You are viewing a single comment's thread from:

RE: "সেলাই ঘর" নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া নাটকটি আমি দেখিনি তবে রিভিউ পড়ে যতটুকু জানতে পেরেছি অবশ্যই আমার নাটকটা দেখা উচিত কারণ এই নাটকের মাধ্যমে একজন নারীর সংগ্রামী জীবনের গল্প ফুটে উঠেছে ।সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে দিয়ে একজন নারী কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার চরম নিদর্শন অবশ্যই এ নাটকে ফুটে তুলেছে ।একজন নারীকে তার কর্ম ক্ষেত্রে কত ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় নিপীড়নের শিকার হতে হয় তা হয়তো বা এ নাটকে তুলে ধরা হয়েছে। স্পেশাল চাইল্ড তাতে তার কোন হাত নেই কিন্তু আমাদের সমাজ এই শিশুদের কতটা অবহেলা চোখে দেখে ।তবে এই নাটকে মা তার শিশুকে সযত্নে আগলে রেখেছেন তার ভালোবাসার জন্য চাকরি ছেড়ে দিয়ে তার পাশে থেকেছেন কিন্তু সেই শিশু একদিন ডিজাইনার হয়ে যায় তার মাকে সাহায্য করে ।ধৈর্য ,পরিশ্রম লেগে থাকলে জীবনে অনেক সফলতা আসে । যারা ধরতে পারে ধৈর্য তারা অনেক দূর এগিয়ে যেতে পারে তবে নারীদের বলবো জীবনে এগিয়ে যেতে হলে মন মানসিকতাকে শক্ত করতে হবে অবশ্যই নিজেকে নিজের স্বপ্ন ভালবাসতে হবে। ঝড় আসলে সহ্য করার মতো শক্তি থাকতে হবে মনে। অনেক ধন্যবাদ ভাই আপনার রিভিউটি পড়ে আমার জীবনের বিভিন্ন বাধার কথা মনে পড়ল।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109822.41
ETH 3834.02
USDT 1.00
SBD 0.53