You are viewing a single comment's thread from:

RE: জীবনের গল্প :) আমি যখন একদিনের গুন্ডা || প্রতিবাদ যখন স্বপ্ন পূরণের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া নিজের স্বপ্নের সাথে কোনপ্রকার সেক্রিফাইস করা উচিত। আমি নিজেও এ কথাটি বিশ্বাস করি । আমি আমার স্বপ্নের সাথে কখন সেক্রিফাইস করে নি বিধায় আজও সকল প্রতিকূলতা মোকাবেলা করে টিকে আছি। আপনার আত্মরক্ষার জন্য কনফু শিখা ওই সময় কাজে দিয়েছিল। আমাদের সমাজে শিক্ষক নামে এখন কিছু দুষ্কৃতিকারী লোভী মন মানসিকতার মানুষ রয়েছে। দেখা যায় বিভিন্ন কলেজ স্কুলের পরীক্ষার ফি নামে অতিরিক্ত টাকা আদায় ভর্তি ফি নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। তবে আপনার স্বপ্নপূরণের ওই প্রধান শিক্ষক যেভাবে বাধা সৃষ্টি করেছিল তা শুনে ওই শিক্ষকের প্রতি আমারও খারাপ ধারণা জন্মে গেল।শিক্ষকরা হচ্ছে স্বপ্ন পূরণের পথে অন্যতম কারিগর। তারা আমাদের অনুপ্রেরণা দেবে ,স্বপ্নের পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে কিন্তু তাদের কাছ থেকে যখন স্বপ্নের পথে বাধা আসে তখন সত্যি খুবই খারাপ লাগে। তবে অবশেষে আপনি স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেছেন দেখে খুবই ভাল লেগেছে। আরেকটি কথা আপনি যত উপরে উঠতে চাইবেন সমাজের এক ধরনের মানুষ আছে আপনাকে তত পিছুটানবে তারা নিজেরা পিছুটানতে গর্তে পড়ে যাবে তবু আপনাকে নামানো থামাবে না। এত সুন্দর একটি অতীতের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আমি ভীষণ গর্বিত আপনাকে নিয়ে কারন আপনিও আমার মতো নিজের স্বপ্ন পূরণের জন্য কোন সেক্রিফাইস করেননি। দোয়া রইল আপু 🥀

 2 years ago 

❤️❤️❤️🙏🙏

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62750.78
ETH 2444.79
USDT 1.00
SBD 2.66