You are viewing a single comment's thread from:

RE: কমপ্লিকেটেড সময় ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

শীতের সময় যে ফসলটি ঘরে তুলে তাকে আমরা বলি রবিশস্য ।এই সময়ে বাংলাদেশের ধান কাটা-মাড়াই পরেও বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাঠ ভরে যায় বিশেষ করে যখন সরিষা, আলু চাষ করা হবে ।পুরো আবাদি জমি আবার হলুদ এবং সবুজ এর ছড়াছড়ি হবে ।আমাকে বেশ ভালো লাগে আমি যখন গ্রামের বাড়িতে ঘুরতে যাই বিশাল অঞ্চলজুড়ে সরিষা চাষ এবং আলু চাষ হয় ।তবে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন রাস্তার পাশে সোনালী ধান, কৃষকের ঘাম ঝরানো সোনার ফসল, সোনার ফসল নিয়ে তারা স্বপ্ন বনে থাকে। তাদের পরিবার তাদের সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে তাদের এই ফসলের উপর ।সারা বছর কিভাবে চলবে তার পুরোটাই পুঁজি আছে এই ফসল থেকে। বিশেষ করে যারা গ্রামের কৃষক তাদের। আরেক দল আছে যারা দিনমজুর ধান কেটে তাদের যে রোজগার হয় সেটা নিয়ে তারা তাদের স্বপ্ন বুনে । আবার তাদের আমরা বলি মৌসুমী কৃষক তারা বছরের দুইটা বা তিনটা সময় শুধু দিনমজুরির কাজ করে বাকিটা বছর তারা বসে থাকে অর্থাৎ তারা কাজের সময় কাজ করে ওই যে রোজগারটা হয় সেটা দিয়েই তারা তাদের সারাবছর দিন বার করে ।এটা যদিও অনেক কষ্টকর তাদের জন্য। তবে ভাইয়াএকটা জিনিস আমার খুবই ভালো লাগে আপনি আমাদের মাঝে প্রতিনিয়ত প্রকৃতি, মানুষের আচার-আচরণ ,আপনার ইতিবাচক চিন্তা ভাবনা গুলো বিভিন্ন ভাবে গুছিয়ে যুক্তিসহ করে আমাদের মাঝে তুলে ধরেন । আমি সত্যিই মুগ্ধ এত সুন্দর করে গ্রামের প্রকৃতি, ফসলের মাঠ রাস্তা-ঘাট শীতের অভিজ্ঞতা সবকিছু মিলে আপনি দারুন লিখেছেন । আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি নিজের অভিজ্ঞতা, দেশ -সমাজ ও আমার চিন্তা-ভাবনাগুলো তুলে ধরার।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86