আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৯


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হাসতে চেয়েছিলাম তুমি কাঁদালে
সুখ চেয়েছিলাম তুমি বিষন্নতায় ভরে দিলে
সুন্দর স্বপ্ন দেখছিলাম
তুমি সেই সুন্দর স্বপ্ন ভেঙ্গে দিলে।

বাঁচতে চেয়েছিলাম তুমি করে দিলে ভবঘুরে
সুখের বৃষ্টি চেয়েছিলাম কান্নায় ঝরালে
একটু ভালোবাসা চেয়েছিলাম
তোমার প্রেমের ছলনায় জর্জরিত মন।

লেখিকা

@samhunnahar

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তোমার বিষণ্নতায় আগলে রাখতে চেয়েছিলাম মুঠো রোদ্দুর
সব পথের দূরত্বকে ইতি করে চোখ যায় যতদূর,
সুন্দর এক কল্পনার প্রতিচ্ছবি
তুমি সেই প্রতিচ্ছবির কালো রঙের তুলি।

জীবন্ত থাকতে চেয়েছিলাম তুমি করে দিলে অর্ধমৃত
সুখের স্বপ্নে ভাসতে চেয়েছিলাম তুমি একে দিলে হৃদয়ে ক্ষত-বিক্ষত,
একটু পেতে চেয়েছিলাম অনুরক্তি
তোমার কপটতায় জীর্ণকায় মন পাবে নাকো মুক্তি।।

 last year 

নিরাপত্তা চেয়েছিলাম,
তুমি বিভ্রান্তির পথে ঠেলে দিলে।
আলোর পথ চেয়েছিলাম,
তুমি আঁধারে নিয়ে গেলে ।

শান্তির খোঁজে ছিলাম,
সেই শান্তিকে জীবন থেকে মুছে দিলে।
বিশ্বাস চেয়েছিলাম,
অবিশ্বাস্যে জীবনটা ভরিয়ে দিলে।

মুক্তি চেয়েছিলাম,
দাসত্বের বন্ধনে আবদ্ধ করে নিলে।
স্বপ্ন দেখেছিলাম অনেক,
সবকিছু দুঃস্বপ্নে পরিণত করে দিলে।

 last year 

আলোকিত হতে চেয়েছিলাম আমি
তুমি অন্ধকারে ঢেকে দিলে,
ভালোবাসায় ভাসতে চেয়েছিলাম আমি
তুমি বিষণ্ণতায় ডুবিয়ে দিলে।

হৃদয়ের চঞ্চলতায় হারাতে চেয়েছিলাম আমি
তুমি হতাশায় বাউন্ডুলে করে দিলে,
স্পর্শের মমতায় বাঁচতে চেয়েছিলাম আমি
তুমি নিঃসঙ্গতায় নিষ্প্রাণ করে দিলে।

 last year 

যতখানি পথ ততখানি তুমি
হঠাৎ বাঁকে একলা হই আমি

অথচ দেখো,
তোমার চোখে নদী দেখলে
নৌকা ভাসাই রঙিন জলে
যতবার বাড়িয়েছি নির্ভার দুই হাত
তুমিও দেখালে দীর্ঘ অংকের তফাৎ

আরও কত দিন গুনব একলা দুপুর
নিষ্প্রাণ প্রেম আর শুকনো গানের সুর।

 last year 

বাহ! বেশ সুন্দর লিখেছেন, আপনার লেখাগুলোর মাঝে দারুণ ভিন্নতার কিছু খুঁজে পাই আমি। ধন্যবাদ

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা। আমি আপনাদের মতো অন্তমিলের কবিতা আগে কোনদিনই লিখতাম না৷ সব সময়ই গদ্য কবিতা লিখে এসেছি৷ এখানে যেদিন থেকে অণুকবিতা লিখছি সেই দিন থেকে অন্তমিলে কলম ধরেছি। শুরুতে একটু অসুবিধে হত৷ সময় লাগত৷ এখন অনেকটা ধাতস্ত হয়ে গেছি৷

শ্রদ্ধা জানালাম।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 113090.19
ETH 4202.87
USDT 1.00
SBD 0.86