আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মিথ্যা মায়াজালে বন্দী আমি
বন্দী ভালোবাসার অভিনয়ে,
সময়ের সাথে জীবনের মায়ায়
বন্দী আমি স্বার্থের কায়ায়।
আমি তুমি সবাই খুঁজি
একটু প্রশান্তির ছায়া,
ভালোবাসার আড়ালে বন্দিত্ব
তবুও হাসি মুখে পথচলা।
লেখক
লেখক এর অনুভূতি:
মায়ায় ছাড়ায় বন্দী এ জীবন, তবুও আমাদের এগিয়ে যেতে হয় একটু প্রশান্তির আশায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মিথ্যে মায়ায় বেঁধেছি ঘর
ঘর খানা আজ নিঃসাড় নিধর
আছে পরে ভালোবাসাহীন
তবুও চলি মনের জোরে।
ভালোবাসা কি মিছে মায়া
মায়ার পেছনে শুধুই পথচলা
আঁকড়ে চাই বাঁচতে আমি
ভালোবাসাময় সোনালী দিন।
মিথ্যা সুখের গালিচায় আমি
বন্দী আশার মোহে,
জীবনের পথে অন্ধকারে
ভালোবাসার আলো বোঝে।
স্বার্থের চাদরে মোড়া আমি,
কষ্টের বুননে সাঁঝের,
নীরব রাতের সঙ্গী হয়ে
পাথর-মুখে হাসির পটের।
শূন্যতার মাঝে খুঁজে চলি
একটু শান্তির বাঁশি,
ভালোবাসার বুকে বন্দী হয়ে
হৃদয়ের তালে গাইছি।
অভিনয়ের জগতে প্রেম-ই মিথ্যা
ছলনার বেড়াজালে সবই কপটতা
সময়ের ঘূর্ণিপাতে জীবন বিপন্ন
স্বার্থের ভিড়ে হারিয়ে যাচ্ছে ভালো পণ্য।
আমি তুমি সবাই খুঁজি
একটু শীতলতার ছোঁয়া,
ভালোবাসায় লুকানো যন্ত্রনা
তবুও দীর্ঘ এই পথচলা।।
মিথ্যা তোমার ভালোবাসা,
মিথ্যা তোমার প্রেম,
সেই প্রেমেতে পুড়ে গেল,
আমার এই জীবন।।
স্বার্থ নিয়ে ভাবছো তুমি,
ভাবছো নিজের কথা,
ভালোবাসার মায়াজাল যে,
সেটাও ছিল মিছা।।
ধোঁয়াশার পর্দায় ঢাকা আমি
স্বপ্ন ভাঙার কষ্টে ভরা,
জীবনের পথে হারিয়েছি
আশার আলো, শান্তির ধারা।
অভিনয় মুখোশের আড়ালে
লুকানো যন্ত্রণার গল্প,
ভালোবাসার ছলনাতে
নিজেকে হারিয়ে ফেলি সবসময়।
তোমার আমার পথগুলো
মিলে যায় অজানা ক্ষণে,
তবুও খুঁজি একটু সুখ
ক্লান্ত হৃদয়ের গোপন কোণে।
মিথ্যা হাসির অন্ধকারে
আলোর খোঁজে চেয়ে আছি,
সুখের প্রতিশ্রুতির মাঝে
আশা যেন মনে জাগছে।
ছলনাময়ী ভালোবাসার
অন্তরালে হেঁটে যাই,
হৃদয়ে জমে থাকা ব্যথা
আড়াল করে হাসি টানাই।
সত্য ও মিথ্যার দ্বন্দ্বে
বাঁধা পড়েছি অদৃশ্যে,
অবশেষে মুক্তির খোঁজে
যুগল রূপে খুঁজে নিচ্ছি।
ভালোবাসার মায়াজালে,
রেখেছো আমাকে বন্দী করে।
মিথ্যে এই ভালোবাসার জাল থেকে,
বের হতে পারছি না আমি কোন ভাবে।
ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম,
মিথ্যে ভালোবাসার জালে,
বন্দি করেছিলে আমায় তুমি।
ভালোবাসা মুক্তির পথ
স্বার্থের ধ্বজা উড়িয়ে কেবল
শৃঙ্গ জয় হয়
মুক্তি পড়ে থাকে রাস্তাঘাটে
ভ্রম কতিপয়
কে দেখাবে পথ?
কেই বা কুড়োবে বকুলফুল?
তুচ্ছ হারজিতের খেলায়
হারিয়ে যায় সব কুল...
তুমি ছুটতে জানো,
উঠতে জানো
ছলের স্তুপে হাসতে জানো,
সূর্য নয়, বিদ্যুতই আসল মত
বলো, তোমায় কে দেখাবে পথ?
কেই বা এনে দেবে মুক্তির দুষ্প্রাপ্য রথ?
এই পৃথিবীর মিথ্যে মায়া জালে
কত আশাগুলো বন্দি কারাগারে,
স্বার্থের কাছে সবাই জিম্মি
ভালোবাসা অন্ধকারে যাচ্ছে হারিয়ে,
নীরবতাকে সঙ্গী করে
শূন্যতার মাঝে খুঁজে চলি
এক বুক আশা তবুও বাধে বাসা,
শান্তির আড়ালে কষ্টের পথ চলা ।
মিথ্যে আমি মিথ্যে তুমি
মিথ্যে সকল কথা
তোমার কাছে রইল আমার
হারানো সব ব্যথা
সেই ব্যথাদের লালন করে
দেখিও সুখের পথে
আবার আমার পিছিয়ে যাওয়া
আগামী সাক্ষাতে
জীবন যুদ্ধে রইবে পড়ে
মৃত অসংখ্য সেনা
তোমার কাছে আমার হৃদয়
চেনা, ভীষণ চেনা।