সম্মান আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না মন থেকে হয়ে থাকে।

in আমার বাংলা ব্লগ14 hours ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000053392.jpg

https://www.pexels.com/photo/people-in-park-supporting-each-other-6551313/

মানুষ বলা হয় যার মান এবং হুঁশ রয়েছে। যার মান এবং হুঁশ রয়েছে তার বিবেক এবং মনুষত্ববোধ অবশ্যই রয়েছে। মানুষের প্রাইমারি স্কুল থেকে বিবেক এবং মনুষত্ববোধ উন্নত হতে থাকে। জীবনের একটা পর্যায় গিয়ে মনুষত্ববোধ সর্বত্র উন্নত হয়ে থাকে। মানুষ তার সাথে বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে সৎকর্মের দিকে অগ্রসর হয়ে থাকে। বিবেককে দুই ভাবে কাজে লাগানো যায়। সৎ ভাবে এবং অসৎ ভাবে। যে ব্যক্তি বিবেককে সৎ ভাবে কাজে লাগায় সে মানুষ হিসেবে শ্রেষ্ঠ। আর যে বিবেককে অসৎ কাজে লাগায় সে ধীরে ধীরে অমানুষের পরিণত হয়ে থাকে। মানুষের মনুষত্ববোধ যতো উন্নত হয় মানুষের বিবেক ততো বেশি সৎ পথের দিকে এগিয়ে যায়।

সাধারণত মানুষের বয়স যখন ১৫ বা, ১৮ হয়ে থাকে তখন জীবনে সম্মান বা, সম্মানিত হবার জন্য বেশ মনোযোগী হয়ে থাকে। জীবন সংসারে সম্মানের খুবই প্রয়োজন। কারণ যে মানুষের জীবনে সম্মান নেই তার বলতে গেলে কিছুই নেই। তাইতো জীবনের জন্য সম্মান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজে চলতে গেলে সম্মান বিষয়টা খুবই জরুরী। কারণ সম্মানের উপর ব্যক্তিগত অনেক কিছু নির্ভর করে। এখন বলতে পারেন এই সম্মান কোথায় পাওয়া যায়? অনেকে মনে করে যার অনেক টাকা পয়সা, ধন সম্পদ গাড়ি বাড়ি আছে সে অধিক সম্মানের মালিক। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হলো মানুষের টাকা-পয়সা ধন সম্পদ হলো সম্মান পাওয়ার উছিলা বা, ক্ষেত্রবিশেষ মাত্র।

শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলে যে অন্যকে সম্মান দেওয়া হয় ব্যাপারটা কিন্তু তা নয়। রাস্তার পাশে ফুটপাতে বসে থাকা একজন ব্যক্তিকে অনেকে সম্মান করে। শুধু উচ্চশিক্ষিত হলে সম্মান পাওয়া যাবে এমনটা নয়। সমাজের গণ্যমান্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বা, প্রধানমন্ত্রী হলে যে মানুষের হৃদয় থেকে সম্মান পাওয়া যায় এমনটা কিন্তু নয়। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্মান বিষয়টা মানুষের হৃদয়ের বিষয়। হৃদয় থেকে যাকে মানুষ খুব ভালোবাসে, শ্রদ্ধা করে বা, স্নেহ করে তাকে মানুষ সম্মান করে থাকে। সম্মান এ বিষয়টার সাথে মানুষের মুখের ভাষা আচার আচরণ, পরিবারের শিক্ষা, অন্যকে শ্রদ্ধা বা, স্নেহ করা, অন্যের প্রতি নমনীয়তা, সহনশীলতা, ধৈর্য, মানব সেবা, অন্যের আনন্দে মুখে হাসি ফোটানো, অন্যের দুঃখে চোখে জল জল গড়িয়ে পড়া এই বিষয় গুলো জড়িত থাকে।

যে মানুষ অন্যের প্রতি যতো বেশি নমনীয় অন্যের আপদে বিপদে যে বেশি এগিয়ে আসে যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে যতো বেশি সোচ্চার সে মানুষ ততো বেশি সম্মান পাওয়ার যোগ্য। টাকা দিয়ে সম্মান কিনা যায় না। টাকা দিয়ে যদি সম্মান কেনে যেত তাহলে অনেক এমপি মন্ত্রী উপর মানুষের থুতু পড়তো না। টাকা মানুষকে সম্মান এনে দিতে পারে না টাকা শুধু মানুষের বাইক দাম সম্পদ জোগাড় করতে পারে কিন্তু সম্মান নয়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Hi my good friend, I'm happy to meet you. I hope I can get to know my senior better. Please share your knowledge, sis.😃

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 hours ago 

IMG_20241122_030309.jpg

IMG_20241122_030328.jpg

IMG_20241122_030344.jpg

 9 hours ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া সম্মান এবং ভালোবাসা এই দুইটি এমন জিনিস যেটা হাজার চাইলেও একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনি যদি অন্য মানুষকে মন থেকে ভালবাসেন এবং তাকে সম্মান করেন অবশ্যই আপনি সম্মান পাবেন। সকাল সকাল এত সুন্দর একটি পোস্ট দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 6 hours ago 

জীবনের সম্মান এবং ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটি জোর করে কখনো পাওয়া যায় না। এটা পেতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে এবং ভালোবাসা দেখাই নিতে হবে। আর সম্মান এবং ভালোবাসা টাকা দিও কিনা যায় না। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 hours ago 

প্রতিটি মানুষের আত্মসম্মানবোধ থাকা খুবই জরুরী। আত্মসম্মানবোধ নিজেকে বাঁচতে শেখায়। তাছাড়া ঠিকই বলেছেন ভাইয়া জোর করে কখনো সম্মান এবং ভালোবাসা পাওয়া যায় না। অনেকে দেখা যায় টাকার জোরে সম্মান পেতে যায়। আসলে তাদেরকে ওভাবে কেউ সম্মান করে না। যাই হোক আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 hours ago 

আজ আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে এই পোস্ট লিখেছেন। আসলে সম্মান এবং ভালোবাসা জোর করে আদায় করা যায় না। কেউ কখনোই পারবে না ভালোবাসা আর সম্মান আদায় করে নিতে। যদি সেই মানুষটা মন থেকে না দেয়। মানুষের মধ্যে আত্মসম্মানবোধ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98944.63
ETH 3375.99
USDT 1.00
SBD 3.10