শিশু হত্যা।।😔😔

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন এক পোষ্ট নিয়ে মাঝে হাজির হয়েছি। সবাই নিশ্চয় আমার টাইটেল দেখে বুঝে গেছেন আমাকে নিয়ে লিখছি। এখন আমি শিশু হত্যা নিয়ে পোস্ট করছি।

scream-gaf21dfd72_1920.jpg

সোর্স

শিশু হত্যা আমাদের সমাজে এতটাই বিরাজমান, যে মাঝে মাঝে মনে হচ্ছে সকল মায়েরা বাচ্চা জন্ম দিয়ে বিরাট বড় ভুল করছে,তাদের সন্তানের কাছে। কারণ তারা পৃথিবীতে এসে বেশি দিন বেঁচে থাকতে পারেনা। সমাজটা সমাজের মানুষরা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়ে।

বিশেষ করে মেয়ে শিশুরা বেশি নির্যাতন ,অপহরণ, ধর্ষণ অবশেষে হত্যার শিকার হচ্ছে। প্রতিনিয়ত একের পর এক নিউজ দেখা যায় ।কেউ টাকার লোভে,কেউবা খারাপ আড্ডায় পড়ে এসব করছে।আবার সমাজে কিছু নারীপিশাচ ও আছে।যারা নারী দেখলেই লালসার মত অগ্রসর হয় তাদের দিকে।তাদের টার্গেট ই যেন নারী,হোক না সে মেয়ে শিশু তাতে ওদের কি।

কিছু কিছুদিন ধরে বিভিন্ন চ্যানেলে বেশ তোড়জোড় চলছিল আবিদা আখির অপহরণ নিয়ে। সবাই প্রথম এটিকে অপহরণ ভাবলেও। ও ছিল আসলে এক সবজি বিক্রেতার চাহিদার শিকার। বিড়াল ছানার লোভ দেখিয়ে আবিদাকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে এরপর আবিদার চিৎকার যেন ওর কাল হয়ে দাঁড়ায়,চিৎকার দেওয়ার কারণেই ওকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ,,তারপর তার মৃতদেহ ফেলে যায়।

girl-gc23182750_1920.jpg

সোর্স

এইযে গত কয়েকদিন আগের কথা, ঠিক একই ভাবে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এরপর বলছে অপহরণ,তারা টাকা দাবি করছে। কয়েকদিন পর আয়াতের অঙ্গ-প্রতঙ্গের টুকরা খুঁজে পায়। মুক্তিপণ না দেওয়ায় তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে, তার নিথর দেহকে টুকরো টুকরো করে ফেলে।

কত কষ্ট করে বাবা মা তাদের সন্তানকে জন্ম থেকে শুরু করে খাইয়ে,পরিয়ে, বড় করে।অথচ এক মুহূর্তেই শেষ করে দেয় এই জানোয়ার গুলো।প্রতিনিয়ত এই গুলো ঘটে যাচ্ছে আমাদের দেশে।তাহলে কি আমাদের সন্তানেরা নিরাপদ না । কি দোষ ওদের বেড়ে ওঠার আগেই কেন ঝরে পড়তে হয়।মেয়ে বলে জন্ম নেওয়াটাই কি দোষ !!মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি ওদের অপরাধ।মেয়েরা কি সমাজের কাল?

আমাদেরতো মেয়ে আছে,কি করবো ওদেরকে নিয়ে।দিন দিন যতই এগুলোও দেখছি ততই মনে হচ্ছে,ওদের পৃথিবীতে না আনলেই ভালো হতো।মানুষ এর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে।

মেয়ে শিশু দের উপর এমন নির্মম অত্যাচার যেন যুগকেও হার মানায়।সেই যুগে তো মেয়েদেরকে জীবিত কবর দিত।আর এখন তো ধর্ষণ,তারপর শ্বাস রোধ করে হত্যা,গলা কেটে হত্যা,গায়ে আগুন লাগিয়ে হত্যা। আরে তাহলেতো তো আমি মনে করি সেই যুগ টাই তো ভালো ছিল।মান ইজ্জত নিয়ে মরতে পারতো

baby-g7a0e20a07_1920.jpg

সোর্স

আমাদের দেশের আইনের উপর এখন মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এসব অমানুষের বিচার হয় না বলে, কিছু কিছু মানুষও অমানুষ হয়ে যাচ্ছে।

তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের ও সতর্ক থাকা উচিত।কোথায় যাচ্ছে সন্তানেরা!কর সাথে যাচ্ছে!কি করছে খেয়াল রাখা উচিত।কারণ এই দেশের আইন এবং সমাজ টাই আমাদের জন্য অনিরাপদ ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

শিশু হত্যা এখনকার সময়ে প্রতিদিনকার ঘটনা। বিশেষ করে মেয়ে শিশু হত্যা দিন দিন যেন বেড়েই চলেছে। এই শিশু হত্যার সংখ্যা এতই বেশি, যে আইন ও এর কাছে শিশু হয়ে গেছে। শিশু হত্যা সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। কারণ একা আইনের পক্ষে এই শিশু হত্যা বন্ধ করা সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন শিশু হত্যা এখনকার সময়ে প্রতিদিনকার ঘটনা। জি ভাইয়া মেয়ে শিশুদের হত্যায় দিন দিন বেড়ে চলেছে। ঠিক বলেছেন আইনের পক্ষে সম্ভব না এসব শিশু হত্যা বন্ধ করা তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। আইনের উপর থেকে সবার আস্থা হারিয়ে গিয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

শাসন ব্যাবস্থা যখন নড়বড়ে হয়ে যায় তখন সবকিছু বিশৃংখল হয়ে যায়। এখন আমি দিনশেষে মানুষ খুঁজে পাইনা। মানুষগুলো মুখোশের আড়ালে খারাপ কাজ করতে থাকে, বিশেষ করে নারীদের উপর এদের লোভ লালসা বেশি কাজ করে। আসলে এদের শিয়াল কুকুর ছাড়া কিছুই বলা যায় না।
যতটা সম্ভব নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে এবং বেঁচে থাকতে হবে। এটা ছাড়া এদেশে আর কোন উপায় নেই।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া আসল ব্যবস্থা যখন বড় হয়ে যায় তখন সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। মানুষকে খুঁজে পাওয়া যায় না ভাইয়া ভালো মানুষের আড়ালে সবাই যেন হিংস্র জানোয়ার। ঠিক বলেছেন নিজের নিরাপত্তা নিজেকে দিতে হবে তা না হলে আর বেঁচে থাকা যাবে না।

 2 years ago 

আসলে কি বলবো সেই ভাষা খুজে পাচ্ছি না 💔
যদি প্রকাশ্যে এই নেককার জনক কাজগুলোর শাস্তি দেওয়া হতো তাহলে হয়তো অপরাধ অনেকটাই কমে যেত। আমার মতে মানুষ নামের এই পশুগুলোকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

 2 years ago 

ভাইয়া এসব বিষয়ে কথা বলার মত ভাষা খুঁজে পাওয়া যায় না ঠিক বলেছেন যদি এই সকল অপরাধের শাস্তি দেওয়া হতো তাহলে আর এসব অপরাধ দেখা যেত না। এদেরকে আসলেই ফাঁসির আওতায় আনা উচিত।

 2 years ago 

আজ আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের দেশে দিন দিন শিশু হত্যা বেড়েই চলছে। বিশেষ করে মেয়ে শিশু হত্যা বেশিই হচ্ছে। যদি এই অপরাধে যথাযথ শাস্তি হতো তাহলে অপরাধ গুলো অনেকটাই কমে যেত। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন যদি এসব জালিমদের শাস্তি হতো তাহলে এসব অপরাধ আর করতো না। আর আমাদের সকলকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু নিউজ দেখলেই বুঝা যায় প্রতিনিয়ত আমাদের দেশে কত অবৈধ ঘটনা ঘটে যাচ্ছে। এইসব লালসার শিকার পুরুষদের হাত থেকে নারী ছোট বড় শিশু কেউ রেহাই পাচ্ছে না। আর এদের সুষ্ঠু বিচারও হচ্ছে না নইলে এত ঘটনাগুলো অহরহ ঘটতে পারত না। এসব জালিমদের বিচার একদিন সৃষ্টিকর্তার কারাগারেই হবে।

 2 years ago 

জ্বী আপু এসব হিংস্র মানুষদের হাত থেকে নারী ছোট বড় শিশু কেউ রেহাই পাচ্ছে না। সুষ্ঠু বিচার হচ্ছে না বলেই এ সকল ঘটনা অহরহ হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এগুলো যখন টিভিতে দেখি কিংবা পত্র-পত্রিকায় পড়ি তখন কিন্তু নিজের নিরাপত্তাহিনতায় নিজে ভোগি। যদি সন্তান জন্ম দিয়ে তাদেরকে যদি অপরের হাতে এভাবে ধর্ষণ করতে দেখি কিংবা হত্যা করে তাহলে নিজেকে টিকিয়ে রাখা কিন্তু খুব কষ্টকর হয়। এগুলো আমাদের সমাজে আগে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।ওদেরকে কখনো থামানো যাবে না। কারণ বিবেক তো কখনো থামিয়ে বা দমে রাখা যায় না যদি নিজের ভিতর বিবেক জাগ্রত না। সৃষ্টিকর্তা ওদেরকে যেন যথাযথ শাস্তির আওতায় আনেন এই আদালতে নয়।

 2 years ago 

আপনি একবারে ঠিক বলেছেন আপু যখন আমরা টিভিতে বা খবরে এগুলো দেখি তখন নিরাপত্তাহীনতায় ভুগি। জিয়াপুর সৃষ্টিকর্তা ওদেরকে যথাযথ শাস্তির আওতায় আনুক আদালতের আশা আমরা ছেড়ে দিয়েছি।

 last year 

খুব সুন্দর সমসাময়িক একটি বিষয় নিয়ে আজ আপনি লিখেছেন। আসলে এসব কিছু সহ্য হয় না বিধায় আমি বাংলাদেশের নিউজ দেখা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছি নিউজ পেপার পরা। বলতে পারেন এটা আমার এক ধরনের নিরব প্রতিবাদ। এ দেশে যদি সত্যিকারের কোন আইন থাকতো তাহলে হয়তো আয়াত আর আবিদাদের মত শিশুদের এমন নির্যাতনের শিকার হতে হতো না। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

শিশু হত্যার মতো এমন ঘৃণিত কাজ পৃথিবীতে আর নেই। আমাদের দেশে এমন ঘৃণিত কাজ দিন দিন বেড়েই চলছে। প্রশাসনের কথা না ই বললাম, কারণ এই ব্যাপারে সবারই জানা আছে। সেজন্যই অপরাধীদের সাহস দিন দিন বেড়েই চলছে। আমার স্পষ্ট মনে আছে আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম,সেখানকার টিভি নিউজে এমন একটি ঘটনা দেখিয়েছিল। তখন আমার কোরিয়ান সহকর্মী আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলাম। কারণ তার প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। যাইহোক ধিক্কার জানাই তাদেরকে, যারা এসমস্ত কুকর্মের সাথে জড়িয়ে নিষ্পাপ প্রাণ গুলো নিঃশেষ করে দিচ্ছে। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60546.41
ETH 2355.40
USDT 1.00
SBD 2.53