আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আলোর মিছিলে আলোর সন্ধানে
আমি নতুন পথযাত্রী,
সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে খুঁজি
আমি নতুন অভিযাত্রী।
আলোর ছিটা-হৃদয়ের মমতা নিয়ে
আসবে কি এগিয়ে তুমি?
ভালোবাসার পরশে-হৃদয়ের শীতলতায়
আলোর সন্ধান দিবে কি তুমি?
লেখক
লেখক এর অনুভূতি:
অন্ধকারাচ্ছন্ন এই সমাজে বড্ড বেশী প্রয়োজন একটু মানবতা, ভালোবাসার মমতায় প্রয়োজন একটু আলোর দিশা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আলোক ভাষণে,আলোকের আন্দোলনে
আমি এক নতুন পথিক,
রেললাইনের পথ ধরে আমি খুঁজি
আমি নতুন ভ্রমণকারী।
আলোক বর্ষধারায়-মনের আবৃতি নিয়ে
দেবে কি তুমি হাত বাড়িয়ে?
ভালোবাসার স্পর্শে অন্তঃকরণের স্নিগ্ধতায়
উজ্জ্বলতার মিশ্রণে কি তুমি রাঙাবে?
হয়তো কোনো একদিন সেই প্রিয় মানুষটি হাত বাড়িয়ে দিবে। আর বর্ষার অনুভূতি গুলো হৃদয় শীতল করবে। দারুন লিখেছেন আপু। কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে।
হুম, সেই অপেক্ষায় আপু।☺️☺️
আলোর খোঁজে চলেছি দূর
পথ যেন নেই শেষ
নতুন ভোরের প্রত্যাশায়
আশার আলো আজও বেশ।
জীবনের পথে ক্লান্তি এসেছে
তবু থামিনি আমি অন্ধকারে
তোমার মমতায় জ্বালাবো আলো
চলবে কি তুমি আমার পাশে?
তুমি আসবে কি এগিয়ে ধীরে
তোমার আলো হাতে নিয়ে?
ভালোবাসার উষ্ণতায় গড়বে
আমার দিন, আলোর বীজ বুনে।
চমৎকার লিখেছেন। পড়ে হলাম ধন্য
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপু আমার কবিতাটি আপনার ভাল লেগেছে দেখে অনেক ভাল লাগল। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত আগামীতে আমাকে আরও সুন্দর করে লেখার অনুপ্রেরনা জাগাবে।
অন্ধকারের মিছিলে অন্ধকারের সন্ধানে
আমি পুরনো পথিক,
সমুদ্রের গভীরতায় ডুব দিয়ে খুঁজি
আমি একাকী অভিযাত্রী।
অন্ধকারের ছিটা-হৃদয়ের নিরবতায়
কবে আসবে তুমি?
ভালোবাসার শূন্যতায়-হৃদয়ের বিষণ্নতায়
অন্ধকারের সন্ধান দিবে কি তুমি?
আপু আপনার কবিতাটি অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে গুছিলে লিখেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রহিল। ধন্যবাদ।
আসলে প্রত্যেকটি সুন্দর মন্তব্য আমাদেরকে উজ্জীবিত করে। আমার অনু কবিতাটিও আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
অন্ধকারের যাত্রাপথে
জ্বালিয়েছিলে আলো
এই নিয়মের বেড়াজালেও
বাসতে তুমি ভালো
সমস্ত রাত কাটিয়ে শেষে
উঠুক নতুন দিশা
আবার মোরে দেখাক সে পথ
তোমার ভালোবাসা
যাক না শহর নতুন করে
অন্ধকারে ঢেকে
আমি কেবল খুঁজব আলো
তোমার শহর থেকে।
দীর্ঘ অন্ধকার পেরিয়ে আরও অন্ধকারে ঢুকে পড়েছি
পথ বলে পা দিয়েছি চোরাবালির ভিড়ে
শিরদাঁড়া বিকিয়েছে কবেই, তবুও আলোই মেনেছি
ভুলের পিঠে ভুল ঠেসে সভ্যতা গড়ছে উৎসব
ঘরে ঘরে যোনী ছিঁড়ছে কাপুরুষের গৌরব
বিচার নেই, বিচার নেই...
জনে জনে গান জুড়েছে —
"অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো"
মিছিলের পর মিছিল হেঁটেছে
সমাজের আজও হয়নি কোন ভালো।
ভালো আর রাস্তায় নেই, বাজারে নেই
পাঁজর লুকিয়ে কাঁদে
আমরা শুধু চিল্লে মরি জ্বালাও আলো
মানবিক মমতার হাতে৷
অবশেষে আলোর দেশে পৌঁছে
হারাবো সব অন্ধকার,
তুমি হবে কি সঙ্গী আমার?
আনবে কি তুমি নতুন প্রহর?
নতুন সূর্যোদয়ের স্বপ্নে
হাঁটবো দূর বহুদূর,
তুমি হবে কি সেই আলো,
যে আলোকিত করবে এই পথচলা?
কোনো একদিন সব আঁধার কেটে গিয়ে নতুন ভোরের আলো ফুটে উঠবে। তখন আলোকিত হবে জীবনের পথ চলা। দারুন লিখেছেন।
স্বার্থের টানে বাদলে বুকে বাসা,
তাই নিয়ে মনে হাজারো মিথ্যা আশা ।
আশার নাই তো কোন শেষ,
এখন প্রতিরাতেই ,নির্ঘুম কাটে বেশ।
আঁধারে ভয় পেও না,
আলো আছে আড়ালে।
অন্ধকার পালিয়ে যাবে,
তুমি উঠে দাঁড়ালে।
এটা অবশ্য ঠিক বলেছেন আশার কোনো শেষ নেই। আশা নিয়েই আমরা বেঁচে থাকি। আর আঁধার পেছনে ফেলে আলোর সন্ধান পাওয়ার চেষ্টা করি। দারুন লিখেছেন আপু।
আলো আলো করে
আজও পেলাম না জীবনে আলো,
যখন অন্ধকারের কালোচ্ছাস
জীবনকে করলো এলোমেলো,
সেই হতাশাগ্রস্থ আনমনা মন,
নতুন প্রভাতে অব্যক্ত কিছু স্বপ্ন
তারা করে আমায় অবিচল,
হোক না সে কালো অন্ধকারাচ্ছন্ন
আমি আজীবন বেসে যাব ভালো
নতুন করে নতুন মানুষটির জন্য।
শুনেছি, মরুর বুকেও গড়ে ওঠে শহর।
নিস্তেজ হয় আর্তনাদ, হাসি ফোটে মুখে মজলুমের।
তবে আমার আশা করতে দোষ কি?
একদিন শেষ হবে হতাশা আক্ষেপের।
দেখেছি, রাত শেষে ভোর হয়।
বরফ উবে গিয়ে পথ দেখে যায়।
তবে আমার দোষ কি চাইতে?
সবাই হবে সুখী, থাকবে না কোন অসহায়।
মাঝে মাঝে আঁধারের মাঝেও আলো ফুটে ওঠে। রাতের আঁধার কেটে গিয়ে নতুন ভোরের আলো ফুটে। দারুন লিখেছে ভাইয়া।
ধন্যবাদ আপু। আপনি সবসময়ই পজেটিভ। এটা ভালো লাগে আমার।
सूरज हमेशा वैसा ही उगता है,
हम एक हल्की हवा की तरह बदलते हैं,
जैसे परछाइयाँ चलती हैं,
एक तेज़ी से भागती सड़क पर।
हमारी भावनाएँ सड़कें हैं,
कठोर किनारे, जहाँ लहरें टकराती हैं,
समय से पीटी चट्टानें
हमारी यात्रा की मूक गवाह हैं।
और अंत में, इतनी दूर चलने के बाद,
हम चले जाते हैं, बिना कोई निशान छोड़े,
न ज्यादा, न कम, बस समुद्र,
अपनी अनंत किरणों में हमें भुलाकर।