আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৫

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা


অপার্থিব জীবনের ভরসার শেষ নিশ্বাস,
আমি খুঁজেছি এক জীবনের সহজ বিন্যাস।
দূর সে প্রান্তরের ,কোনো এক তেপান্তরের অদৃশ্য মূর্তি,
নির্ভয়ে চলার শেষ ক্ষণে মিশ্রিত অনুভূতি আর ক্লান্তি।

ভালোবাসার প্রতি অতিরিক্ত সে অন্ধ বিশ্বাস,
দাঁড় করিয়েছে মানুষকে অবিশ্বাসের হাহাকার।
সে অন্ধত্ব সে বন্ধুত্ব সে মনের কথা না বলেই জানতে পারা,
সবটাই আজ ধ্বংসাত্মক ,
অংশবিশেষ নিয়ে বাঁচার প্রয়াস।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

কবিতাটির অনুভূতি একেবারেই মিশ্র।অর্থাৎ কাউকে ভালোবাসার পরে সে যদি কোনো কারণে হাত ছেড়ে দেয় তবে সে অন্ধবিশ্বাস এর জায়গাটাও নষ্ট হয়ে যায়।আর এ কবিতার মাঝে তাই ই তুলে ধরা হয়েছে ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

অপার্থিব জীবনের নেই ভরসা,
আমার ভালোবাসার নেই তো আশা।
মনের গভীরে করছে হাহাকার,
অবিশ্বাসে যেন জীবন অন্ধকার।

তোমার হৃদয়ে অবিশ্বাসের হাতছানি।
চোখ বুঝলেই আমি সবই জানি।
এইসব হৃদয়ের ধ্বংসাত্মক লীলা।
হেরে গেলাম আমি ভালোবাসার খেলা।

 last year 

আপনার কবিতাগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে আগের তুলনায়।

 last year 

আপনার থেকে উৎসাহ পেয়ে আরো ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি
বাধঁবো সুখের ঘর
স্বপ্ন আমার ভেঙ্গে দিয়ে
করলে আমায় পর।

তোমার জন্য হৃদয় আমার
করে হাহা কার।
তোমার কুলে নিতে চাই
জীবনের শেষ নিশ্বাস।

 last year 

হুম দুঃখ যেন কবিতার ছন্দ বাড়িয়ে দিয়েছে, হি হি হি।

 last year 

অপার্থিব জীবনের ভরসার শেষ নিশ্বাস,
আমি খুঁজেছি এক জীবনের সহজ বিন্যাস।
দূর সে প্রান্তরের ,কোনো এক তেপান্তরের অদৃশ্য মূর্তি,
নির্ভয়ে চলার শেষ ক্ষণে মিশ্রিত অনুভূতি আর ক্লান্তি।

ভালোবাসার প্রতি অতিরিক্ত সে অন্ধ বিশ্বাস,
দাঁড় করিয়েছে মানুষকে অবিশ্বাসের হাহাকার।
সে অন্ধত্ব সে বন্ধুত্ব সে মনের কথা না বলেই জানতে পারা,
সবটাই আজ ধ্বংসাত্মক ,
অংশবিশেষ নিয়ে বাঁচার প্রয়াস।

অব্যাক্ত তীব্র কষ্ট ছড়িয়েছে আজ বিষাদের রং,
আমি খুঁজেছি এক জীবনের তোমার অভিসার।
দূর ছাই জীবন হয়ে উঠেছে যেন নরকময়
পাইনি অমিয় সুধা, হলো নাতো প্রেমময়।

তোমায় ভালোবেসে কেন আজ হৃদয় অঙ্গার
সুখেরাও জুড়েছে প্রলাপ ধুর ছাড় ছাড়
তবে কি আমি আজ ভালোবেসে সত্যিই ঠকেছি
নাকি আজ নেশায় ডোবা শুধুই মদ্যম মাতাল বনেছি।

 last year 

বেশ সুন্দর লিখেছেন ভাই, আসলে সব সময় ছন্দ না মাঝে মাঝে অর্থের গভীরতাও থাকতে হয়। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই।🥀

 last year 

আমি হয়তো ভুলে করেছি ভালোবেসে
আমি হয়তো চরম ঠকেছি বিশ্বাস করে
কিন্তু ভালোবাসা কি পাপ?
তাহলো কেন অবিশ্বাসের এতো চাপ?

তবুও হৃদয় ভালোবাসা চায়, জাগ্রত থাকতে চায়
কারো আপন হয়ে কিংবা কাছের মানুষ হয়ে
হয়তো আমি পাবো না কিছু
হয়তো আমি হাঁটবো তার পিছু!

 last year 

তবুও হৃদয় ভালোবাসা চায়
পেতে চায় যেন সুখ
তাকে পাবার জন্য যেন
মেনে নেব সব দুঃখ।

 last year 

পরে তো দুঃখের সাগর হয়ে যাবে, আচ্ছা সাঁতার জানেন তো? হি হি হি

 last year 

বেশ সুন্দর লিখেছেন ভাইয়া।তবে পরেরবার থেকে ভেবেচিন্তে বিশ্বাস করবেন!হি হি

 last year (edited)

ক্ষুদ্র এই জীবনে ধরতে চাই আমি
তোমার ঐ ভরসারও দুটি হাত
জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি হয়তো
তবুও যেন খুঁজে ফিরি বিশ্বাসের দুটি হাত
অবিশ্বাসের কালো ছায়া ঘিরে ধরে চারপাশ
বারবার হৃদয় থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস
হৃদয়ের দীর্ঘশ্বাস বাড়ায় মনের ব্যথা
হৃদয়ে লুকানো আছে যেন না বলা সব কথা।

 last year 

বিশ্বাসের দুই হাত আছে সেটাতো আমি ভুলেই গিয়েছিলাম, যাক আপনার কবিতা দেখে সেটা মনে পড়ে গেলো আবার হি হি হি।

 last year 

জীবনের শেষ পরতে পরতে আমি খুঁজি,
মিথ্যায় লালিত সযত্নের হাত দুটি।
সেই দূরের আবছায়া, মায়াজালের আকৃতি,
বুকে সাহস নিয়ে আজ আমি থমকে দাঁড়িয়ে।

বিশ্বাসের চোখে আজ জমেছে তীব্র ঘৃণা,
প্রতিমুহূর্তে ধ্বনিত হচ্ছে ভাঙা ভরসা।
আত্মার বন্ধনগুলি আজ ধুলোয় উড়ানো,
সবই আজ জলাঞ্জলি, ক্ষুদ্র আলোক আশা বুকে নিয়ে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67405.50
ETH 3119.11
USDT 1.00
SBD 3.73