🌺||ফ্রেমে বাঁধানো কাগজ দিয়ে তৈরি এক দৃষ্টিনন্দন ফুল গাছ||🌺(১০% পে আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)

আজ ১৯শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ,শরৎকাল
৩রা সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ,শুক্রবার

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম কাগজ দিয়ে তৈরি এক দৃষ্টিনন্দন ফুলের গাছ নিয়ে।আমার পূর্ববর্তী দুটি পোস্টে ছিল কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি।তাই আজকে একটু ভিন্নধর্মী ফুল নিয়ে আসলাম আপনাদের সামনে।আশা করি আপনাদের ফ্রেমসহ ফুলগাছ এবং এটি তৈরির প্রক্রিয়া ভালো লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমার কাঙ্ক্ষিত পোস্টটি শুরু করা যাক-

ফ্রেমে বাঁধানো কাগজ দিয়ে তৈরি এক দৃষ্টিনন্দন ফুল গাছ

IMG_20210902_195207-1.jpg

ফ্রেমসহ ফুলগাছ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদির নাম নিম্নে দেওয়া হলোঃ

20210902_154722-1.jpg

১.পৃষ্ঠা(৩টি-গোলাপি,কালো এবং সাদা)
২.কার্টুনের মোটা কাগজ(২৮সে.মি.x ১৯সে.মি)
৩.পুঁথি
৪.কাঁচি
৫.পেন্সিল
৬.রাবার
৭.ফাস্ট গাম
৮.স্কেল

ফ্রেমসহ ফুল গাছ তৈরির প্রক্রিয়াটি নিম্নে ছবিসহ ধাপে ধাপে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ
প্রথমে ৪ সে.মি. দৈর্ঘ্য ও প্রস্থের একখণ্ড গোলাপি কাগজ কেটে নিতে হবে।

20210902_155303-1.jpg

দ্বিতীয় ধাপঃ
এবার কাগজটি কোণাকুণি ভাজ করতে হবে।এভাবে আবার পর্যাক্রমে ছবির ন্যায় আরো দুইবার ভাজ করতে হবে।

20210902_155402-1.jpg
(কোণাকুণি ভাবে প্রথমবার ভাজ)


20210902_155520-1.jpg
(দ্বিতীয়বার ভাজ)

20210902_155630.jpg
(তৃতীয়বার ভাজ)

তৃতীয় ধাপঃ
ভাজ করার পর প্রথমে কাঁচি দিয়ে এক কোণা কেটে ফেলে দিতে হবে।তারপর নিম্নে ছবির ন্যায় কাটা অংশের দিকেই আবার গোল করে কাটতে হবে।তারপর ভাজ করা কাগজ খন্ডটি খুলে ফেলতে হবে।

20210902_155736.jpg
(কোণা কাটতে হবে)

20210902_155931.jpg
(সেই বরাবর গোল করে কাটতে হবে)

20210902_160248-1.jpg
(ভাজ করা কাগজ খন্ডটি খোলার পর)

চতুর্থ ধাপঃ
এবার পাপড়ির একটা অংশ কাঁচি দিয়ে কাটতে হবে।তারপর কাটা অংশের পাশের পাপড়িটার উপরের অংশ কাটতে হবে।এবার কাটা পাপড়িতে গাম লাগিয়ে তার পাশের পাপড়ির সাথে জুড়ে দিতে হবে।

20210902_160403.jpg
(পাপড়ির একটি অংশ কাটতে হবে)

20210902_160501.jpg

20210902_160642.jpg
(কাটা অংশে গাম লাগাতে হবে)

20210902_160705.jpg
(গাম দিয়ে জুড়ে দেবার পর)

পঞ্চম ধাপঃ
তারপর পাপড়ির মাথাগুলো কাঁচি দিয়ে বাঁকাতে হবে।এবার ফুলটির মাঝের অংশে গাম লাগিয়ে পুঁথিটি আটকিয়ে দিতে হবে।এভাবে আরো ৩০ টি ফুল বানিয়ে নিতে হবে।

20210902_160859.jpg
(কাঁচি দিয়ে পাপড়ির মাথা বাকিয়ে দিতে হবে)

20210902_160955.jpg
(কাঁচি দিয়ে পাপড়ির মাথা বাকিয়ে দিতে হবে)

20210902_161105.jpg

20210902_162707.jpg
(এভাবে আরো ৩০ টি ফুল বানিয়ে নিতে হবে)

ষষ্ঠ ধাপঃ
এবার কেটে রাখা শক্ত কাগজটির একপাশে গাম লাগিয়ে সাদা কাগজের মাধ্যমে মোড়াতে হবে।

20210902_163359-1.jpg
(শক্ত কাগজটির চারিপাশে গাম লাগিয়ে সাদা কাগজটি লাগাতে হবে)

20210902_163822.jpg
(মোড়কীকরণ এর পর)

সপ্তম ধাপঃ
এবার একটি কালো কাগজে ডাল-পালাসহ একটি গাছের ছবি আঁকাতে হবে।তারপর তা কেটে পূর্বে মোড়ককৃত সাদা কাগজের নিচের দিকে গাম দিয়ে লাগাতে হবে

20210902_164504.jpg

20210902_165310.jpg
(কেটে নেবার পর)

অষ্টম ধাপঃ
এবার লম্বা করে কালো রঙের কাগজ কেটে নিতে হবে।তারপর তা পেচিয়ে কাঠির মতো করে নিতে হবে।
এবার কাগজ দিয়ে বানানো কাঠিগুলো সাদা কাগজটির চারিপাশে দিয়ে একটি ফ্রেম বানাতে হবে।

20210902_170409.jpg

20210902_171820-1.jpg
(উপরোক্ত নিয়মে আরো তিনটি কাঠি বানিয়ে ফ্রেমের চারিপাশে লাগাতে হবে)

নবম ধাপঃ
এবার প্রথমে ফুলগুলোর নিচ অংশে গাম লাগিয়ে ফ্রেমে বসানো গাছের ডালগুলোয় পর্যাক্রমে লাগিয়ে দিতে হবে।

20210902_172703.jpg

20210902_172756-1.jpg

20210902_173840-1.jpg

সর্বশেষ আউটপুট

IMG_20210902_195207-1.jpg

IMG_20210902_195653-1.jpg

এই ছিল আমার আজকের পোস্ট।আপনাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো ছবি ব্যাবহার করেছি। তাই পোস্টটি অনেক বড় হয়ে গেছে।এরপরেও আমার বিশ্বাস আপনারা পোস্টটি উপভোগ করবেন।

সবিশেষে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের মঙ্গল কামনা করে আমার পোস্টটি এখানেই শেষ করছি।আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন।

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

স্বাগতম

Sort:  
 3 years ago 

ফুলটি অনেক সুন্দর হয়েছে এবং আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন।আমাদের মাঝে তুলে ধরেছেন। এইগুলো আমার খুবই ভালো লাগে।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।আমার পোস্টের মাধ্যমে আপনাকে খুশি করতে পারায় আমিও খুব আনন্দিত।

 3 years ago 

খুব সুন্দর ফুলের গাছ বানিয়েছেন কাগজ দিয়ে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কারুকাজ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই।ভবিষ্যতে আরো ভালো কিছু দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 3 years ago 

"ভালো ছিল"

আপনার হাতের তৈরি কাগজের ফুলটি সুন্দর হয়েছে। আপনি আগের থেকে অনেক ভালো করছেন। আপনার গত বেশ কয়েকটি পোস্ট আমি পড়লাম। এটি সেরা ছিল।


কিন্তু আপনি এখনও সবার নজরে আসছেন না এখনো কারন আপনার পোস্টের গুনগত মান আরো বাড়াতে হবে। বিভিন্ন মার্ক ডাউনের ব্যাবহার করলে অনেক সুন্দর হবে আপনার পোস্ট টি।

কোন ব্যাপার না। একদিন আপনিও সব পারবেন। ইনশাআল্লাহ সফল হবেন একদিন।

💚শুভ কামনা অবিরাম 💚

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর উপদেশের জন্য।নতুন হিসেবে আমি নিত্যনতুন বিষয় দেখছি,শিখছি এবং জানছি।আপনাদের এমন সুন্দর মন্তব্যের মাধ্যমে আমি আমার ভুলগুলো সংশোধন করে দ্রুত আরো সুন্দর পোস্ট শেয়ার করতে পারবো, এই আমার প্রত্যাশা। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন ভাইয়া।

 3 years ago 

পাশে থাকবো কথা দিচ্ছি।
কিন্তু আপনাকেও কথা দিতে হবে -

  • কোন কিছু নকল করা যাবেনা।
  • মার্ক ডাউনের ব্যাবহার করতে হবে।
  • সুন্দর এবং ইতিবাচক পোস্ট করতে হবে।

স্টীমিট শুধু পয়সা উপার্জনের জায়গা না। এটা শেখার জায়গা ভালোলাগার জায়গা।তাই কাজ শিখুন পাশে আছি কোন প্রয়োজনে যোগাযোগ করুন। আর যদি ভালো কাজ করতে পারেন অভিভাবক @rme পাশে থাকবেন সবসময়। আর আমরা তো আছি।

♨️স্টীমিট জীবন সুখী জীবন ♨️

"খেয়াল রাখছি আপনার দিকে"

অবশ্যই ভাইয়া উপরোক্ত বিষয়গুলো আমি সর্বদা খেয়াল রাখবো।

 3 years ago 

এক কথায় অসাধারণ। ইউ ডিজার্ভ গুড ।

ধন্যবাদ ভাইয়া❤️,আপনাদের থেকেই আমার সবকিছু শেখা।আপনারাই আমার গুরুতুল্য মানুষ।তাই আপনার এমন চমৎকার কমেন্টগুলো পড়লে মনটা খুশিতে ভরে উঠে।

 3 years ago 

আপনার ফুল গাছটি খুবই সুন্দর হয়েছে আর আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য।প্রতিটা পোস্টে আমি আমার সর্বাত্মক চেষ্টা করি সহজ এবং সাবলীলভাবে সবাইকে বিষয়টা বোঝানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69067.71
ETH 3754.33
USDT 1.00
SBD 3.72