You are viewing a single comment's thread from:

RE: পরগাছা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে ভাইয়া সময়ের পরিক্রমায় আমাদের অনেক কিছু করতে বাধ্য হয় বা আমরা অনেক কিছুই সম্মুখীন হতে হয়। সমরেশ বাবুর বিষয়টি শুনে খুব খারাপ লাগলো একটা সময় তার বাড়িতে হয়তো অনেক হইহুল্লার ছিল, আনন্দঘন পরিবেশ ছিল যখন সন্তান সবাই বাসায় ছিল। কিন্তু বাস্তবতার কাছে আসলে আবেগ এর কোন স্থান নেই। জীবিকা নির্বাহ তাগিদে হয়তো তাদের কর্মস্থলে থাকতে হয়েছে। এদিকে সমরেশ বাবু তার এই বাসার মায়া হয়তো এখনো ছাড়তে পারেনি। এই পিছুটান আসলেই আমাদের পাগল করে দেয়। এজন্যই তো বেচে থাকা, এখানে তো বেঁচে থাকার সার্থকতা। জীবনের ছোট ছোট পিছুটান গুলোই আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছে। সবাই চায় সামান্য কিছু স্মৃতি নিয়ে হলেও বেঁচে থাকতে ।ঠিক তেমনি সমরেশ বাবু হয়তো তার বাড়ির স্মৃতিটুকু নিয়েই শেষ জীবন কাটিয়ে দিতে চান তাই তো ছেলেদের অনুরোধেও যান না। খুব ভালো লাগলো ভাই আপনার বাস্তবিক লেখাটা।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55258.26
ETH 2459.89
USDT 1.00
SBD 2.19