এবিবি-ফান প্রশ্ন ১৮৭ | জীবনে চলার পথে কখনো থামতে নেই, কিন্তু জুতো ছিড়ে গেলে কি করবেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জীবনে চলার পথে কখনো থামতে নেই, কিন্তু জুতো ছিড়ে গেলে কি করবেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জিবনে চলার পথে থামতে নেই কথাটা আসলেই সত্যি, কারন থেকে গেলেই অন্যদের থেকে পিচিয়ে যাবো অনেকটাই, কিন্তু জুতো ছিড়ে গেলে আমি বেশি কিছু করবো না সামনে যার জুতো পাবো তার টায় নিয়ে ভাগবো। 😂 তবুও চলা বন্ধ রাখবো না। আপনাদের কাছ থেকেও মজার মজার উত্তর শুনতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জুতা ছিড়ে গেলে সোজা চলে যাবো আশেপাশে থাকা কোনো মসজিদে। মসজিদের সামনে থাকা যেকোনো সুন্দর জুতা নিজের মনে করে পায়ে দিয়ে হেঁটে চলে আসবো 🤣🤣🤣।
মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, লোকটাকে ভালো করে চিনে রাখুন। ভবিষ্যতে জুতো চুরি হলে এটাকে ধরে নিয়ে যাবেন। হা হা হা....😂😂
ভাই আপনি তো দেখছি আমাকে সেইফ না করে উল্টো ফাঁসিয়ে দিচ্ছেন 🤣🤣🤣।
আমি তো জুতা ব্যবহার ই করিনা জীবনে চলার পথে৷ আর যার জুতা নাই তার জুতা ছেড়ার ভয় ও নাই। আমি অলরেডি জুতা ব্যবহার না করে জীবন যুদ্ধে এগিয়ে গেছি। জীবনে যুদ্ধে এগিয়ে যাওয়ার আরো টিপস পেতে পোস্টে ভোট দিয়ে চুপচাপ ডিএম করুন আগে আসলে আগে পাবেন নইলে অন্য কেউ টিপস নিয়ে এগিয়ে যাবে।
বিয়ে না করেও কিভাবে একটা সুন্দরী বউ পাওয়া যায় এরকম একটা সুন্দর টিপস আমাকে দেন। চির কৃতজ্ঞ থাকব আপনার কাছে। 😂
এখানে দিলে সবাই জেনে যাবে। ইনবক্সে টোকা দেন।
কেন, জুতো ছিড়ে গেলে যাবে, তখন হাওয়ায় ভেসে যাবো। আরে ভাই আমি বিবাহিত হাঁটতে না পারলে বউয়ের কোলে চড়ে যাবো, তবুও থামবো না, হি হি হি।
হাওয়ার তো ঠেকা পরছে আপনার নিয়া ভাসবো, তার উপর আপনি বিবাহিত😜😜😜।এ ভাবিরে নিজে কোলে নিয়া কোল পাবেন না।শক কত🤣🤣
কেন আপনার খুব হিংসে হচ্ছে? শখের তুলা আশি টাকা জনেন না বুঝি? হি হি হি
হাহাহাহা😆
হাফিজ ভাই, ব্যাপারটা উল্টো হয়ে গেল না। হা হা হা... তবে আপনার কনফিডেন্স লেভেল দেখে আমার খুব হাসি পাচ্ছে। 😂😂
আমি মনে করে নেবো,আমার জুতো ক্ষয় হয়েছে তাতে কী? আমার পোষা গাধা টা তো আছে। ওটাকেই ফোন করে ডেকে নিয়ে কাঁধে চড়ে যাবো 🐒।
পোষা গাধা কে সেটা আর বললাম না 🌚।
বুঝে ফেলেছি, তোমার গাধার কপালে অনেক কষ্ট আছে। হা হা হা...
তা অবশ্য সত্যিই আছে,😉। তবুও গাধা, এখান থেকে নড়তে চায় না। কষ্ট হলেও মেনে নেই 🌚।
জুতো ছিড়ে গেলে আমি ফেবিকল আঠা না হলে এক ডজন সেফটিপিন লাগিয়ে নেব যাতে বারবার ছিড়ে না যায়।🤣🤣
কিছু করার নাই জুতা ছিড়ে গেলে আরেকটা বগলের তলে ঢুকিয়ে হাঁটা শুরু করব মাগার থামবো না। 🤣🤣🤣
যদি জুতা ছিড়ে যায় তাহলে দারাজ থেকে একটা অর্ডার দিয়ে দেবো আর আমি চলতেই থাকবো
জীবনের পথ খালি পায়ে চলতে হবে তাহলে না জুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, না চলার পথে থেমে যাওয়ার কোন সম্ভাবনা। অতি সাধারণ কিন্তু ইফেক্টিভ সলিউশন। 🤭
জুতো ছিঁড়ে তো আর নিজে নিজে কোথাও হেঁটে বা উড়ে যেতে পারবেনা, আমার কাছেই থাকবে সুতরাং ছেঁড়া জুতো হাতে নিয়ে সামনে এগিয়ে যাব তবুও থেমে থাকবো না।😄