RE: সেকালের গরম বনাম একালের গরম ।
সত্যি ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে। এটা বাস্তবতার সাথে অনেকটাই মিলে তুলে ধরেছেন আপনি। আসলে ছোটবেলা আমিও দেখতাম আমার দাদুরা মাটির কলসিতে পানি রাখত পানি ঠান্ডা হওয়ার জন্য। তালপাতার পাখা তে আমি বাতাস করেছি। দেশ গ্রামে এখনো অনেক মানুষ আছে যারা কারেন্ট চলে গেলে গাছ তলায় শীতলপাটি বিছিয়ে অনেক মানুষ মিলে বাতাস খেতে গল্প করতো, হাসি ঠাট্টায় মেতে থাকত পরিবারের সকলে মিলে । কিন্তু এখন এগুলো খুব একটা লক্ষ করা যায় না। এখন সবাই সবার পার্সোনাল রুমে এসির নিচে ফ্যানের নিচে বসে আরাম করে। এটা ঠিক বলেছেন ভাইয়া ফ্রিজের ঠান্ডা পানি অনেক সময় আমাদের শরীরে খারাপ করে। গলা ব্যথা করে অনেক সময় দাঁতের শিরশির করে। কিন্তু প্রাকৃতিক ভাবে মানুষ যেভাবে পারে ঠান্ডা করতো সেভাবে এ ধরনের কোনো সমস্যা দেখা দিত না। আসলে যুগে যুগে সব পাল্টে যাচ্ছে মানুষ ও তালে তাল মেলাচ্ছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।