আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬২steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মেজাজ ভাইয়ার বেজায় গরম
ভাবি বাবার বাড়ি,
ক্ষেপে গিয়ে ভাইয়া নিল
ভাবির সাথে আড়ি।

প্রতিবেশী বলছে আবার
ভাবি গেছে ভেগে,
আড়ি পেতে শুনে ভাইয়া
এবার গেলেন রেগে।

চিৎকার শুনে প্রতিবেশী
দেখতে এলো সবে
ভাবছে এখন কেমন করে
মেজাজ শিতল হবে-??

লেখক

@alsarzilsiam

লেখক এর অনুভূতি:

জামাই এবং বউ এর মাঝে কতইনা ঝগড়া হয় কিন্তু দিনশেষে দেখা যায় সেই ঝগড়ার মাঝেও ভালোবাসা রয়েছে। কিন্তু সেই রাগটা কিভাবে নিবারণ করা যায় সেটাই হচ্ছে মুখ্য বিষয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

শালীর ফোনে জ্ঞান ফিরে
ঠান্ডা হয় ভাইয়ার মাথা
নরম সূরে ভালোবাসা নিয়ে
ফোন দেয় ভাবির ফোনে।

মিষ্টি কথায় আবেগ নিয়ে
বলে আসছি তোমায় নিতে
নরম-গরম সংসারে হয় একটু
ভালোবাসার সোহাগে ঢাকবে সবটুকু।

 3 years ago 

আজ শালি আছে বলে বেচেঁ গেলেন 😂

 3 years ago 

বিবাহিত একটু সবিধাতো পাবোই নাকি? হি হি হি

 3 years ago 

হুমম পাবেনই!
শালীর আদরও পাবেন 😂

 3 years ago 

দারুন হয়েছে ভাই, যাদের শালি নাই তাহলে কি হবে!!.

 3 years ago 

কেন জিএফ এর বোন আছে না, তাদের ফোন করবে হা হা হা।

 3 years ago 

আমি তো চির কুমার, জি এফ ও নেই, আর জি এফ এর বোন তো দুরের কথা।

চিরকুমার টাইটেল তো আমার নামের পাশে ছোটবেলা থেকে রয়েছে।তবে নতুন একজনকে সঙ্গে পেয়ে বেশ ভালই লাগছে। হা হা হা...

 3 years ago 

বুকে আসুন ভাই, আমাদের কপালে______ নাই!

আসেন ভাই বুকে চলে আসেন।👬

 3 years ago 

হুম, বুঝি তো সব, দিন রাত টুম্পা করতে করতে অস্থির আর টাইটেল লাগাইছেন চির কুমান, হা হাহা।

 3 years ago 

ভাই, জিলাপি দিবো, আর কিছু বইলেন না! হাহাহা

 3 years ago 

আপনার মাথায় তো দেখি সব সময় শালীর চিন্তা ঘুরে।😅😅

বউ এর প্রতি ভালোবাসা,
সিয়াম ভাই এর অবিরাম।
তাইতো প্রতিবেশীর কথায়,
মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়ির দিকে,
ছুটে চলেছে ঘমাঘম।

শ্বশুরবাড়ি ঢুকে যখন বউকে দেখতে পেল,
আনন্দে সিয়াম ভাইয়ের,
সবকিছু হয়ে গেল এলোমেলো।
তবে সিয়াম ভাইকে দেখে বউ বলল,
এ কোন বিপদ!
দুইদিন আগেই তো বাপের বাড়ি আসলাম,
তবে হঠাৎ করেই কেন এই স্বামী নামক আপদ।

 3 years ago 

নিজের কথাটা সিয়াম ভাইয়ের নামে চালিয়ে দিল😆😆😆।

কবিতার সৌন্দর্য রক্ষা করতে গিয়ে অনেক সময় অনেক কিছুই লিখতে হয়। হা হা হা...😂

 3 years ago 

🤔🤔🤔🤔 বুঝি বুঝি।

 3 years ago 

এতো কিছুর মাঝে আমি কেন ভাই!! তবে ব্যাপারটা বেশ মজা পেয়েছি।

যেহেতু কবিতাটা আপনি নিজেই লিখেছেন, তাই আমার লেখা কবিতাটাও আপনাকে ডেডিকেট করলাম। হা হা হা...

 3 years ago 

আমার কপালে আজ দুঃখ আছে,,,, হাহাহা।।

 3 years ago 

হাহা! ভাই কবিতাটি পড়ে খুব ভালো লাগছে 😁😁

মেজাজ হবে শীতল,
বউ এনে দাও।
প্রতিবেশীর মিছে কথায়,
কেন কান দাও?

ভাইয়া তুমি অনেক ভালো
রাগ করোনা তবে
ভাবী আবার বাড়ি এলে,
রাগ মিটবে তবে!

 3 years ago 

😆😆😆সেরা।

 3 years ago 

বাহ বাহ, সব কথার শেষ কথা বউ লাগবে, তবেই ভাইয়া শান্ত হবে। হাহাহা।

 3 years ago 

হাহাহা!
বউ নাই মানে শান্ত হওয়ার চান্স নাই 🤣

 3 years ago 

মেজাজ আমার ভীষণ গরম,
যাচ্ছি বাপের বাড়ী।😤
এখনও যদি শুধরে যাও,
যাবো না আর ছাড়ি।😠

এখনও একটু কথা শোনো
কিনে দাও গয়না শাড়ি ,🥺
নাহলে আর আসবো না গো
থাকো তোমার বাড়ী।😏

আসতে তোমাকে হবে না বাপু,
থাকো বাপের বাড়ি।
আজকে থেকে তোমার সাথে,
জন্মের মতো আড়ি.. আড়ি.. আড়ি...।

 3 years ago 

এটা কি ছিল 🤣🤣🤣।

 3 years ago 

বাহ বাহ, বিয়ের আগেই এতো Expart!!!

আমাদের আশেপাশেই তো কত বিবাহিত সিনিয়র ঘুরে বেড়াচ্ছেন, তাদের দেখেই শিখছি আর কি।🤭

 3 years ago 

এই কথা শুনলে বিয়ে করার আগেই বউ পালিয়ে যাবে ভাইয়া।🤭🤭

আপু এটা তো আর মনের কথা না। মনের মধ্যে তো অন্য রকম ব্যাপার চলছে।🤭🤭🤭

 3 years ago 

ওহ বাবা!! 🤨🤨🤨 এই ব্যাপার মনে মনে তবে অন্য কিছু চলে 😉।

 3 years ago 

বাবাগো, কবিতার রিপ্লাই ভার্শন হয়ে গেছে, অসাধারন, হয়েছে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাই 😂😂😂।

Loading...
 3 years ago 

মেজাজ শীতল করার জন্য গেল বৃন্দাবনে।
বাঘের সাথে সন্ধি করল সাত দিন গুনে গুনে।
মেজাজ শীতল হলো ভাইয়ার ভাবীর দেখা নাই।
ভালোবাসার গান গেয়ে ভাবিকে খুঁজে বেড়ায়।

বুকে আছে ভালবাসা মনে আছে রাগ।
ভাবিকে আবার পেলে ভাইয়া করতো সোহাগ।
ভাবিকে আবার পাবে বলে আশা রাখে মনে।
ভাবি বাসায় হাজির হলো, বলে জনে জনে।

 3 years ago 

বাহ বাহ অসাধারন হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠান্ডা পানি ঢালো মাথায়,
সাথে দিও বরফ পানি,
এতেও যদি ঠান্ডা না হয়,
নতুন একজন দিও আনি।

এই শুনে ভাবী আসবে দোড়ে,
বলবে ভাইয়ার কানে,
ফিরে এসেছি আবার আমি,
পরের জনকে পাঠাও,
যেখান থেকে এনেছো সেখানে।

থামবে ঝগড়া ফিরবে সবাই,
যার যার অবস্থানে।
এই দেখে প্রতিবেশীরা সব,
জ্বলবে আপন মনে।

 3 years ago 

ভাবি এসে হঠাৎ করে
ভাইয়ার হাতটি ধরে।
বলল মিছে রাগ করে আর
কি আর লাভ হবে।

চাঁদ উটেছে, ঐ আকাশে
আসছে খুশির ঈদ
এই খুশিতে তোমায় জানাই
ঈদ মোবারক ঈদ।

এবার ঈদে শাড়ি,চুড়ি কিছুই লাগবে না
হাত দুটো ধরে হাঁটবো দুজন
সমুদ্রের কিনারা।
গাঙচিল উড়ে যাবে মাথার উপর দিয়ে
দুজন তখন মনের আনন্দে পানি ছিটাবো গায়ে।
মান অভিমান ভুলে এবার
এসো দুজন মিলে
গুছিয়ে নেই সবকিছু আজ
আনন্দে আনন্দে।

অনেকদিন পর লিখলাম।

খুব সুন্দর লিখেছেন আপু। হা হা হা... খুব মজা পেলাম পড়ে।😂

 3 years ago 

🫣

 3 years ago 

অসাধারন হয়েছে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রাগ করেছে সিয়াম ভাইয়া
চোখ করেছে লাল,
ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে
ফুলছে দুটো গাল।

ভুল হয়েছে, ভাবি বলে
ধরছি আমি কান,
হাসো এবার মিষ্টি করে
ভাঙ্গো এবার মান।

 3 years ago 

ছন্দ মিল দারুন ছিলো, তবে আমি এতো কিছুর মাঝে কেন!! হাহাহা।

 3 years ago 

কি কবিতা লিখলেন ভাই,
কিভাবে যে ছন্দ মিলাই।
ভাইয়ার মেজাজ এত গরম
আমি তো দেখে পেলাম শরম।

কোথায় গেল ভাবী,
কি যে হবে ভাইয়ার।
চিন্তাতে আর ভাল্লাগেনা
মাথায় ঢালি বিয়ার।

কান পেতোনা প্রতিবেশী
ভাইয়া গেল রেগে,
পারলে সবাই ফিরিয়ে আনো
ভাবিকে দাও এনে।

তাই মনে মাথায় beer ঢালবেন....? হা হা হা... খুব সুন্দর লিখেছেন আপু।

 3 years ago 

এতো কিছুর মাঝে বিয়ার কোথা থেকে এলো!!

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 104593.27
ETH 3578.80
USDT 1.00
SBD 0.56