আমার বাংলা ব্লগে আমার পরিচয় পর্বঃ-০৮/১২/২০২১
আসসালামু আলাইকুম ❤️
আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালো আছি।আমি আজকেই "আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে আমার পরিচয় পর্ব পোস্ট এর মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রথমেই স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই @rme ভাইকে যার জন্য Steemit এর মত একটা প্লাটফর্ম এ "আমার বাংলা ব্লগ " এর মতো এত সুন্দর একটা কমিউনিটি পেয়ে বাংলায় আমাদের দৈনন্দিন কার্যকলাপ গুলো সকলের সাথে শেয়ার করতে পারছি। নিচে ধারাবাহিক ভাবে আমি আমার পরিচয় সহ আমার পছন্দের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
আমার পরিচয় ঃ
আমি টাংগাইল জেলার সদর থানার সেনের গাগরজান গ্রামে বসবাস করি আমাদের এলাকার ডাক নাম বামনপাড়া।আমার বয়স ২২বছর। আমার ডাক নাম আব্দুল্লাহ। আমার এক ভাই ও এক বোন।আমার বাবা বর্তমানে অসুস্থ তাই সে বাড়িতেই থাকে আর মা গৃহিণী। আমার বড় ভাই একটা প্রাইভেট কোম্পানি তে জব করে ঢাকা তে।আমি আল্লাহর রহমতে একটা সরকারি জব পেয়ে ৫/৩/২০২০ এ খুলনাতে কর্মরত রয়েছি এবং মানব সেবায় নিয়োজিত আছি। আর আমি "আমার বাংলা ব্লগ " এই কমিউনিটি সম্পর্কে আমার প্রিয় বন্ধু @masudrana এর কাছ থেকে জানতে পারি এবং এখানে জয়েন করি।
শিক্ষাগত যোগ্যতাঃ
-আমি মাধ্যমিক পাশ করি কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রথম বিভাগে আর উচ্চ মাধ্যমিক ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০পেয়ে এবং ছোট বাসালিয়া কলেজ থেকেই ইন্টার বিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেছি।বর্তমানে করটিয়া সা'দত কলেজ এ চাকরির পাশাপাশি অধ্যায়নরত আছি।
আমার কলেজের শ্রেণিকক্ষ রুমের একটি প্রতিচ্ছবি।
আমার কলেজের প্রধান প্রবেশ পথ।
আমার শখসমূহঃ
-আমার সব থেকে পছন্দের খেলা হচ্ছে ফুটবল এছাড়া আমি ক্রিকেট খেলা ও অত্যন্ত পছন্দ করি। আমি ভলিবল খেলাও অনেক ভালো খেলি তাছাড়া আমি ব্যাডমিন্টন খেলি এবং ক্যারাম খেলাটাও অনেক পছন্দ করি।
এই প্লাটফর্মে আসার উদ্দেশ্য ঃ-
এই প্লাটফর্মে আসার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সৃজনশীলতা। আমার মনে হয় এইটাই একমাত্র প্লাটফর্ম যার মাধ্যমে আমরা আমাদের ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পারব। নিজেকে এই প্লাটফর্মের মাধ্যমে অনন্য একটি উচ্চতায় নিয়ে যেতে পারব নতুন নতুন ক্রিয়েটিভির মাধ্যমে তাছাড়া এখানে থেকে অনেক সৃজনশীলতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব এবং সবার সাথে একটা কানেক্টিভিটি তৈরি হবে এবং কিছু উর্পাজন হবে। যেটা আমাকে আমার লাইফে সচ্ছল ভাবে চলতে সহায়তা করবে।
সর্বশেষ কিছু কথাঃ
-যেহেতু আমি এই প্লাটফর্মে নতুন তাই আমার ভুল-ভ্রান্তি গুলো সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশাকরি সবাই আমাকে পরামর্শ দিবেন । কিভাবে কাজ করলে আমি সামনে এগোতে পারব সে বিষয়ে আপনারা সবাই আমাকে সহায়তা করবেন। আপনারা সকলেই আশাকরি আমাকে আপনাদের মূল্যবান উপদেশ গুলো দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সকল নিয়মগুলো মেনে চলে সামনে এগোতে পারি ইনশাআল্লাহ। আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য সবাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি সবাই ভালো থাকবেন।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ আসসালামু আলাইকুম ❤৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনি সুন্দর করে আপনার পরিচয়টি দিয়েছেন। আশা করি কমিউনিটির পিন করা পোস্ট গুলো আপনি ভালভাবে পড়ে নেবেন।
ধন্যবাদ ভাইয়া।আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং আমার পোস্টটি সম্পূর্ণ পরার জন্য। সামনে আমাকে আরও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
Hello welcome to Steemit world!
I'm @steem.history, who is steem witness.
This is a recommended post for you.Newcomers Guide and The Complete Steemit Etiquette Guide (Revision 2.0) and, recommended community Newcomers Community
I wish you luck to your steemit activities.
(The bots avatar has been created using https://robohash.org/)
@steem.history
My witness activity
Reference
SPUD4STEEM project
Newcomers Community,Steem Sri Lanka ,WORLD OF XPILAR, GLOBAL STEEM, Scouts, Latino Community
My featured posts
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Thanks ❤️
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আশাকরছি নিয়ম মেনে নিয়মিত আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকবেন।
আপনার পরিচিতি পোষ্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি বিষয় স্পষ্ট ভাবে তুলে ধরেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।আমার সম্পূর্ণ পোস্টটি কষ্ট করে পরার জন্য এবং আমাকে আপনার এত মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আশাকরি সামনে আমাকে আরও মূল্যবান পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
স্বাগতম আমাদের কমিউনিটিতে।ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। এখানে আপনার আশার উদ্দেশ্য আমার অনেক ভালো লাগল।কারণ এখানে কাজের মাধ্যমে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তোলা সম্ভব। আশা করি সব নিয়ম কানুন মেনে এখানে কাজ করবেন আর নিজের প্রতিভা প্রকাশ করবেন।
প্রথমত ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্টটি
সম্পূর্ণ পরার জন্যে আর দ্বিতীয়ত ধন্যবাদ আপনাকে
,আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আশাকরি আপনারা সবাই আমাকে সামনে আরও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
খুব সুন্দর ভাবে আপনি আপনার পরিচয়পর্ব টি তুলে ধরেছেন। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম জানাই। এবং আশা করি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।