বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্ত।।
সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।
ঈদ উপলক্ষে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন, মেট্রো রেল থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। আস্তে আস্তে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব।
কিছুদিন আগে আমরা বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে গিয়েছিলাম। মেলেটারি মিউজিয়ামটা দেখতে অসম্ভব সুন্দর। যেমনটা সুন্দর ভিতর তেমনটা সুন্দর বাহিরটা।
এটা মূলত বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত ও তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে।
আমার তো বেশ ভালই লাগছিল ঘুরে ঘুরে আগে কার সব জিনিসপত্র দেখতে পেরেছি। ছোট বড় বিভিন্ন ধরনের হাজার হাজার অস্ত্রশস্ত্র সেখানে ছিল। সেগুলো দেখাবো অন্য একদিন অন্য একটি পোস্টে।
কিন্তু আজকে আমি শেয়ার করবো মিলিটারি মিউজিয়াম এ নজরকাড়া সবচেয়ে সুন্দর একটি জায়গা। ছোট বড় হতে সবাই এই জায়গাটি বেশ উপভোগ করতে পারবে।
এটা হল আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ।এত সুন্দর জায়গাটি মনে হচ্ছে যেন বড় কোন একুরিয়ামের ভিতরে ঢুকে পড়েছিলাম। মনে হচ্ছিল একেবারে সমুদ্রের নিচে চলে গিয়েছি।
খুব সুন্দর একটি মাছেদের জগৎ স্বচক্ষে দেখে আসলাম। মনে হচ্ছে যেন একটি জীবন্ত মানুষ আমি সমুদ্রের নিচে চলে গিয়েছি। এতটাই ভালো লাগছিল এতটাই উপভোগ করছিলাম যে মনে হচ্ছিল না এগুলো মাল্টিমিডিয়ায় দেখানো হচ্ছে। আমার মেয়েও বেশ ইনজয় করেছিল সেখানে। যখনই মাছদের ঝাঁক অথবা বড় কোন মাছ আসছিল আমার মেয়ে খুশিতে দৌড় দিয়ে মাছগুলো ধরতে যাচ্ছিল।
সমুদ্রের নিচে যেমন ছোট বড় পাতা থাকে, গাছপালা থাকে ঠিক তেমনটাই করে সেখানে দেওয়া হয়েছে। আমার সেখান থেকে উঠতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছে সেখানেই যেন থেকে যাই।
সেখানে ছিল একটি একটি সাবমেরিন । যেটাতে ঢুকলে মনে হচ্ছে যেন সত্যিকারে আমি সেই সাগরের নিচে সাবমেরিনী ভেতরে অবস্থান করছি। ভাইয়ের থেকে দেখলে মনে হচ্ছে যেন এটি খুব দ্রুতভাবে চলছে ভিতরে ঢুকলে সেই পানির শব্দ প্রত্যেকটা জিনিস এতটাই আকর্ষনিয়ে করে তারা তৈরি করেছে, বাংলাদেশের প্রথম আমার কাছে কোন কিছু এত বেশি ভালো লেগেছে।
যদিও এটি পুরোটা ছিল ভার্চুয়াল, কিন্তু বাস্তব থেকে কোন অংশে কম ছিল না। ঠিক যে যে জায়গায় পা রাখছিলাম ঠিক সেই সেই জায়গায় থেকে পানি উঠে সরে যাচ্ছিল
কিছুক্ষণ পর পর বড় মাছ আসছিল, এবং কিছু কিছু বড় মাছ মনে হচ্ছে যেন ছোট ছোট মাছের ঝাঁকগুলোকে ধাওয়া করছে। এবং সেই ছোট ছোট মাছগুলো লুকিয়ে যাচ্ছে কিছু কিছু মাছ ধরা পড়ে যাচ্ছে। মাছের লুকোচুরি খেলা বেশ ভালোভাবে উপভোগ করছিলাম।
এখন মনে হচ্ছে যদি ডুবুরি হতাম তাহলে সব সময় সাগরের তলে মাছের খেলা দেখতে পারতাম🥰।
আপনারা কেউ চাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানটায় যেতে পারেন। জায়গাটা ভীষণ সুন্দর ছোট বড় সবাই এই জায়গাটা বেশ উপভোগ করতে পারবে। বিশেষ করে যারা সমুদ্র প্রিয় মানুষ তারাই জায়গাটা বেশি উপভোগ করবে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
টুইটারের লিংক শেয়ার করলাম
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
বাহ বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের ভিতরের দৃশ্য তো খুব সুন্দর। আমি এখনো সেখানে ঘুরতে যাইনি তবে টিভিতে এর ভিডিও দেখেছি। আজ আপনার পোস্টের মাধ্যমে অনেক সুন্দর তথ্য জানতে পারলাম। এত সুন্দর জায়গার কথা শুনে আমার ইচ্ছে করছে কালকেই সেখানে ঘুরতে যাই। আপনার মেয়েকে দেখতে অনেক কিউট লাগছে। বাচ্চারা এমন জায়গা দেখলে খুব আনন্দ পায়। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
জি আপু ঠিক বলেছেন বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম এর ভিতরে দৃশ্য অসংখ্য সুন্দর ।আমিও প্রথমে টিভিতে দেখেছি সে থেকে সেখানে যাওয়ার ছলনা কল্পনা এবং অবশেষে গেলাম। ঠিক বলেছেন আপু বাচ্চারা এমন জায়গা দেখলে আসলেই খুব খুশি হয়।
বাংলাদেশ মিলিটার মিউজিয়ামে আমিও গিয়েছিলাম। আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে আপনার মেয়ে ওখানে গিয়ে অনেক ইনজয় করেছে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
জ্বী আপু আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল তাই আমার মেয়ে ওখানে অনেক ইনজয় করেছেন। মেয়ে কেন আমরাও বেশ ভালো এনজয় করেছি সেখানে ।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্তের এত সুন্দর একটা পোস্ট পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন আপনি। আমার কাছে সম্পূর্ণ পোস্টটি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। ভালোই মুহূর্ত কাটিয়েছিলেন সেখানে দেখেই বোঝা যাচ্ছে।
জ্বী ভাইয়া আসলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সেখানে। চার দিকটি ভীষণ সুন্দর ও মনোরম ছিল ।আমার মেয়েটাও বেশ হাসিখুশিতে সেখানে সময় কাটিয়েছে সবাই মিলে বেশ উপভোগ করেছি মিলিটারি মিউজিয়াম এ।
বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আপনার ঘোরাঘুরির মুহূর্তের কথা গুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে।আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি জায়গায় কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি আপু ওয়াটার ওয়ার্ল্ড টি দেখতে আসলেই বেশি সুন্দর ছিল।আমরা ঐ জায়গায় টি বেশি উপভোগ করেছি।অর্ধেক সময় ওখানেই উপভোগ করেছি।আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
মিলিটারি মিউজিয়ামে অনেক আনন্দের সময় কাটিয়েছে। আপনার মেয়েকে তো দেখে বোঝা যাচ্ছে সে ওখানে গিয়ে অনেক আনন্দ পেয়েছে। মিলিটারি মিউজিয়ামের দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখানে কখনো যাওয়া হয়নি। আমার কাছে মিলিটারি মিউজিয়াম খুব ভালো লেগেছে। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জায়গাটা খুবই সুন্দর কেউ দেখলে খুব পছন্দ করবে। এবং ঘুরতে ইচ্ছে করবে । সময় সুযোগ করে একবার গিয়ে ঘুরে আসবেন ।সুন্দর একটি জায়গা বেশ উপভোগ করেছি। ধন্যবাদ
বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম টি তো অনেক সুন্দর।বিশেষ করে ভিতরের পরিবেশ।ইচ্ছে করছে এখনি গিয়ে কয়টা ছবি তুলি।আপনার মেয়ে তো বেশ উপভোগ করছে পরিবেশ।এতো সুন্দর একটি জায়গায় গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
জি আপু মিলিটারি মিউজিয়াম আসলে খুব সুন্দর। এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ভালো লেগেছে তাই আমিও অনেকগুলো ছবি তুলেছি একবার ঘুরে আসবেন। তখন অনেক ছবিও তুলতে পারবে উপভোগ ও করতে পারবেন।
বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে কখনো যাওয়া হয়নি। যদিও ফার্মগেট, খামার বাড়ি ঐদিকে মাঝে মধ্যে যাওয়া হয়। তবে এটা বলতেই হবে জায়গাটি সত্যি খুব সুন্দর। দেখেই বুঝা যাচ্ছে আপনার মেয়ে বেশ উপভোগ করেছে পুরোটা সময়। এই ধরনের জায়গায় গেলে বাচ্চারা খুব আনন্দ পায়। যাইহোক সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। পোস্টটি দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া যেহেতু মাঝেমধ্যে ওই পাশে যাওয়া হয়, চেষ্টা করবেন ওইখান থেকে একবার ঘুরে আসার ।জায়গাটা আসলেই বেশ সুন্দর ভাইয়া। আমার মেয়ের খুব উপভোগ করেছে। শুধু আমার মেয়ে কেন এই জায়গাটা সব বয়সী মানুষদের জন্যই খুব সুন্দর একটা জায়গা।
হ্যাঁ আপু আমরা প্ল্যান করেছি কোরবানির ঈদে সেখানে ঘুরতে যাবো। সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।