You are viewing a single comment's thread from:

RE: সমাজ পরিবর্তনে আমার ভাবনা || পর্ব ৩ || ধুমপানের উপর বেশি কর আরোপ || High Taxation on Smoking [10% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইয়া সুন্দর একটি বিষয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ।আমরা সবাই জানি ধূমপান আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর কারণে ক্যান্সার হয়, স্ট্রোক হয় ,কিন্তু আমরা দেখি আমাদের আশেপাশের মানুষজন এর প্রতি আরো বেশি নেশাগ্রস্ত হচ্ছে। যতই গভমেন্ট টেক্স বাড়িয়ে দিচ্ছে ততই এর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আমি আমার অনেক ছেলে বন্ধু দেখেছি তার ধূমপান করে নিজেকে স্মার্ট সাজাতে পছন্দ করে ,তারা এমন ভাবে ধূমপান করলে যেন নিজেকে অনেক হ্যান্ডসাম লাগে ।আবার কিছু মানুষ আছে বুঝে না বুঝে হোক তালে পরেই ধূমপান করে । আসলে সরকার সরাসরি কিছু করতে পারে না কেননা প্রচুর পরিমান ট্যাক্স সরকার এখান থেকে পায় ।সরকার এইটাকে তো শিল্প হিসেবে ঘোষণা করেছে তামাক শিল্প ।তবে আমাদের সমাজ পরিবর্তন হওয়া দরকার সুস্থ সুন্দর সমাজ গড়তে হলে আমাদের অবশ্যই নিয়ম-নীতি অভ্যাস নীতি বদলাতে হবে।

Sort:  
 3 years ago 

তা ঠিক। আসলে স্মার্টনেস নলেজ, প্রজ্ঞা আর পারসোনালিটি তে এই ব্যাপারটা আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি তাইতো সিগারেট এ স্মার্ট ভাবে। আরেকটা ভাল বলেছেন যে, বুঝে না বুঝেই খায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43