এবিবি ফান প্রশ্ন- ৩০৬|গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড যদি শর্ত দেয় যে "হয় আমাকে বেছে নাও নাহলে BTC। তাহলে...
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড যদি শর্ত দেয় যে " হয় আমাকে বেছে নাও নাহলে BTC" । তাহলে আপনারা কাকে বেছে নেবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কার ভালোবাসা কেমন এই জানতে ইচ্ছে করছে আরকি,হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বিটিসি বেছে নেয়া বুদ্ধিমানের কাজ হবে। কারন কোন পার্থিব জিনিসের সাথে নিজেকে তুলনা করলে তার মূল্য কমে যায়। নিঃসন্দেহে সে বিটিসির কাছে নিজের মূল্য হারিয়েছে। তাই বিটিসি বেছে নেবো, কারন টাকা ছাড়া এরকম ভালোবাসা জানালা দিয়ে পালায়।
অবশ্যই বিটিসি বেছে নিবো। কারণ বিটিসির দাম যেভাবে বাড়ছে, এক গার্লফ্রেন্ড গেলে পরবর্তীতে হাজারটা গার্লফ্রেন্ড আমার পিছনে ঘুরঘুর করবে। বলতে গেলে শুধু গার্লফ্রেন্ড ই না,বরং গার্লফ্রেন্ডের মা বাবা সহ চৌদ্দ গুষ্টি ঘুরঘুর করবে 🤣🤣।
বিঃদ্রঃ আমি হিসাব বিজ্ঞানে খুব ভালো ছিলাম, সুতরাং হিসাব নিকাশ ভালোই বুঝি। তাই কাঁচা কাজ করতে আমি রাজি না😂😂।
আপনি তো দেখছি ভাইজান হিসাব নিকাশ শেষ করে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন।
খুবই কঠিন প্রশ্ন এটা আমার জন্য। তবে আমি BTC কে বেছে নেব। কারণ মনের কষ্ট চাইলেই কমানো যায় কিন্তু টাকার কষ্ট কমানো যায় না হি হি হি।
বয়ফ্রেন্ড যদি বিশ্বস্ত, সৎ ও ভালো মানুষ হয় তবে আমি তাকেই বেছে নেবো।কারন এই যুগে এসে একজন ভালো মানুষ কে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি মনে করি।টাকা, পয়স,BTC কতো এমন আসবে যাবে।
তার আগে বয়ফ্রেন্ডের জন্য নিজেকে বিশ্বস্তরূপে গড়ে তুলতে হবে।
বর্তমান সময়ে দেখতেছি যার টাকা পয়সার পরিমাণ বেশি সবাই তাকে বেশি পছন্দ করেন। সেই কালও কিনা সাদা তার কোন বিচার বিবেচনা করতেছে না। সেই সৎ কাজকর্ম করে ইনকাম করলেন কি না অসৎ কাজকর্ম করে ইনকাম করলে্ন সেগুলো যাচাই বাছাই করে না। মনে হয় যে টাকা থাকলে সব কিছু হাতের মোটেই এখন। তাই আমিও বিটিসি টা বেছে নিব হা হা হা। আবার আমাকে কেউ বলিয়েন না যে টাকা লোভী। কারণ আমিও বর্তমান পরিস্থিতির স্বীকার। জীবনে প্রচুর অর্থ সম্পদ থাকলে কত কিছু আসবে আর যাবে হি হি হি।
অনেক BTC রয়েছে এমন বাপের মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে করে নিতে চাই! তাহলে BTC পাওয়াও হয়ে গেল আবার গার্লফ্রেন্ড পাওয়াও হয়ে গেল। কোন কিছু ছাড়তে হলো না আর। হিহি🤭🤭
ভাত ছিটালে কাকের অভাব হবে না। তাই গার্লফ্রেন্ড আপাতত দরকার নেই বি,টি,সি হলেই হবে।পরে বিটিসি দিয়ে (ডজন খানিক) গার্লফ্রেন্ড বানিয়ে নেব আবার। 😃😃
অবশ্যই BTC কে বেছে নেব।কারণ বয়ফ্রেন্ড ভবিষ্যতে আদৌ থাকবে কিনা পাশে সেটার কোনো ভরসা নেই।কিন্তু BTC এর একটা সম্ভাবনা থাকে।
যাকে বেছে নেয়া হবে সেটার জন্য টেনশন করতে হবে বরঞ্চ কোনটাই নিব না।
উত্তর:-আমি আমার গার্লফ্রেন্ডকে বেছে নিবো। কারণ একটি বিটকয়েন থাকা কতটা সম্মানের ও কতটা শান্তির আমি জানি না। তবে একটি গার্লফ্রেন্ড এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা, সফলতা ও সুখের স্পেশাল উৎস।