এবিবি ফান প্রশ্ন- ২৪৭ || পাহাড় নাকি সমুদ্র, আপনার পছন্দের জায়গা কোনটি এবং কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পাহাড় নাকি সমুদ্র, আপনার পছন্দের জায়গা কোনটি এবং কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সমুদ্র, কারণ সেখানে খাওয়ার জন্য অনেক মাছ পেয়ে যাবো। 😁
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদিও দুটিই পছন্দের, তবুও একটিকে বাছাই করতে হলে সমুদ্রকেই বেছে নেব।কারন পাহাড়ে উঠার মতো দুর্গম পথ পাড়ি দিতে হবে না, নীচে তাকানোর ভয় থাকবে না কিংবা সূর্যের কঠিন তাপ এবং উপরে প্রবাহমান শীতল হাওয়ার সম্মুখীন হতে হবে না।কিন্তু সমুদ্রে গেলে নীল জলের ঢেউয়ে নির্মল বাতাসে গা ভাসানো যাবে,স্রোতের টানে কখনো গান গাওয়া কিংবা কবিতা লেখা যাবে আবার বিভিন্ন মাছ-কাঁকড়া ধরে সমুদ্রের মাঝে ফ্রাই করে খাওয়া যাবে।
মাছের ফ্রাই বেশি বেশি করে।
একদম দাদা☺️☺️.
দাদা আমার কাছে পাহাড়ের চেয়ে সমুদ্র অনেক বেশি ভালো লাগে।
কারণ সমুদ্রের বিশালতা অনেক বেশি। সমুদ্রের গভীরতা অনেক বেশি। সমুদ্র মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। মানুষের বাস্তব জীবনের সাথে সমুদ্রের অনেক বেশি মিল রয়েছে।
আপনি তো সব সময় সমুদ্র দেখতে পান তাইতো সমুদ্র এতো ভালো লাগে। সত্যি আপু সমুদ্র সবার কাছেই অনেক পছন্দের।
সেটা ঠিকই। সমুদ্র অনেক শিক্ষা দেয়।
মন খারাপ থাকলে সমুদ্রে যেতে মন চায়।
মন ভালো থাকলে পাহাড়ে যেতে ইচ্ছে হয়।
দুটোই ভালো, দুঃসময় ও সুসময়ে।
সমুদ্রে যেতে মন চায়, কারণ সমুদ্রে ঘুরতে গেলে একেবারে স্নানও হয়ে যায়। পাহাড়ে আবার ঠাণ্ডার মধ্যে স্নান করতে কষ্ট🥲। পুরীতে আবার একই খরচে জগন্নাথ দেবের দেখা মেলে 😃। কম খরচে সমাধান 🌚।
কম খরচে যেটা হয় সেটাতেই আমরা বাঙালিরা খুশি। তাইতো আমরা সব সময় কম খরচে ঘুরে আসার চিন্তা করি আপু। ভালো লাগলো আপনার উত্তরটি।
হ্যাঁ আপু, বাঙালি সবসময় কম খরচেই খুশি থাকতে চাই 😁।
বাঙালির পুরী আর দার্জিলিং 😁
এই দুটোই কম খরচে ঘুরে আসার ভালো জায়গা 😁। কম খরচে ঘুরতে পারলে, আর বেশি খরচের দিকে যাবই বা কেন🥲।
অবশ্যই পাহাড় পছন্দ। কারণ পাহাড়ে যাওয়ার সুযোগ হয়েছে। আর সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে ঘুম নষ্ট করতে চাই না। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। 😅😅
তাহলে তো আগামী ছুটিতে সমুদ্র। কি বলেন দিদি?
স্বপ্ন দেখা ভালো তবে বেশি স্বপ্ন দেখতে গেলে ঘুম নষ্ট হয়ে যায় দাদা।😅😅
ফ্রি যেতে পারলে দুইটাই আমার পছন্দ,আর পয়সা দিয়ে যেতে হলে একটাও পছন্দ না।
হাঃ হাঃ হাঃ
আমার তো দাদা পাহাড়ই পছন্দ কারণ পাহাড়ে গেলে হাতি দেখার সুযোগ পাওয়া যায়। আমার অনেক দিনের শখ পাহাড়ে গিয়ে হাতি দেখা। শুনেছি এই হাতিগুলো পাহাড়ের উপরে খুব দ্রুত উঠতে পারে কিন্তু দ্রুত নামতে পারে না । তাই আমি পাহাড়ের উপরে গিয়ে হাতির দেখা পেতে চাই এবং হাতি যখন আমায় তাড়া করবে আমি তাড়াতাড়ি নেমে যাব আর হাতি গুলো নামতে পারবে না দ্রুত, এই বিষয়টা নিয়ে আমি মজা করতে চাই। 😂😂
দাদা জ্বরের কারণে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তাই এসব কথা বললাম । হিহি 😂😂😂
হাতির পায়ে পিষে যাওয়ার ইচ্ছে আছে দেখছি। হাঃ হাঃ
হিহি,, জ্বরের কারণে প্রলাপ বকেছিলাম দাদা , ভুল হয়ে গেছে আমার। হাতির পায়ের তলায় যেতে চাই না আমি।
আমার কাছে সমুদ্র, কারন আমি সাঁতার জানি 😃।
আমার দুইটাই পছন্দ।নিদ্দিষ্ট কোনো কারণ নেই,ভালো লাগে জাস্ট,🥰
অবশ্যই সমুদ্র,কারণ সমুদ্রে গোসল করতে নামলেই সানি লিওন এর "পানি ওয়ালা ডান্স" এর কথা মনে পড়ে। আর আমি তখন কল্পনা করি যে, সানি লিওন এর সাথে আমিও ডান্স করছি 🤣🤣🤣। বাহ্! কি চমৎকার ফিলিংস 😂😂😂।
হাঃ হাঃ। গান মনে করেই নাচ 😆