আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪১steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি যেদিন আসবে ফিরে
যাবো সেই নদীটির তীরে
যেথা হেঁটেছিলাম মোরা
দুজনা হাতে হাত রেখে।।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

ভালবাসার মানুষের হাতে হাত রেখে হাঁটার অনুভূতি টাই অন্যরকম। আপনাদের কি মনে হয়?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

যেদিন তুমি ফিরবে
আমার এই জীবনে
সেদিন খুঁজে পাবো আমি
আমার এই জীবনের মানে।
জীবন নামক শব্দটি আজ
নদীর স্রোতে ভাসে
আমাদের প্রিয় সেই
নদীর পাড়ের ঘাসে
তোমার পায়ের স্পর্শ
আজও মিশে আছে।
যেদিন ফিরবে তুমি
আবার হাঁটবো দুজন
ঐ চিরচেনা নদীর তীরে।
হয়তো সেই চিরচেনা নদী
সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে
তোমার আমার সেই স্মৃতিগুলো
স্মৃতির পাতায় রবে।

 2 years ago (edited)

নদীর তীর যেন অনন্ত কাল চলে, প্রেমের মতই। দারুন হয়েছে দিদি 🙏

 2 years ago 

সে দিনের মিষ্টি অনুভূতিগুলো
জাগ্রত হবে ফের হৃদয়ে
কতদিন, কতরাত, কত অপেক্ষার প্রহর
শেষ হবে, তুমি আসলে ফিরে।

 2 years ago 

অপেক্ষার প্রহর মধুরতায় ভরা
অনুভূতিগুলো জেগে ওঠে পেলে তার সারা
দিনরাত কেটে যায় তারই কল্পনায়
তবুও হায় প্রিয়তম দেয়না প্রভু সায়।

 2 years ago 

বাহ খুব চমৎকার মিলিয়েছেন তো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ,খুব সুন্দর লিখেছেন ভাইয়া।

 2 years ago 

শেষ হোক অপেক্ষার প্রহর গুলো। আসুক শুভক্ষণ ❣️

 2 years ago 

তুমি ফিরে আসবে বলে
আমি আঙিনা সাজিয়ে রেখেছি রঙিন ফুলে
তোমার স্পর্শে অপেক্ষাগুলি পাবে চিরমুক্তি
তোমাকে নিয়ে ভাবনাগুলি হবে নাকো অত্যুক্তি।

বেশ ভালো লিখেছো। আমি এই দিক থেকে খুব কাঁচা।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা😊.চেষ্টা কর তুমিও অবশ্যই পারবে।শুধু ভাবনাগুলিকে সঠিক পথ দেখাতে হবে।

 2 years ago 

বাহ্ বাহ্। বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা😊.

 2 years ago 

তোমার হাতের স্পর্শে তখন
রাঙাবো আমার মন,
মুহূর্তটি হবে আবেগ মাখা
কারণ সঙ্গী হবে তুমি আমার।

 2 years ago 

কবিতার লাইন গুলো বেশ আবেগ মাখা ছিল। সত্যিই দারুণ লিখেছেন ভাইয়া। কবিতার লাইনগুলো মন ছুয়ে গেল।

 2 years ago 

সঙ্গী থাকলে মুহূর্ত আবেগ ঘন হওয়াটাই স্বাভাবিক। সুন্দর ❤️

 2 years ago 

তুমি যেদিন আসবে ফিরে
যাবো সেই নদীটির তীরে
যেথা হেঁটেছিলাম মোরা
দুজনা হাতে হাত রেখে।।

ভেজাব পা আবার সেই নদীজলে,
বসব দুজনে সেই বট গাছ তলে,
মনে জমানো কথার বাধ দেব খুলে
সবুজ ঘাসের গালিচায় শুয়ে
রাখব মাথা তোমার কোলে।

অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার
দুচোখ ভরে তোমায় আবার দেখার,
জলদি ফিরে আসো হে প্রিয়া
আকুল এ মন তোমার অপেক্ষায় বসে আছে।

 2 years ago 

শীতকালে নদীর জল খুবই ঠান্ডা। পা ভেজালে ঠান্ডা লেগে যাবে। সেই ভয়ে তো প্রিয় মানুষটি আর দেখাই করতে আসবেনা। যদি আবার জলে ভিজতে হয়। 🤭

 2 years ago 

হাহাহা ভাল বলেছেন আপু।

 2 years ago 

সবাই দেখছি কবিতার প্রেমে পড়ে কবি হয়ে গিয়েছে। অনেক চমৎকার ছিল ভাই ধন্যবাদ।

এই কবিতা কোনো মেয়ে পড়লে আপনার প্রেমে পড়ে যাবে।🤭

 2 years ago 

কই দাদা এখনো তো পড়তেছে না।

 2 years ago 

বেশি অপেক্ষা না করে এইবার দৌড়ে যেতে হবে মনে হচ্ছে।

 2 years ago 

সেই পথ সুরভিত তোমার পদক্ষেপে,
পাখিরা যেন আনন্দিত দুজনারে দেখে।
নিঃশ্বাসে বিশ্বাসে করেছি যে আপন,
হাতে হাত রেখে থাকব মোরা সারাজীবন।

 2 years ago 

হাতে হাত রেখে থাকবো মোরা সারাজীবন। আহা ❣️

 2 years ago 

তুমি আসবে বলে তো,
এত আয়োজন মনের আঙিনায়,
তোমার নামেতে ফুলেরা সাজে,
রঙ-বেরঙের বাহারী ঝর্নায়।

 2 years ago 

বাহারি ঝর্না ঝরে যাক 🎊

 2 years ago 

গেয়েছিলাম গান প্রেমের সুরে
ভেসেছিলাম সেদিন ভালবাসার তরে
দেখেছি যে প্রেম সেদিন তোমার দু চোখে
রেখেছে গেথেঁ সে প্রেম মোর হৃদয়ের মাঝে।।

 2 years ago 

এভাবেই গেঁথে থাক।

 2 years ago 

তুমি যেদিন আসবে ফিরে
যাবো সেই নদীটির তীরে
যেথা হেঁটেছিলাম মোরা
দুজনা হাতে হাত রেখে।।

তুমি সেদিন এসেছিলে ফিরে
ভেসেছি মন যমুনার তীরে
যেথা হারিয়েছিলাম মোরা
দুটি হৃদয় সংগোপনে।

 2 years ago 

বাহ অসম্ভব সুন্দর কিছু লাইন মিলিয়েছেন ধন্যবাদ আপনাকে ভালোবাসা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

আহা। দারুন হয়েছে ইমরান দা ❣️

 2 years ago 

প্রতিরাতেই আসো তুমি
কল্পনার মায়াজালে,
কখনও কি পাবো তোমায়
আমার বুকের মাঝে।

 2 years ago 

প্রতি রাতে স্বপ্নে আসে স্বপ্নে তার বাস
সে যেন এই জীবনে বেঁচে থাকার শ্বাস
কল্পনার মাঝেই যেন তার বসবাস

তাহলে রাতের বেলা মনে মনে এই সব চিন্তা করা হয়।🤣

 2 years ago 

এসব তো বলা যাবে না, হিহিহি।

 2 years ago 

বেশি বুক খুলেন না ভাই ঠান্ডা লেগে যাবে। খিক খিক

খুব সুন্দর হয়েছে ❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58522.52
ETH 2540.72
USDT 1.00
SBD 2.50