আপনি ঠিক বলেছেন মা-বাবারা অনেক অসেচতন। তাদের একটু সময়ের জন্য একটু মুক্ত থাকার জন্য, সন্তানদের হাতে মোবাইল দিয়ে রাখে এটা আছে তাদের সন্তানদের জন্য কতটা ক্ষতিকর্তা তারা কল্পনাও করতে পারছেনা। ঠিক বলেছেন আগে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিতাম গল্প করতাম কিন্তু এখন মোবাইলের জন্য সেগুলো আর হয়ে ওঠে না একটুখানি গল্প করতে বসলেও সবার হাতে হাতে মোবাইলটা যেন আয়নার মতো থাকে।আপনার আজকের পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভাল লেগেছে আপনাকে ধন্যবাদ আপু।
মোবাইল ছোট বাচ্চাদের হাতে থাকা কতটা ক্ষতিকর তা কল্পনা করা অনেক কঠিন। যেখানেই যাই সবার হাতে হাতেমোবাইল থাকে।