আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৫

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

এই বর্ষার বর্ষিত আশায়
দেখেছি উড়ছে কত সর্বনাশ,
থেমে যাবে অচেনা যন্ত্রণা
ভীষণ অসময়ের বর্ষায়।
কেউ চাইলেই হাত বাড়ানো যায়
কাকে জীবনের মোড় বিশ্বাস দেবো?
কার স্বপ্নে ইচ্ছে কেনাবেচা অনেক বেশি?
সব কিছুই অলীক সব কিছুই শুধু ভাবি।

লেখক

@swagata21

লেখক এর অনুভূতি:

মানুষ বিশ্বাস নিয়ে বাঁচে।একদিন ফুরিয়ে যায় অনেক অভিমান তারপর মানুষ বাঁচে।কারণ বাঁচা আমাদের স্বপ্নে রসদ যোগায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 11 months ago 

কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে
আশারা পায় নতুন প্রাণ,
ছন্দগুলি কবিতা হয়ে পাতায়
স্বপ্নগুলো মাথাচাড়া দিয়ে জাগায়।
অসময়ে ডানামেলা পাখিরা উড়ে চলে
মধ্যগগনের নীল ঠিকানায় অদূর ভবিষ্যতে,
হাত বাড়ানো পটভূমিকায়
বিশ্বাসেরা কি এখন পাহাড় চূড়ায়?
সবকিছুই কি ভাসমান কল্পনায়?
উড়ে চলা ধোঁয়ার কুন্ডলিকায়।

 11 months ago 

দিদি আপনার অনু কবিতাটা সত্যিই অসাধারণ লাগলো। অনেক অনেক সুন্দর হয়েছে।

 11 months ago 

ধন্যবাদ দাদা।

 11 months ago 

আশা হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে। নতুন ভাবে বাঁচতে শেখায়। দারুন লিখেছেন আপু। অনেক ভালো লাগলো।

 11 months ago 

অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

বর্ষার মেঘে ধুয়ে যাবে সকল সর্বনাশা
খুঁজে পাবো সেথায় তোমার ভালোবাসা
দিবে কি তুমি আমায় তোমার হৃদয় ও মন
যেথায় রইবো পাগল প্রেমে আমি সারাক্ষন ।।

ধুয়ে যাক হতাশা আর না পাওয়ার বেদনা
সেথায় থাকিবে শুধু হাজার প্রেমে আর কামনা
অপেক্ষার প্রহর সেতো বড়ই বেদনার
কেমন সইবো আমি বল এমন হাজারও বেদনা?

 11 months ago 

আপু আপনি দারুন কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। আমরাও চাই সবার জীবনের সব হতাশা ধুয়ে যাক।

 11 months ago 

বাহ্ আপু আপনার অনু কবিতাটা চমৎকার হয়েছে। পড়ে অনেক ভালো লাগলো।

 11 months ago 

এই বর্ষার বর্ষিত মায়ায়
খুঁজেছে হৃদয় কত তোমায়,
তুমি কল্পনার ডানায় শীতল বর্ষায়
হারিয়ে গেছো দূর অজানায়।

অসময়ের এই বর্ষার মুগ্ধতায়
কেন নেই তোমায় মিষ্টি উষ্ণতা,
কল্পনার রঙিন আকাশের সীমানায়
যন্ত্রনায় আমি অস্থির নতুন শূণ্যতায়।

 11 months ago 

সত্যি ভালোবাসার মানুষের অস্তিত্ব যেখানেই থাকুক না কেন হৃদয়ের কল্পনায় সব সময় ভাসমান থাকে। অনেক সুন্দর হয়েছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

জীবনের সমাপ্তিটা কোথায়?
ভেবে ভেবে হই দিশেহারা,
মৃত্যুটাই কি আশার শেষ সীমানা?
নাকি এরপরও আশারা বাঁধে বাসা।
কাহার স্বপ্নে কাহার ঠাঁই,
সেটা বোঝার উপায় নাই,
অভিমানের পাহাড় গড়েও,
রয়েছে সবার মাঝে হয়ে নিরূপায়।

 11 months ago 

বর্ষার প্রবল হাওয়ায় বাড়ছে নদীর ঢেউ
বড্ড উত্তাল আজ জীবন নদী,
বইছে যেনো হৃদয় ভাঙ্গা সর্বনাশা ঢেউ
অসময়ের বর্ষা যেন জীবনে নামায় আঁধার
মাঝ নদীতে নেমেছি আমি না জেনে সাঁতার।
জীবন সমুদ্রের উত্তাল ঢেউ
হারিয়ে গেলেও হয়তো খুঁজবেনা কেউ।
বিশ্বাস দিয়ে স্বপ্ন কিনেছি পাইনি তবু আশা
জীবন মানেই স্বপ্নে বাঁচা স্বপ্নের কেনাবেচা
জীবন মানেই হঠাৎ করে সবই অচেনা।
তবুও মন স্বপ্ন দেখে মনে নিয়ে আশা
অপূর্ণ এই জীবন মানে শুধুই ধোঁয়াশা।

 11 months ago 

বাহ দারুণ ছিলো।

 11 months ago 

আমি একা আপোষহীন শত্রু,
আমি আবার এক অন্তরঙ্গ বন্ধু।

আমি এক অন্যায়ের কঠোর সংগ্রাম,
আমি এক অবহেলিত কারো অভিমান।

আমি এক আমার আমিকে ঘিরে থাকি, যেদিকেই তাকাই আমার আমিকে দেখি।

আমি এক আমার পাগলদের পাগল,
আমি এক লোক দেখানো বন্ধুদের আড়াল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52