোণ রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230503_113501.jpg

চিকেন পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায় না। লেয়ার এবং বয়লার চেয়ে দেশি মুরগির মাংস হলে তো আর কোন কথাই নেই অনায়াসে তৃপ্তি সহকারে খাওয়া যায়। চিকেন দিয়ে নানা রকমের খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। চিকেন সবাই পছন্দ করে কারণ এটি ক্রয় করার সমার্থ সবারই কম বেশি রয়েছে। আমাদের বাসা বাড়িতে নানা ধরনের চিকেন রেসিপি তৈরি করা হয়ে থাকে‌ । এবারের প্রতিযোগিতা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। প্রতিযোগিতা দেখে ভাবতে আরম্ভ করলাম চিকেন দিয়ে কি করা যায়? ভাবছি নতুন কিছু তৈরি করবো অবশেষে অনেক চিন্তা ভাবনার পরে সেমাই কোণ রেসিপি তৈরি করা পরিকল্পনা করলাম। সেমাই দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়। সেমাই বাঙালি সমাজে বিশেষ করে মুসলিম পরিবারের খুবই ঐতিহ্যের খাবার। বাঙালি সমাজের ধনী পরিবার গুলো সেমাই দিয়ে হরেক রকম রেসিপি তৈরি করতো তার মধ্যে চিকেন রেসিপি অন্যতম ছিল। এখনো মুসলিম পরিবারে বিশেষ করে ঈদ উৎসবে সেমাই দিয়ে হরেক রকমের রেসিপি তৈরি করতে দেখা যায়। মুরগির মাংসের স্বাদে সেমাই রেসিপিটি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। অনেক আগে আমার নানু এই রেসিপিটি তৈরি করেছে। আমি কখনো তৈরি করে নি। তাই আমি অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম রেসিপিটি তৈরি করতে পারব কিনা? অবশেষে অনেক চেষ্টা ফলে তৈরি করতে পেরেছি। ঘরের সবাই অনেক আনন্দের সহকারে চিকেন সেমাই কোণ রেসিপি খেয়েছে । ঘরের সবাই বলছে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আসলে এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি রেসিপি টি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। কারণ রেসিপি তৈরি করার মাঝ পথে যখন আমি পিঠা দিয়ে কোণ তৈরি করতেছি তখন কোণ তৈরি ঠিকমত হচ্ছে না‌‌। তখন এক পর্যায়ে হতাশ হয়ে ভাবছি রেসিপি টি তৈরি করবো না। পরবর্তীতে ধৈর্য ধরে রেসিপিটি তৈরি সম্পূর্ণ করি।

প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই swagata দিদিকে এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিভিন্ন রকম ইউনিক সুস্বাদু মজাদার চিকেন তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য। এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rmeসহ এডমিন মডারেটর প্যানেলের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি । বিশেষ করে দাদার পরিবারের শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।সকলের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা রইলো।

প্রয়োজনীয় উপকরণ :

IMG_20230503_090656.jpg

উপকরণপরিমাণ
মুরগির মাংস৪০০ গ্ৰাম
চিকন সেমাইপরিমাণ মতো
আটা৩ কাপ
গাজর১ টা
বড় আলু১টা
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন বাটাপরিমাণ মত
আদা বাটাপরিমাণ মত
সরিষা বাটাপরিমাণ মতো
মাংসের মসলা১ টেবিল চামচ
চাট মসলাপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
গোলমরিচের গুড়াপরিমাণ মতো
এলাচি, দারচিনি, লংপরিমাণ মতো
তেজপাতাতিনটি
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো
পানিপরিমাণ মতো ইত্যাদি।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • চিকেন সেমাই কোণ রেসিপি তৈরি করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম। প্রথমে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ছোট ছোট করে কাটা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম।

1683099534163.jpg

↘️ধাপ :- ২↙️

মাংসের টুকরো গুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিলাম।

IMG_20230503_134107.jpg

↘️ধাপ :- ৩↙️

এরপর আবারো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু, গাজর এই সবজিগুলো দিয়ে দিলাম।

1683099789049.jpg

↘️ধাপ :- ৪↙️

সবজি গুলোকে কিছুক্ষণ রেখে ভালোভাবে ভেজে নিব।

IMG_20230503_134431.jpg

↘️ধাপ :- ৫↙️

এরপরে এর মধ্যে হলুদ মরিচের গুড়া, মসলা গুড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা সবগুলো দিয়ে দিলাম।

1683099989860.jpg

1683100086273.jpg

↘️ধাপ :- ৬↙️

এরপরে এরমধ্যে তেজপাতা লং দারুচিনি এলাচ এসব গুলো গরম মসলা দিয়ে দিলাম।

1683100401614.jpg

↘️ধাপ :- ৭↙️

এরপরের মধ্যে রাঁধুনি মসলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।

IMG_20230503_145348.jpg

↘️ধাপ :- ৮↙️

এরপরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেটে ছেড়ে ভালোভাবে রান্না করব।

IMG_20230503_145628.jpg

↘️ধাপ :- ৯↙️

রান্না করতে করতে একদম শুকিয়ে গেলে এরপর চুলে থেকে নামিয়ে নিব। এভাবে আমি ভেতরের পুর তৈরি করে নিলাম।

IMG_20230503_150813.jpg

↘️ধাপ :- ১০↙️

এরপর আমি একটি বাটিতে আটা নিয়ে নিলাম। এর মধ্যে বেকিং পাউডার লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু একটু করে মাখা শুরু করব।

1683105078674.jpg

↘️ধাপ :- ১১↙️

এভাবে আমি মেখে আটার ডো তৈরি করে নিব। এখানে আমি তিনটা রুটির জন্য ডো তৈরি করে নিলাম।

IMG_20230503_151912.jpg

↘️ধাপ :-১২↙️

এরপরে আবারো আটার গুলো দিয়ে আমি তিনটা রুটি একদম পাতলা করে বেলে নিলাম।

IMG_20230503_152012.jpg

↘️ধাপ :- ১৩↙️

এরপর আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। আমি কিছুটা পরিমাণে রুটিগুলোকে হালকাভাবে ছেঁকে নিলাম।

1683105765604.jpg

↘️ধাপ :- ১৪↙️

এরপর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিলাম। এখানে সামান্য পরিমাণে পানি মিশিয়ে মেখে নিলাম।

IMG_20230503_153038.jpg

↘️ধাপ :- ১৫↙️

এরপরে আমি রুটিটাকে কেটে অর্ধেক করে নিলাম। এরপর আটার অংশটা লাগিয়ে নিলাম।

1683106108588.jpg

↘️ধাপ :- ১৬↙️

এরপর কোনা করে মুডিয়ে কোন তৈরি করে নিলাম।

IMG_20230503_154956.jpg

↘️ধাপ :- ১৭↙️

এরপরে কোনের ভিতরে তৈরি করা চিকেনের পুর ভরে নিলাম।

1683108049267.jpg

↘️ধাপ :- ১৮↙️

এরপরে উপরের অংশে মেখে রাখা আটার মিশ্রণটা লাগিয়ে নিলাম।

1683108337071.jpg

↘️ধাপ :- ১৯↙️

আটার মিশ্রণের উপরে সেমাই ছোট ছোট করে ভেঙে রাখা এর উপরে লাগিয়ে আটকে নিলাম। এভাবে আমি সবগুলো চিকেন কোণ তৈরি করে নিলাম।

1683108722803.jpg

↘️ধাপ :- ২০↙️

আমজেস এর পরে চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা চিকেন সেমাই কোনগুলো দিয়ে দিলাম।

1683108808878.jpg

↘️ধাপ :- ২১↙️

এরপরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

1683109005002.jpg

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20230503_111858.jpg

IMG_20230503_113141.jpg

IMG-20230503-WA0031.jpg

IMG-20230503-WA0029.jpg

IMG-20230503-WA0030.jpg

আশা করি আমার চিকেন সেমাই কোণ রেসিপি
তৈরি সম্পূর্ণ হয়েছে। এইভাবে আমি খুবই মজাদার এবং সুস্বাদ চিকেন সেমাই কোণ রেসিপি তৈরি সম্পূর্ণ করি।
যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া আমাদের প্রধান উৎসব ঈদ উৎসবের সময় সেমাই হচ্ছে আমাদের অতিথি আপ্যায়নের প্রধান খাবার। সেমাই ছাড়া যেন আমাদের এই উৎসব চলে না। সেমাই দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয় তবে আপনি চিকেন সেমাই কোণ রেসিপি করেছেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আপনার রান্নার ধাপ গুলো দেখে বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল প্রতিযোগিতায় যেন ভাল অবস্থানে থাকতে পারেন।

 2 years ago 

পাশে থেকে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রস্তুত রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। দেখতে এত সুন্দর না জানি খেতে কতটা সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট এর জন্য শুভকামনা জানাই।চিকেন সেমাই কোন রেসিপিটি জাস্ট অসাধারণ হয়েছে।দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার।আপনার উপস্থাপনা চমৎকার ছিল ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই, আপনি তো অনেকগুলো উপকরণ দিয়ে খুবই ইউনিক চিকেন সেমাই কোন রেসিপি তৈরি করেছেন। যেহেতু এতগুলো উপকরণ ব্যবহার করেছেন, সেহেতু নিঃসন্দেহে এই রেসিপি খেতে খুবই মজার হবে। আর দেখতেও খুবই লোভনীয় লাগছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। চিকেন সেমাই কোণ রেসিপিটা একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। আপনার আইডিয়াটা এককথায় দারুণ হয়েছে। রেসিপিটা খেতেও মনে হচ্ছে খুব ইয়াম্মি লেগেছে। রেসিপির পরিবেশনা তো দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চিকেন সেমাই কোণ রেসিপি দারুন হয়েছে ভাইয়া। নতুন একটি রেসিপি শিখলাম। চিকেন আর সেমাইয়ের কম্বিনেশন কখনো খাওয়া হয়নি। মনে হচ্ছে ভিন্ন ধরনের এই খাবার খেতে ভালো লাগবে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

প্রতিযোগীতায় অংশগ্রহণ করায় আপনার জন্য শুভকামনা রইলো। চিকেন আমারও খুব পছন্দ। আমার বাংলা ব্লগের এই প্রতিযোগীতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখা যায়। আপনি খুবই ইউনিক একটি চিকেন রেসিপি শেয়ার করেছেন। সেমাই আর চিকেনের কম্বিনেশনে খুব সুন্দরভাবে কোন সেপের রেসিপি বানিয়েছেন। অনেকগুলো ধাপে রান্নার প্রণালী দেখিয়েছেন। পরিবেশন জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

রেসিপি দেখে এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চিকেন সেমাই কোন রেসিপিটি বেশ চমৎকার হয়েছে । দেখেই মনে হচ্ছে খেতে বেশ ক্রিসপি ও মজার হয়েছে । আর ইউনিক তো বটেই ।পরিবেশন ও চমৎকার হয়েছে । সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97817.79
ETH 3421.47
USDT 1.00
SBD 3.12