আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪২

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

চলো দুজনে হাতে রেখে হাত
হেটে চলি বহুদূর
যেদিকে আমরা দুজন ছাড়া
রইবে না আর কেউ
থাকবে সবুজ প্রকৃতি
আর থাকবে পাখির কলকাকলিতে
মুখরিত গ্রামীণ মেঠো পথ

লেখক

@rupok

লেখক এর অনুভূতি:

এখানে প্রিয়জনের হাতে হাত রেখে গ্রামীন সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মনোবাসনা প্রকাশ পেয়েছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 7 months ago 

চলো দুজন একসাথে
হাত রেখে দুটি হাতে
গ্রাম বাংলার মেঠো পথে
ছুটে বেড়াবো একই মতে

ফুল পাখিরাও উঠবে হেসে
তোমায় আর আমায় দেখে
প্রকৃতির এই সৌন্দর্য
নেব দুজন গায়ে মেখে।
♥♥

 7 months ago 

বরাবরের মতোই দারুন লিখেছেন। আপু আপনার কবিতা লেখার দক্ষতা রীতিমতো ঈর্ষনীয়।

 7 months ago 

ভালোবাসা অবিরাম♥♥

 7 months ago 

চলো না দুজন এই নিরালায়
চোখে রেখে চোখ বলবো কথা
গান শুনাবে বনের পাখি
মিষ্টি সুরের কন্ঠে আজি।

বাতায়ন খুলে রেখেছি
ফুলের গন্ধ এলো নাকে
মুগ্ধতায় ভরে গেলো
দুজন রবো দুজনাতে।

 7 months ago 

আপনার অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

চলো দুজনে হাতে রেখে হাত
হেটে চলি বহুদূর
যেদিকে আমরা দুজন ছাড়া
রইবে না আর কেউ
থাকবে সবুজ প্রকৃতি
আর থাকবে পাখির কলকাকলিতে
মুখরিত গ্রামীণ মেঠো পথ

চলো দুজনে চোখে রেখে চোখ
হারিয়ে যাই স্বপ্নরাজ্যে
যেখানে শুধু তুমি আর আমি
রইবে না জাগতিক কোলাহল
থাকবে শুধু স্বপ্নীল আভা
আর থাকবে অকৃত্রিম ভালোবাসা
আমার আষ্টেপৃষ্ঠে জড়ানো গভীর মমতা।

 7 months ago 

আপনার কবিতা লেখার দক্ষতা দারুন। আমার তো চার লাইন লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। বেশ ভালো লিখেছেন।

 7 months ago 

ধন্যবাদ ভাই।
আপনার লাইনগুলো বেশ ভালো ছিল, আর ঐ লাইনগুলোকে ভিত্তি করে পরবর্তী লাইনগুলো লিখতে পারলাম।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ওয়াও ভাই আপনার অনুকবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাই।
আমি আজ যতটুকু লিখতে পারছি সবটাই আপনাদের অনুপ্রেরণা।

 7 months ago 

মনের অতলে তোমার কি আছে বলো ?
মন প্রাণ উজাড় করে,ভালবাসি চলো।
ভালোবাসতে দুজনের,নেই কো কোনো বাধা।
ভালোবেসে গড়বো মোরা,একটি গোলক ধাঁধা।

এই গোলোকে হারিয়ে যাব,আমরা দুজন মিলে।
ভালোবেসে বাইবো নৌকা,নদ-নদী আর ঝিলে।
ভালোবাসায় থাকতে পারে,সুখ-দুঃখ ঝড়।
থাকবো দুজন একসাথে,যতই আসুক বিপদ।

 7 months ago 

বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 7 months ago (edited)

বাহ্ ভাই আপনার অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ভালোবাসার মানুষের সাথে এভাবে চলতে পারলে তো বেশ ভালো হতো।

 7 months ago 

চলো বহুদূরের সীমানা পাড়ি দিই
অজানা এক জঙ্গলে মধুর কিই মিই
নিরালা কাটবে সারাটাদিন
মিশে যাবো দুজনে সবুজে গহীন
ঘুম ভাঙবে পাখিদের শিষে
ভোরের মিষ্টি আলোয় রোদ্দুরেরা হেসে
আমাতে তোমাতে হেঁটে যাবো মাটির দেশে।

 7 months ago 

ঝরো ঝরো বৃষ্টির এই শীতল দিনে
মন চায় তোমায়, ভালোবাসা জাগে মনে।
গাছপালা সতেজ হয় আর দোলা লাগে প্রাণে,
চোখের দেখায় কদম ফুল আর মাতাল করে ঘ্রাণে।

 7 months ago 

পোস্টটা রিস্টিম করতে ভুলে গিয়েছেন।

 7 months ago 

জি ভাইয়া।।।এখন করে ফেলেছি।

 7 months ago 

চলোনা হারিয়ে যাই দূর দূরান্তে
সবুজ আঁকাবাঁকা মাঠে,
হাতটি ধরো হাতে হাত রাখো,
শীতের সজীবতা বুঝতে কি তুমি পারো।
আমি আছি তোমার পাশে
থাকবো সারা জীবন ,
প্রকৃতির অপরূপ সুন্দর্য্য
করব উপভোগ তোমারা দুজন।
ফুলের গন্ধ সুবাস ছড়াবে
তুমি আমি মিলে থাকবো
সেই অরন্যের সাথে।

 7 months ago 

ভালোবাসার মানুষকে নিয়ে এভাবে হারিয়ে গেলে তো বেশ সুন্দর হবে সবুজ প্রাকৃতির মাঝে ঘুরে বেড়ানো যাবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44