এবিবি-ফান প্রশ্ন - ১৫১ || পুরুষ মানুষ বিয়ে করে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পুরুষ মানুষ বিয়ে করে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সুখে থাকতে ভুতে কিলোলে যা হয় আর কি!!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পুরুষ মানুষ হলো অনেক দরদী তাই নিজে অশান্তিতে থেকেও অন্যকে শান্তি দেওয়ার জন্য অন্যের বাড়ির ঝড় ঝাপটা নিজের কাঁধে নেয়ার জন্য বিয়ে করে।
পুরুষ মানুষ ভাবে যে দিল্লি কা লাড্ডু, খেলে ও পস্তাতে হবে আর না খেলেও পস্তাতে হবে। তাই খেয়ে ই পস্তাই সেটাই ভালো। আর সেজন্যই পুরুষ মানুষ বিয়ে করে।🤣🤣🤣
বাহ ভাই চমৎকার উত্তর দিয়েছেন তো। অনেক হাসলাম আপনার উত্তরটি পড়ে ধন্যবাদ আপনাকে।
জেনে অনেক খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার কথায় আমি একমত,যে সুখে থাকতে ভূতে কিলাই বলেই পুরুষ মানুষ বিয়ে করে।কেননা অন্য জায়গার একটা মেয়ে মানুষ নিয়ে এসে তাকে ভাত কাপড় দিতে দিতে সেই পুরুষ মানুষটির জীবন শেষ হয়ে যায়।সেক্ষেত্রে বলা যায় এটা একধরনের বোকামি,পুরুষদের।প্রকৃতির নিয়মেই তারা এই বোকামিটা করে ফেলে।ধন্যবাদ এটা আমার মতামত।
সারাজীবন সুখ ভোগ করতে করতে যখন জীবনের প্রতি আর কোন টান অনুভব করে না,তখন অ্যাডভেঞ্চার এর জন্য মৃত্যুর স্বাদ নিতে বিয়ে করে। মরে গিয়ে বারবার ফিরে আসা গেলে মানুষ বিয়ে না করে মরা টা কেই বেছে নিত। কিনতু যেহেতু ফিরে আসা যায়না তাই বিয়ে করে।
পুরুষ মানুষ আসলে বিয়ে করে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য।😮💨
পুরুষ মানুষ বিয়ে না করলে মেয়ে মানুষ সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবে এই কথা ভেবে পুরুষ মানুষ বিয়ে করে মেয়েদেরকে। পুরুষ কখনো নিজের কথা ভেবে বিয়ে করে না। পুরুষ মানুষ যদি নিজের কথাই ভাবতো তাহলে জেনেশুনে আর বিষপান করতে যেতো না।
🙃😎
বাবা হওয়ার জন্য।
কারন পুরুষ মানুষ ঘরে ভেজাবেড়াল হয়ে থাকতে এবং বাড়ির বাইরে বউয়ের উপর সিংহের মতো আধিপত্য ফলাতে বিয়ে করে।
অবিবাহিত মেয়েদের সংখ্যা যেন বেড়ে না যায়, এই কারণে পুরুষ মানুষ বিয়ে করে।
বাহ ভাই ভালো অভিজ্ঞতা আছে দেখছি। মজা পেলাম 😂🤣😂
একজন পুরুষ মানুষ ছোটবেলা থেকে বিয়ে শব্দটা এত বার শোনে যে এর প্রতি আগ্রহ জাগে। তাই বিয়ের প্রতি আগ্রহটাকে বাস্তবে রূপ দেয়া এবং বিয়ে জিনিসটা কি তা বোঝার জন্য বিয়ে করে।