You are viewing a single comment's thread from:

RE: মেয়ের আবদার পূরণ। ১০% সাই-ফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

বাবা হিসেবে আপনার সন্তানকে উৎসাহিত করা একান্ত কর্তব্য বলে আমি মনে করি।একজন বাবা হতে পারে সন্তানের সব থেকে কাছের বন্ধু ।ভাইয়া আপনি অনেক পজিটিভ ভাবে আপনার মেয়েকে উৎসাহিত করেছেন ।এইভাবেই আসলে করা উচিত ।সেই সন্তানদের সাথে কোন প্রতিজ্ঞা করলে তা অবশ্যই পালন করা উচিত যা আপনি করেছেন।আমাদের মাঝে মাঝে অনেকে বাবা মাকে দেখা যায় তারা সন্তানের কাছে প্রতিজ্ঞা করলে তা পূরণ করে না তখন সেই সন্তান পরবর্তীতে বিশ্বাস হারিয়ে ফেলে।আশা করি আপনি খুব ভালো একজন বন্ধু হবেন আপনার মেয়ের।খুব সুন্দর একটি পার্কে ঘুরিয়েছেন মেয়েকে।সেলুট ভাইয়া ।আপনার মেয়ের জন্য শুভকামনা ও দোয়া রইল ।

Sort:  
 2 years ago 

আমি সবসময় তাকে উৎসাহ দেয়ার চেষ্টা করি। আর দুজন সব সময় বন্ধুর মত খুনসুটিতে মেতে থাকি। যদিও তার জেদের কাছে আমাকে সবসময় পরাজিত হতে হয়। সে পরাজয়েও আছে আনন্দ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70786.17
ETH 3822.35
USDT 1.00
SBD 3.50