এবিবি ফান প্রশ্ন- ৩৭৯ | বউ রাগী হলে সুখ বেশি সংসারে , আপনার মতামত কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বউ রাগী হলে সুখ বেশি সংসারে , আপনার মতামত কি?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

অবশ্যই , কারণ রাগী মানুষের মন ভালো হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 25 days ago 

বউ রাগী হলে সুখ বেশি সংসারে , আপনার মতামত কি?

আমি তো সবসময় এটাই মনে করি প্রত্যেকটা মেয়ে যতই রাগী হোক না কেন, তার ভালোবাসাটা অনেক বেশি সহজ সরল হয়🥰। আর তার দায়িত্ব কর্তব্য অনেক স্ট্রং হয়। একটা মেয়ে যেভাবে একটা সংসার আগলে রাখতে পারে, ওইটা কেউ পারেনা। আর সেই মেয়েটার রাগী হোক বা শান্ত স্বভাবের হোক, একটা মেয়ে যখন তার নতুন সংসারে যায়, তখন নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিয়ে থাকে🤗। আসলে রাগী অথবা শান্ত স্বভাবের মেয়ের কোনো বিষয় না, সুখের সংসার হওয়ার জন্য একে অপরের প্রতি বিশ্বাস থাকা দরকার। এমনকি একে অপরকে বুঝার ক্ষমতা থাকা দরকার 👩‍❤️‍👨।

 25 days ago (edited)

মেয়েই হোক বা ছেলে, সংসারে অকারণ কেউ রাগে না। হয়তো তার রাগের কারণটি আরেকজনের কাছে তুচ্ছ, কিন্তু রাগ তো একটা প্রতিক্রিয়া। কার কোন কারণে কতটা রাগ হবে সে কথা সেই জানে৷

শান্ত মানুষদের সংসার এক রকমের হয়৷

রাগী পুরুষদের সংসার এক রকমের, রাগী মেয়েদের সংসার আরেক রকমে।

ছেলে মেয়ে যেই হোক একজন রেগে গেলে আরেকজনের চুপ থাকা উচিত৷ তবেই সব হাতের মধ্যে থাকবে, ভালো থাকবে৷ উভয়ে একসাথে রিয়্যাক্ট করলে সেই সংসারে কাক চিলেও বসতে পারবে না৷ সেটা তখন কলতলা হয়ে যাবে৷ সুখ নলকূপের জলে ধোয়া হয়ে যাবে কেউ টের পাবে না৷

একটা যুগ ছিল মেয়েদের ক্ষমতা ছিল না বাড়ির পুরুষদের মেজাজ দেখিয়ে কিছু বলার৷ কিন্তু আজকের পরিস্থিতি আলাদা৷ মেয়েদের নিজেদের মতামত তৈরি হয়েছে৷ তারা মত প্রকাশ করলে মতান্তর হয় সেখান থেকে রাগ ইত্যাদির সৃষ্টি হয়৷ অনেক ছেলেই আছে মেয়েদের মতকে গুরুত্ব দেয়৷ অনেকের পুরুষ ইগো নাকের ডগায় মাছির মতো ভনভন করে৷ তারা ভাবে মেয়েদের আবার কিসের মত প্রকাশ আমি যা বলব সেটাই সে শুনবে৷ কারণ আমার সাথে সংসারে আবদ্ধ হয়েছে ভালোবাসা দিয়েছি তাই তার আবার মতামত বা পছন্দ অপছন্দের জায়গা কি!

স্বতন্ত্র মেয়েদের একটু মেজাজ তো হবেই৷ যারা মেয়েদের স্বাধীনচেতা মনোভাব হজম করতে পারে না তাদের পরগাছা মেয়েই পছন্দ করা উচিত তবে কোন রকম রাগ, রিয়্যাক্টের জায়গাই থাকবে না।

এতো কথা কেন বললাম? আসলে সুখ টা আপেক্ষিক এবং ব্যক্তিকেন্দ্রিক৷ আমি সুখে থাকার জন্য যদি অ্যাডজাস্ট করে নিই সেটা আমার কাছে সুখই কিন্তু আপোষ করছি ভাবলে সব সুখই অসুখ৷

 25 days ago 

বউ রাগী হলে সুখ বেশি সংসারে , আপনার মতামত কি?

অন্যের কথা বলতে পারি না,কিন্তু আমার বউ রাগী হলে প্রতিদিনই মারামারি হতো😂😂। কারণ আমি তো এমনিতেই অনেক রাগী। তাই রাগী রাগী একসাথে থাকলে তো মারামারি কাটাকাটি হতোই। আর সেজন্য হসপিটালে সবসময় বেড বুকিং দিয়ে রাখতে হতো। মানে স্টিমিট থেকে যা ইনকাম করতাম, পুরোটাই চলে যেতো হসপিটালের বিল মিটাতে মিটাতে 🤣🤣।

বিঃদ্রঃ হাসবেন্ড এবং ওয়াইফ এর মধ্যে যেকোনো একজন রাগী হলে কোনো সমস্যা নেই, কিন্তু দু'জন রাগী হলে বিরাট সমস্যা।

 25 days ago 

অবশ্যই , কারণ রাগী মানুষের মন ভালো হয়।

দাদা, অনেকগুলো রাগী মেয়ে যদি একসাথে বিয়ে করা হয়, তাহলে কি জীবনে সুখের বন্যা হয়ে যাবে! 🤭🤭 আমি তাহলে এরকমটাই প্ল্যান করে নিলাম দাদা। হি হি..😁😁

 25 days ago 

দাদা আমি আপনার রাশিতে দেখতে পাচ্ছি সুখ আর সুখ। সেই সাথে আপনি হাসপাতালের বেডেই বেশি সময় থাকবেন,হে হে হে।

 24 days ago 

তাহলে কি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই সুখ উপভোগ করবো নাকি ভাই আমি! হিহি..😁😁🤭🤭

 21 days ago 

এরকম প্লান করলে জীবন ধ্বংস হয়ে যাবে দাদা 😎

 25 days ago 

আমি মনে করি যারা রাগী মানুষ তাদের অন্তরটা অনেক বেশি পরিষ্কার হয়। এই ধরনের রাগী মানুষগুলো কোন বাড়তি ঝামেলায় জড়াতে চায়না। কারণ স্পষ্টবাদী মানুষ সব সময় রাগী থাকবেন। আবার কিছু মানুষ আছে যারা উল্টো দোষ করেই রাগ দেখায় তবে এরা ভয়ঙ্কর হয়ে থাকেন। বউরা একটু রাগ না দেখালে সাংসার করতে পানসে পানসে লাগবে হা হা হা। তাই মাঝেমধ্যে একটু রাগ করে যদি মান অভিমান জমে তাহলে পরবর্তীতে ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে হি হি হি।🤩😛😎

 25 days ago 

বউ রাগী হলে সুখ বেশি সংসারে , আপনার মতামত কি?

বউ রাগী হলে সংসারে অশান্তি। রাগী মানুষের মন ভালো হয় তা ঠিক বলছেন। কিন্তু রেগে গেলে ওই দিন আমার রক্ষা নেই। রাগ কন্ট্রোল করতে পারলে বেশ ভালো, তা না হলে বউকে রেখে রাতে ভাগো। 🫣

 25 days ago 

অতিরিক্ত কোনকিছুই ভালো নয়।বউ রাগী হলে সুখ বেশি সংসারে এটা তো জানা নেই, তার জন্য আগে আমাকে বিয়ে করতে হবে।তারপর স্বামীর উপর ভালোবাসার আধিপত্য ফলালেই বুঝতে পারবো সংসারে সুখ বেশি হচ্ছে কিনা।।🤭☺️

 25 days ago 

বেশি আধিপত্য খাটাতে গেলে হিতে বিপরীত কিছুও ঘটতে পারে। 🤭🤭🤭🤭

 24 days ago (edited)

সেটাই তো আগে যাচাই করে দেখতে হবে তারপর প্রশ্নের উত্তর দিতে পারবো।☺️☺️

 25 days ago 

রাগী হলে যে মন ভালো হয় তার কোন সত্যতা নেই। বউ অতিরিক্ত রাগী হলে সংসারে বারোটা অল্প দিনের মধ্যেই বাজে। ধরুন বউয়ের রাগ উঠলো, সে স্বামীকে দিলো উরাধুরা মাইর। স্বামী একটু কথা বলতেই দিলো তার মাথা পাটিয়ে! স্বামী অজ্ঞান। 🤪 তারপর স্ত্রী স্বামীর পাশে বসে সে কি কান্না! 🤣 এটাকে কি বলে স্ত্রীর মন ভালো?

 25 days ago 

শুনলাম যার রাগ যত বেশি, তার মন তত বেশি পরিষ্কার। সে দিক থেকে বউ যত বেশি রাগী হবে, তত বেশি সংসারে সুখ শান্তি থাকবে।
তবে বউ যত রাগী থাকবে সেখানে স্বামী ততটাই শান্ত থাকলে নিশ্চিত সংসার সুখের হবে।

 25 days ago 

আমি কিন্তু এই বিষয়টার সাথে একেবারে একমত। আরে বউ রাগী হলে স্বামী তো এদিক ঐদিক যেতেই পারে না। আর অন্য নারীর প্রতি আসক্তও হয় কম। সে কারনেই তো বউ রাগী হলে সংসারে সুখ বেশী হয়। হি হিহি

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68008.50
ETH 3261.73
USDT 1.00
SBD 2.66