আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি হৃদয়ের নির্মল ছায়া
কল্পনার শীতল মায়া,
তুমি পূর্ণিমার বিমল জোসনা
চঞ্চল হৃদয়ের দৃঢ়তা,
তুমি মেঘলা আকাশের রংধনু
বৃষ্টির সতেজ ছোঁয়া,
তুমি অমবস্যার নিঝুম রাত
নির্জীব হৃদয়ের ধোঁয়া।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার অনুভূতিগুলো অনেকটাই এমন কখনো চঞ্চল আবার কখনো নির্জীব, আলো আঁধারে অস্থিরতার মেলা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি জোৎস্নায় আবৃত বসুন্ধরা
তুমি আলো-আধারী মায়া,
সকপটে তোমার হৃদয়খানি
আমার জন্য ব্যাকুলতায় ভরা জানি,
তুমি রঙিন আবিরের ছন্দে মেশানো
ধোঁয়ায় উড়ানো ধূলোময়ী,
তুমি বাদল দিনে কবির কবিতা
তোমাকে নিয়ে হাজার বসন্ত দেব পাড়ি।।
ঠিক বলেছেন আপু প্রিয় মানুষটি যেন আলো-আঁধারীর এক অদ্ভুত মায়া। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।
অনেক অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপু।।
দারুণ লিখেছেন আপনি, ছন্দগুলো যেন হৃদয় ছুঁয়ে গেলো।
অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।🙏
আমার ছন্দ্বহীন জীবনের,
তুমিই একমাএ আশার আলো,
মনের অন্তরালে তোমার বসবাস,
তোমায় আমি বাসি ভালো।
মনের অতলে আছো শুধু তুমি,
তুমি ছাড়া আমি,শুধুই মরুভূমি,
ভালোবেসে যতন করে অন্তরেতে রাখি,
আমার হৃদয়ের তুমিই সুখ পাখি।
তোমার চোখে দেখি আমি
সাগরের ঢেউ,
স্বপ্নে এসে ভাসিয়ে নেয়
দেখেছো কি কেউ
তোমার হাসির ছোঁয়ায় আমি,
দেখি আলোর পথ
ভালোলাগা -ভালোবাসার
দেই যে মতামত।
তোমার কণ্ঠে মধুর সুরে,
শুনি প্রেমের গান,
তোমার ছোঁয়ায় মনবাগানে
ফুটে ফুলের বান।💕
প্রিয় মানুষটিকে নিয়ে আমরা হাজারো স্বপ্ন দেখি। তার হৃদয়ে সমুদ্রের ঢেউ খুঁজে বেড়াই। তার হৃদয় জুড়ে খুঁজি অনুভূতি। অসাধারণ লিখেছেন আপু। কবিতার লাইনগুলো দারুন ছিল।
ধন্যবাদ আপু অনুপ্রেরণা পেলাম 💕
আমার কবিতার লাইনগুলো আপনার কাছে দারুন লেগেছে যেটা অনেক বেশি খুশি হলাম আপু। আপনাদের উৎসহ এবং অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। 💕
তুমি হৃদয়ের শত চাওয়া
বাস্তবতার মাঝে পাওয়া,
তুমি পূর্নিমা রাতের আলো
বেসেছি তাই ভালো।
তুমি আকাশের জ্বলে ওঠা তারা
ঝলমলে যেনো চারিপাশ
কষ্টের রাতে জেলে দিয়েছো
মিষ্টি জোসনার আলো।
তুমি গোধূলী বেলায়
সূর্যের লোহিত আভা।
তুমি তিব্বতের পাহাড়ে
সন্যাসীর গভীর ভাবা।
তুমি শরতের আকাশে
জমে থাকা মেঘরাশি।
তুমি ফসলের মাঠে
কৃষকের রঙ্গিন হাঁসি।
তুমি চিনিয়েছিলে মোরে
যেদিন বৃষ্টিভেজা মাঠ।
তুমি তাকিয়েছিলে তাই
তখন খুব চেনা পথঘাট।
যবে একলা দুহাত ধরে
আমি পা ফেলেছি আগে।
শুধু তোমার চোখের পাশে
আমার সন্ধ্যাতারা জাগে।
তুমি রাতে জোৎস্নায়,
জেগে থাকা তারা,
তুমি শীতের কুয়াশায়,
আধাঁরে শিশির কনা ।।
তুমি সমৃদ্রের ঢেউ,
আর হৃদয়ের মৃদ কম্পন,
তুমি না বলা কবিতা,
আর শুকনো গোলাপের পাপঁড়ি,
তাই তো আজও তোমাকেই ভালোবাসি।।
প্রিয় মানুষটির অনুভূতি হৃদয়ে সমুদ্রের ঢেউ জাগায়। হয়তো অদ্ভুত এক অনুভূতি জায়গায়। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে।
তুমি হৃদয়ের কল্পনায়,
জ্বলে থাকা নক্ষত্র,
তুমি হৃদয়ের কামনায়,
যৌবনা নদীর মতো।
তুমি দু চোখ ভরা স্বপ্ন,
হৃদয়ে আশার আলো,
তুমি পূর্ণিমায় পূর্ণচন্দ্র,
জ্যোতির্ময়ী সব আলো।
তুমি জ্যোৎস্না রাতের জেগে থাকা
আমার কল্পনার চাঁদ,
তুমি বৃষ্টি হলে আমি হব
সেই সবুজ ঘাস,
তুমি রঙিন আকাশের
রঙিন স্বপ্ন হলে,
আমি হব সেই আকাশের রংধনু,
তোমায় নিয়ে স্বপ্ন আমার দুটি আঁখি পাতে,
ভালোবেসে তোমাকে জীবনটা
যেন পাড়ি দিতে পারি।
হয়তো প্রিয় মানুষটির প্রতীক্ষায় রাত জেগে থাকা আর কল্পনায় মায়াবী চাঁদের ছবি আঁকার সেই অদ্ভুত অনুভূতিটা দারুন। অসাধারণ লিখেছেন আপু।
তোমার হৃদয়ে খুঁজি ভালোবাসা
খুঁজে ফিরি অনুভূতি
জোসনা মাখা রাতের তারা
ক্ষণে ক্ষণে দেয় পাহারা।
নেমেছে রাতের আঁধার
উঁকি দিয়ে যায় ঐ
পূর্ণিমার ঝলমলে আলো
বলতে ইচ্ছে করে প্রিয়,
তোমায় বাসি বড্ড ভালো।
অমাবস্যার নিঝুম রাত
হাতে রেখে হাত
কাটিয়ে দিতে চাই
প্রিয়, নির্ঘুম এই রাত।