RE: মুখোশের আড়ালে | |10% Beneficiary To @shy-fox | |
আপনি সুন্দর একটি বিষয় আলোকপাত করেছে। মুখোশ শব্দটির সাথে আমরা বেশ পরিচিত কারণ আমাদের চলার পথে মুখোশধারী লোকের সংখ্যা নেহাত কম নয় ।আপনার সাথে এমন ভাবে মিশে এমন ভাবে চলাফেরা করবে আপনি বুঝতেই পারবেন না তাদের মনের ভিতরে কি চলছে ।তারা সব সময় আপনার সাথে স্বার্থের জন্য মিশবে এমনভাবে যেন আপনার রক্তের কেউ কিন্তু পরবর্তীতে যখন স্বার্থ উদ্ধার হবে তখন তাকে আপনি চিনতে পারবেন। তখন বুঝতে পারবেন যে সে ছিল মুখোশধারী শয়তান। আমাদের সমাজে এমন লোকের অভাব নেই আপনি যে উদাহরণগুলো আমাদের দিয়েছেন তা একদম সঠিক তারা নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যে তাদের এতকিছু আছে তারা এত কিছু জানে করতে পারে কিন্তু ভিতরে সবকিছুই ফাঁকা। বিষয়টির জেনেও তারা জনসম্মুখে নিজেকে ভিন্ন ভাবে প্রকাশ করে যা আমার কাছে অন্যায় বলে মনে হয়। এত সুন্দর একটি বিষয়ে দারুণভাবে ঘুরে আমাদের মাঝে মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দরতম মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি আনন্দিত হলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।