আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭০

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি নিষ্পাপ, তুমি নির্মল
তুমি স্নিগ্ধ, তুমি শীতলতা।
তোমার দিকে তাকালে,
হয়ে যায় যেন ব্যাকুলতা।

তুমি স্পষ্টভাষী, তুমি মায়াবী।
তুমি রঙিন, তুমি মুগ্ধতা।
জীবনটা আমার শুধুই ব্যর্থতা।
তুমি এসে এনে দিলে সফলতা।

লেখক

@tasonya

লেখক এর অনুভূতি:

আমরা যখন নিজের কাছের মানুষটাকে দেখতে পাই, মনে হয় যেন পৃথিবীর সব সৌন্দর্য সে। মনে হয় যেন সব মুগ্ধতা সেই একজন। তার দিকে তাকালে সবকিছুই ভুলে যাই। মনে হয় যেন জীবনের সব ব্যর্থতাগুলো সফলতায় পরিণত হয়েছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

তুমি স্বপ্ন, তুমি ছায়া।
তুমি আমার জীবনের সকল মায়া।
তুমি প্রিয় তুমি সুধাসিনী ।
তুমি আমার জগৎ সংসারের রাধুনী ।

তুমি প্রেম, তুমি মায়া।
তাইতো দেখিনা,আমি অন্য কারও ছায়া।
তুমি কল্পনার রাণী,
তাইতো তোমায় নিয়ে ভেসে বেড়াবো শুধুই যে আমি।

 2 months ago 

বাহ আপনার কবিতার ছন্দ গুলো কিন্তু দারুণ লেগেছে।

 2 months ago 

ধন্যবাদ আপু

 2 months ago 

উৎসহ তুমি প্রেরণা তুমি
তুমি হলে আশা,
তোমার মাঝে খুঁজে পেলাম
নিবিড় ভালোবাসা।

দুঃখ সুখের গান তুমি
কাব্য কথার গল্প,
সবটা না হয় নাইবা বলি
বলে গেলাম অল্প।

 2 months ago 

আপনি তো সবসময় সেরা। আপনার কবিতা লাইন গুলো অসাধারণ লেগেছে আপু।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও একগুচ্ছ ভালোবাসা।

 2 months ago 

তোমার চোখের পানে
হারাতে চাই বারবার
তোমার হৃদয় কে নিয়ে
স্বপ্ন বুনি হাজার বার ।।

হারাতে দিব নাকো কভু তোমায়
রাখিবো বাধিয়া হৃদয়ের কুঠিরে
থাকিবো মোরা জনম জনম ধরে
সুখেরই এই ভুবনে।।

 2 months ago 

অসাধারণ হয়েছে আপু। প্রিয়জনের মাঝে হারিয়ে যাওয়ার ব্যাকুলতা হৃদয়ে জাগায় এক ভালোলাগা। দারুন লিখেছেন আপনি।

 2 months ago 

তুমি অপরূপ, তুমি পরম মায়া
তুমি আমার প্রেম কাব্য , তুমি রাতের ধ্রুবতারা
তোমার পানে চেয়ে আমি
ভুলে থাকি সকল বেদনা।

তুমি তো আমার সকল আশা
তুমি আমার স্বপ্ন প্রেরণা
তোমায় ছাড়া অপূর্ণ ব্যর্থ আমি
তুমি আমার পরম পূর্ণতা।

 2 months ago 

তুমি চঞ্চল, তুমি উত্তাল
তুমি শত কিছুর মাঝেও বেসামাল
তোমার হৃদয়ের গহীনে এক পশলা বৃষ্টি
তুমি রংধনু সাত রঙের সৃষ্টি।

তুমি স্নিগ্ধ জড়ানো বাতাস
তুমি শত ব্যস্ততার মাঝেও
আমার হৃদয়ের অবকাশ
তুমি নীলাঞ্জনা, তুমি শুভশ্রী
তুমি এনে দিলে হৃদয়ের যত সুখ।

 2 months ago 

আপু আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। সত্যি আপু ভালোবাসার মাঝেই যেন হাজারো মুগ্ধতা জড়িয়ে আছে।

 2 months ago 

ঠিক বলছেন আপু জীবন টা কোথাও বিষন্নতা আমার কোথাও ভালবাসায় ভরপুর।

 2 months ago 

সবাই দেখছি দারুন সব কবিতার ছন্দ নিয়ে হাজির হলো। আপনার লাইনগুলো অনেক দারুন লেগেছে আপু।

 2 months ago 

ধন্যবাদ আপু ভাল লাগার জন্য।

 2 months ago 

তুমি নিষ্পাপ, তুমি নির্মল
তুমি স্নিগ্ধ, তুমি শীতলতা।
তোমার দিকে তাকালে,
হয়ে যায় যেন ব্যাকুলতা।

তুমি স্পষ্টভাষী, তুমি মায়াবী।
তুমি রঙিন, তুমি মুগ্ধতা।
জীবনটা আমার শুধুই ব্যর্থতা।
তুমি এসে এনে দিলে সফলতা।

তুমি সুন্দর, তুমি অপ্সরা
তুমি মায়া, তুমি স্নিগ্ধতা।
তোমার দিকে তাকিয়ে
চোখের কোনে ছড়ায় মুগ্ধতা।

তুমি মিষ্টভাষী, তুমি মধুরতা।
তুমি চঞ্চল, তুমি নিরবতা।
জীবন আমার কষ্টে ভরা
তুমি এনে দিলে সুখের ঝর্না ধারা।

 2 months ago 

অনেক অসাধারণ লিখেছেন ভাইয়া। প্রত্যেকটা লাইন মুগ্ধ করার মত।

 2 months ago 

অপার মহিমায় মুগ্ধ নও
আমাতে তোমার যত খুশি,
স্নিগ্ধতার মায়ায় জড়িয়ে
তোমাকেই ভালোবাসি।

তোমার মুখের হাসি
আমার পাশে থাকার প্রবণতা,
তোমার স্তব্ধতা কাটিয়ে ফেলার
জড়তাই হবে আমার স্বার্থকতা

 2 months ago 

তুমি প্রারম্ভ,তোমায় নিয়ে সব চাওয়া
তুমি প্রভাতের মিষ্টি রোদ,তুমি সুচিস্মিতা।
তোমার দিকে তাকালেই ভুলে যাই,
সব দুঃখ, কষ্ট ,বেদনা।

তুমি রূপবতী,অনন্য এক মায়ামহিনি।
রংধনু রূপে ছড়াও তোমার রূপ খানি।
জীবনে ডুবে ছিলাম ব্যার্থতার এক আধারে।
ঊষার আলো খুঁজে পেলাম তোমারই সান্নিধ্যে।

 2 months ago 

তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা
তুমি আমার স্বপ্ন, তুমি আমার প্রেরণা
তুমি আমার আশা, তুমি আমার ভরসা
তোমার দিকে তাকিয়ে ভুলতে পারি শত যন্ত্রণা ।

তুমি আমার অন্ধকারে আলোর দিশা
তুমি আমার না-বলা শত কবিতা।
তুমি পাশে থাকলে হৃদয়ের ক্লান্তি মুছে
জীবনের সফলতা এসে যায় নানান রূপে।

 2 months ago 

ওয়াও দারুন লিখেছেন ‌। প্রত্যেকটা লাইন দুর্দান্ত হয়েছে।

 2 months ago 

তুমি হাসি, তুমি কান্না
তুমি দুঃখ, সুখের বন্যা।
তুমি আমার দুই নয়নে,
স্বপ্নময়ী রাজকন্যা।

তুমি স্বপ্ন, তুমি সাথী
তুমি আলো, তুমি রাত্রী।
তোমায় নিয়ে আমার সকল আশা,
তাইতো এই মনে গভীর ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50