রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি।।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি।।।রঙ্গিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । খুব একটা সময় পাইনা তাই বেশি একটা করা হয় না। তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এটি দেখতে খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন

তাহলে শুরু করা যাক

GridArt_20230127_133546209.jpg

Screenshot_20230127-133628_Collage Maker - GridArt.jpg

GridArt_20230127_133220286.jpg

GridArt_20230127_133033628.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • সাদা কাগজ।
  • কেচি।
  • আঠা।
  • জেলপেন।
  • পুঁতি
প্রথম ধাপ:
  • প্রথমে আমরা হলুদ রঙের কাগজকে এপিট ওপিট করে অনেকগুলো ভাজ দিয়ে নেব।

GridArt_20230127_131337185.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর মাঝখানে একটি ভাঁজ দিয়ে আঠা লাগিয়ে দেব।

GridArt_20230127_131358917.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর আঠা লাগানো জায়গাতেই জোড়া লাগিয়ে দিব।

GridArt_20230127_131444433.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর সাদা কাগজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাইপের মত করে নেব।

GridArt_20230127_131531180.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর হলুদ রঙের কাগজটি কে সাদা রঙের পাইপের সাথে জোড়া লাগিয়ে দিব।

GridArt_20230127_131652738.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর ছোট সাদা এক টুকরো কাগজ কে ভাঁজ দিয়ে ,কলম দিয়ে ফুল এঁকে নেব।

GridArt_20230127_131821383.jpg

সপ্তম ধাপ:
  • এরপর কেটে নেব,তারপর একটি পাঁপড়ি কেটে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব।

GridArt_20230127_131912809.jpg

অষ্টম ধাপ:
  • এরপর ফুল গুলোর মধ্যে পুঁতি লাগিয়ে নেব।এবং নিচেও আঠা লাগিয়ে দেব।

GridArt_20230127_132619385.jpg

নবম ধাপ:
  • এরপর ফুল গুলো কে পাখার মধ্যে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব।

GridArt_20230127_132740756.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর সবগুলো ফুল লাগিয়ে,শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো

GridArt_20230127_132857922.jpg

GridArt_20230127_133033628.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি হাতপাখা তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আপু। আপনি ঠিক বলছেন রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো ধৈর্য সহকারে সময় দিয়ে করতে হয়। যদিও সময় কম দেন কিন্তু খুব সুন্দর হয় আপনার তৈরি করা জিনিসগুলো।অনেক ধন্যবাদ সুন্দর একটি হাতপাখা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করছি আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার কাগজের তৈরি হাত পাখার প্রশংসা করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি হাত পাখাটি বেশ সুন্দর হয়ছে। যেহেতু সামনে গরম এসেই পরতেছে তো এই হাত পাখাটি লাগবেও অনেক। আমায় একটা বানাই দিয়েন আপু। গরমে কাজে লাগাবো।

 2 years ago 

ভাইয়া আপনার জন্য বানায় রাখবো এসে নিয়ে যাইয়েন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্যের মাধ্যমে আমার রঙিন কাগজ দিয়ে তৈরি হাত পাখার প্রশংসা করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে অনেক সময় ও ধৈর্য লাগে আপু। রঙিন কাগজের এরকম হাতপাখা আমিও কয়েক মাস আগে তৈরি করেছিলাম। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলে সত্যি অনেক ভালো লাগলো। রঙিন কাগজের এই জিনিসগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে যখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখে তখন আর এগুলো কিছুই মনে হয় না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ছোটবেলায় এমন পাখা বানাতাম ।খাতার পৃষ্ঠা ছিড়ে চলতো পাখা বানানো। বেশ সুন্দর হয়েছে আপনার তৈরি করা পাখাটি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপু ঠিকই বলেছেন আমরা ছোটবেলায় অনেক তৈরি করেছি খাতার পেজটা ছেড়ে স্কুলে গেলেই বানাতাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি সময়ের অভাবে অনেক সময় অনেক কিছু তৈরি করা হয় না। তবুও আপনি সময় করে রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে পাখা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। গরমের সময় এরকম একটি পাখা বানিয়ে আমাকে উপহার দিয়েন। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সময় করে রঙিন কাগজে সুন্দর একটি হাত পাখা তৈরি করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, অবশ্যই আপু উপহার দেব আপনাকে আমার উপহার দিতে বেশ ভালোই লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছেন।এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটার ডেকোরেশন টা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনার রঙিন কাগজের তৈরি সবগুলো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে। আজকের তৈরি করা রঙিন কাগজের হাত পাখাটিও আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা হাতপাখা তৈরি করে আপনার সাথে শেয়ার করার জন্য আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এগুলো বানাতে ভালই লাগে তবে বানাতে আসলেই অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় দেখে খুব একটা বসা হয় না আর বসলে অনেকগুলো একসাথে বানাতে চেষ্টা করি । আপনার বানানো রঙিন কাগজের পাখাটি কিন্তু খুবই চমৎকার হয়েছে অনেক দিন আগে আমিও বানিয়েছিলাম একটি নীল কালারের । পাখাটি আমার কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

জি আপু আমিও তাই করি বুঝতে অনেকগুলো আমি একসাথে বানাই, তবে যতই কষ্ট হোক কিংবা সময় লাগুক সকলের সুন্দর সুন্দর মন্তব্য দেখলে আরো উৎসাহ পাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

যদিও এখন শীতকাল চলতেছে হাতপাখার প্রয়োজন নেই। তবে গ্রীষ্মকালে কতটা যে প্রয়োজন গরম পড়লে বুঝা যায় । আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে হাতপাখা তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলগুলো দেওয়াতে দেখতে বেশ সুন্দর লাগছে । আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া গরম কালের জন্য আগে তৈরি করে রেখেছি যাতে করে গরমকালে গরমের মধ্যে বসে বসে তৈরি করতে না হয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রঙিন কাগজের তৈরি হাত পাখার প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60255.54
ETH 2640.76
USDT 1.00
SBD 2.55