আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
গরমে জীবন হয়েছে ওষ্ঠাগত,
গ্রীষ্মের রোদে ফাটছে মাটি।।
অপেক্ষার বাঁধ ভাঙছে আজি,
বর্ষা তুমি আসবে কবে না জানি।।
লেখক:
লেখকের অনুভূতি :
গরম যেভাবে বেড়েছে এখন বর্ষার কাছে আকুতি ছাড়া আমাদের আর কোন কিছুই করার নেই। সেই থেকে আজকে আমার লেখা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রকৃতি আজ দুর্বিসহ খরায় ক্ষিপ্ত
তারিই কারণে হিট স্টোকে
মানুষ আজ হচ্ছে ক্লান্ত।
কেউ পাচ্ছে নতুন জীবন
কেউ হারিয়ে যাচ্ছে,
নীল আকাশে হতে কখন,
ঝড়বে অঝোরে বৃষ্টি
তুমি এলেই সেই অপেক্ষা করা
মানুষগুলো পাবে শান্তি ।
প্রকৃতি পাবে নতুন প্রাণ,
নদী খাল বিল ভরে থাকবে
দেখে মনে লাগবে পরম শান্তি।
গরমের কারণে চারপাশে যেমন খরা দেখা দিয়েছে তেমনি অনেক মানুষ হিট স্টোকে মারা যাচ্ছে। সত্যি আপু এই গরমে ভালো থাকাটাও কঠিন। দারুন লিখেছেন আপনি।
বর্তমান পরিস্থিতি এমনটাই
বর্তমানে প্রকৃতির কঠিন রূপ প্রকাশ পাচ্ছে। তবে বৃষ্টি এলে প্রকৃতি আবার নতুন সাজে সেজে উঠবে। আপনার অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপু।
বর্ষারাণী তোমার জন্য অপেক্ষাতে দেশ
এই গ্রীষ্মে রোদের তাপে পুড়ছে শহর গ্রাম
তোমার ধারায় জুড়িয়ে হবে দাবদাহের শেষ
মেঘের গায়ে দাও জমিয়ে বৃষ্টিরই সন্ধান।
বৃষ্টির সন্ধানে আমরা চাতক পাখি
হ্যাঁ দাদা, বৃষ্টির অপেক্ষাতে আমরা সবাই আছি। আপনার অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
কি জানি কি হয় রোজ সকালবেলায়
ঝমঝমিয়ে পাখির বেশে বৃষ্টি আসে,
আমি পশ্চিম থেকে বলছি, আমারও
নদীতে কাগজ কি ক্যস্তি ভাসে।।
মনে আছে কত মেঘের খোলস খুলে
জ্বালিয়ে ছিলে তারার আলো,
আজ তোমার তীব্র দহন দিনে
দিকে দিকে সবুজ প্রদীপ জ্বালো।।
ঝমঝমিয়ে আসুক বৃষ্টি ঝেপে।
ঝরবে বৃষ্টি মেঘ আকাশে
চাইছি এখন তাই,
চারিদিকে দুর্বিসহ
খড়া দেখে ভাই।
ফাটছে মাটি, মরছে মানুষ
রোদের দাবাদহে
ঘরের কোণে বসে আছি
হিট স্টকের ভয়ে!!
জল ছাড়া উপায় নেই
গ্রীষ্মের আগমনে
প্রখরতার তীব্রতায় মনের দুর্দশা,
শরীর বলে পারছি না আর
নিতে এই অসহ্য যন্ত্রণা।
বর্ষা তুমি আশির্বাদী হয়ে আসো সবার মাঝে,
যেনো সবুজ অরণ্য দাবদাহ ছেড়ে
বৃষ্টি রঙে সাজে।
সত্যি ভাইয়া গরমে সবাই কষ্ট পাচ্ছে। শরীরের সহ্য ক্ষমতা হারিয়ে যাচ্ছে। আমরা সবাই প্রত্যাশা করি একটুখানি বৃষ্টির।
সত্যি এ যন্ত্রনা যেন শেষের না
বাহ্ বন্ধু তুমি দেখছি বেশ দারুণ অনু কবিতা লিখেছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
গরমের এই ভীষণ প্যারায়,
দুঃখ কষ্টে হয়েছি একাকার
নির্ঘুম রাত ক্লান্ত দেহ,
এই যেন এক ভীষণ হাহাকার।
হাত পাখা যেন পরম বন্ধু,
সাথে থাকে সারাক্ষণ।
হাত অবশ হয়ে আসে,
ব্যবহার করে যদি কিছুক্ষণ।
কষ্টের কথা বলব কি আর,
এই গরমকে নিয়ে।
আফসোস করি মাঝে মাঝে,
ছাদের উপর গিয়ে।
কঠিন উষ্ণতায় কাতর জীবন,
চারিদিকে হচ্ছে হিটস্ট্রোকে মরণ,
নদী-নালা খাল বিল ফেটে চৌচির,
জলের অভাবে প্রাণীকুল অস্থির,
বর্ষার ভরসায় কাটে দিন রাত্রি,
তুমি আসলে বাঁচবে মানব জাতি।
সুন্দর লিখেছেন দাদা।
বেড়েছে গ্রীষ্মের তাপ
ফেটে চৌচির ফসলের মাঠ
বৃষ্টির প্রতীক্ষায় কাটছে প্রহর
বৃষ্টির ধারার অপেক্ষায়
আসবে নতুন ভোর।
গ্রীষ্মের উষ্ণতায় উত্তপ্ত চারপাশ
জনজীবন আজ যেন করছে হাঁসফাঁস।
বৃষ্টির ছোঁয়ায় শীতলতা খোঁজে প্রকৃতি
বৃষ্টির প্রতীক্ষায় ব্যকুল হৃদয়
খুঁজে ফিরে একটু প্রশান্তি।
এখন শুধুই বৃষ্টির অপেক্ষা বৃষ্টি ছাড়া কিছুই ভালো লাগেনা চারিদিকে প্রচন্ড গরম। অনেক সুন্দর লিখেছেন আপু আপনার অনু কবিতাটি পড়ে ভালো লাগলো।
গরম করেছে জীবন দুর্বিষহ,
চারদিকের পরিবেশ একদম অসহ্য।
সব করবে ঠান্ডা বৃষ্টির রিমঝিম ফোঁটা
ওহে বৃষ্টি ঝড়বে কবে তুমি করি তোমারই অপেক্ষা।
গরমে দুর্বিষহ জনজীবন। একদম ঠিক বলেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার লাইন গুলো ভালো ছিল ভাইয়া।
হ্যাঁ ভাই বৃষ্টি হলে চারদিক শীতলতায় ভরে উঠবে প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে। অনেক সুন্দর অনু কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
গরমে করি দাপাদাপি,
চারদিকে কান্নার আহাজারি।
কবে আসবে তুমি বর্ষা,
শীতল করবে এই প্রকৃতি খানি।
তাইতো তোমার অপেক্ষায়,
পথ চেয়ে থাকি।
আসলেই ভাই চারিদিকে গরমের দাপাদাপি আর কান্না আজাহারি হারিয়ে চলছে। আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।