রবিবার আড্ডায় আসার অনুভূতি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, রবিবার আড্ডায় আসার অনুভূতি এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমার বাংলা ব্লগের নতুন আয়োজন জীবনের গল্পের শো তে অতিথি হিসেবে আসতে পেরে খুব ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটি পুরো স্টিমিট প্লাটফর্মের অন্যান্য কমিউনিটি গুলো থেকে সম্পূর্ণ আলাদা। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সাধারণ ইউজারদের নিজের অনুভূতি, হাসি আনন্দ সুখ-দুঃখ যে কোন মুহূর্ত খুব সুন্দর করে প্রকাশ করতে পারে। তা পোস্টের মাধ্যমে হোক বা, ডিসকোডের যে কোনো অনুষ্ঠানের ভার্চুয়ালি আড্ডার মাধ্যমে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে কোন কোন বিশেষ দিনকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়ে থাকে। আবার সাধারণ ইউজারদের অনুভূতি শেয়ার করার জন্য বিশেষ আড্ডার অনুষ্ঠান হয়ে থাকে।
এবারের জীবনের গল্প আড্ডার আমাকে মনোনীত করা হয়েছে। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় বড় দাদা এবং ছোট দাদাসহ সকল এডমিন মডারেটর প্যানেলের সকল সদস্যদের। আমাদেরকে এতো সুন্দর ভাবে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু হাসি আনন্দ সুখ-দুঃখের অনুভূতি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। এই উদ্যোগটি সত্যি খুব অসাধারণ। এবারের জীবনের গল্প আড্ডাতে আসতে পেরে খুব ভালো লাগলো আমার। আড্ডার পুরো সময় জুড়ে শুভ ভাই আমাকে সার্বিক সহযোগিতা করেছে। এই জন্য শুভ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
আড্ডাতে অনেকে তাদের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত ছিলো। যারা শ্রোতা মন্ডলি ছিলো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আড্ডার প্রতিটি মুহূর্ত বেশ সুন্দর ভাবে কাটিয়েছি। নিজের কিছু অনুভূতি ব্যক্ত করার সুযোগ হয়েছে। যতো টুকু সম্ভব হয়েছে গুছিয়ে বলার চেষ্টা করেছি। যদিও কথা বলার সময় অনেক ভুল ত্রুটি হয়েছে। আশা করি সকলের সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখেছে। ভার্চুয়ালি এই ভাবে কখনো আড্ডা দেওয়া হয় নি। জীবনে প্রথম এভাবে কোন ভার্চুয়ালি আড্ডা দিলাম। তাই মনের মধ্যে কিছুটা ভয় কাজ করেছিলো। কথা বলার সময় অনেক বিষয় ভুলে গিয়েছি বলতে। তারপরও হৃদয়ের অনুভূতি গুলো সবার মাঝে প্রকাশ করতে পেরে বেশ ভালো লাগলো।
শুভ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আড্ডা বেশ জমে উঠেছিলো। আড্ডার প্রতিটি মুহূর্ত সবাই বেশ সুন্দর ভাবে আনন্দের সহকারে উপভোগ করেছে নিশ্চয়। জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে গল্প করা হয়েছে। গল্পের মাধ্যমে সবার মাঝে আমার জীবনে অনেক ঘটে যাওয়া বিষয়ে তুলে ধরেছি। গল্পের মাঝে আমাদের জীবনের অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে। আড্ডা সবার মাঝে আরও প্রাণবন্ত এবং আনন্দময় করার জন্য গান বাজানো হয়েছে। গান শুনে মাধ্যমে আড্ডা বেশ জমজমাট ভাবে উঠেছে। গল্পে হাসির ঘটনা শুনে অনেকে বেশ হেঁসে আনন্দ করেছে। আবার জীবনের দুঃখের গল্প শুনে অনেকে বেশ নিরব ছিলো।
মানুষের জীবনে কত গল্পই তো থাকে, কত সুখস্মৃতি থাকে, থাকে পাওয়া না পাওয়ার অভিজ্ঞতা কিংবা হারিয়ে ফেলার তিক্ততার। আমিও চেষ্টা করেছি আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা সবার মাঝে শেয়ার করার জন্য। সবাইকে কিছুক্ষণের জন্য আনন্দে মাতিয়ে তুলতে। মনের কথা গুলো সকলকে শুনানো জন্য। কিছু গল্প শোনাতে পেরে খুব ভালো লাগলো। ফেলে আসা জীবনের কিছু কথা স্মৃতিচারণ করেছি । আসলে জীবনের কিছু কিছু স্মৃতি কখনো ভুলা যায় না বারবার হৃদয়ের মাঝে জাগ্রত হয়। ঐ স্মৃতি গুলো যদি জানানো যায় কাউকে তখনই নিজের কাছে খুব ভালো লাগে।
পরিশেষে বলতে চাই আমার বাংলা ব্লগের নতুন আয়োজন জীবনের গল্পের শো তে অতিথি হিসেবে আসতে পেরে খুব ভালো লাগলো। উপস্থিত দর্শক শ্রোতারা বেশ ভালোই উপভোগ করেছিলো নিশ্চিয়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1850951970628255889?t=9jzGsPo_unBKPaGzpQimeg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি খুব সুন্দর করে জীবনের সুখ দুঃখের গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন ভাই। আপনার গল্প থেকে আপনার বড় মনের পরিচয় আমরা সকলেই পেয়েছি। সকল সংকীর্ণতার উপরে যে মানবতার জয় হওয়া উচিত, আপনি সেই বার্তাই দিয়েছেন আপনার বক্তব্যে। খারাপ অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান অন্যদেরকে শুনিয়ে সাবধান বাণী দিয়েছেন আগামীতে চলার পথে। এক কথায় দারুন একটি সন্ধ্যা উপভোগ করেছি আপনার সঙ্গে। একটুও মনে হয়নি আপনার কথায় বোর হচ্ছি।
সেদিন আমরা রবিবারের আড্ডায় আপনাকে পেয়ে অনেক খুশি ছিলাম। কেননা, সেদিন আমরা আপনার মাধ্যমে আপনার জীবনের বেশ কিছু গল্প জানতে পেরেছিলাম। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।আর সেদিন আমরা অনেক বেশি মজা করছিলাম।
সত্যি বলতে আপনার আড্ডার অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি নাই। খুবই ব্যস্ত ছিলাম আমি ঐদিন। ফেনী গিয়েছিলাম বিশেষ দরকারে। আশা করি খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি। যা সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এই ধরনের প্রোগ্রামগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে।
রবিবারের আড্ডার জীবনের গল্প এপিসোডে আপনাকে পেয়ে ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে পুরোটা সময় বেশ উপভোগ করেছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রবিবারের আড্ডায় আপনাকে অতিথি হিসেবে পেয়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।আপনার জীবনের গল্প জানতে পেরেও ভালো লেগেছে। আপনি নিজের অনুভূতি দারুন ভাবে তুলে ধরেছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে অনুভূতিগুলো উপস্থাপন করার জন্য।