RE: একটি দুর্দান্ত বিকেল [পদ্মার চর ]
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো এই জন্য যে এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি করা এবং তার পেছনের গল্প গুলো তুলে ধরা সবকিছুই আমার ভালো লাগে এবং আপনার এই পোস্টগুলো আমি অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়ি । ছবির পিছনের গল্পগুলো ভাবার চেষ্টা করি। আমাদের প্রত্যেকেরই মনের খোরাক আছে । সবাই বিভিন্নভাবে সেই খোরাক মেটানোর চেষ্টা করে। কেউ বই পড়ে ,কেউ ভ্রমণ করে ,কে ফটোগ্রাফি করে ,আবার কেউ সিনেমা দেখে। আবার কেউ খেলাধুলা দেখেও তার মনের খোরাক সেটা মিটিয়ে থাকে ।আপনি আপনার মনের চাহিদা, আপনার মনের খোরাক ফটোগ্রাফি দিয়ে পূর্ণ করেন সেটা আমি মনে করছি। এই ছবিগুলোর মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বিকেলের দৃশ্য উপভোগ করতে পারছি। সবুজ জমিতে সবজি চাষ, কৃষকের শুষ্ক নদীতে ফসলের বীজ বপন, এবং ফসলের ক্ষেতে আখের গুড় তৈরি এবং রস সবকিছু মিলিয়ে একটি সুন্দর অভিজ্ঞতাসম্পন্ন পরিবেশে সময় কাটিয়েছেন আপনি। আমার কাছে আখের গুড়ের থেকে রস বেশ ভালো লাগে এবং তৃপ্তিদায়ক মনে হয়।
অসাধারণ একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।