আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪২ ***

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

লাঞ্ছনা আমার বেলা অবেলার বন্ধু।
আমি গুপ্ত কষ্টের এক বিশাল সিন্দু।
আমি অনৈতিকতার তলে চাপা পড়া অতি সাধারণ।
আমি অবহেলায় অনাদরে নিত্যদিনের মরণ।

লেখক

@nevlu123

লেখক এর অনুভূতি:

জীবন সবার জন্য সহজ নয়। কারো কারো জীবন কঠিন, কারো কারো জীবন খুবই সহজ। আর কঠিন যাদের তাদের লাঞ্ছনা, হতাশা এবং অবহেলার মাঝেই দিন কাটে। সেইরকম কিছু বিষয় আজকের এই অনু কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

অবহেলায় অনাদরে এসেছি,
আমি আবারো ফিরে। বন্ধু তোমার দরবারে,
ভালোবাসায় গ্রহণ করো আমারে।

অবহেলায় হারিয়ে যেও না,
আমাদের এই জীবন থেকে।
আমরা থাকবো একে অপরের পরিপূর্ণ হয়ে।

 last month 

অবহেলা আমার বন্ধু, আর -
বেলা আমার সুখের।
আমি প্রকাশিত হাসির মাঝে,
শান্তির স্রোত।
আমি নৈতিকতার আলোতে,
উজ্জ্বল সাধারণ।
আমি স্নেহে গড়ে ওঠা,
প্রতি দিনই নতুন প্রাণ।

সিন্দুর মাঝে চিরন্তন,
মুক্তির সুবাস।
আমি কষ্টের আড়ালে,
হাসি-বিকিরণের ছবি।
আমি বন্ধনের উষ্ণতায়,
অসীম আনন্দের।
আমি জীবনের বুকে,
চিরকালীন আশা।

 last month 

বাহ আপু খুব দারুন হয়েছে।

 last month 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 last month 

কী চমৎকার লিখেছ সাথী।

 last month 

চেষ্টা করেছি আশায়-রূপ দেয়ার জন্য। তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last month 

আমি রোদ্দুর আমিই সুর্যাস্তের গভীর আবীর
আমি দুর্বার হতে ক্রমশ ক্ষীণ
আমি উদ্দাম আমিই গোপন অসুখের শিবির
আমি নির্লিপ্ত হতে হতে তোমাতে বিলীন

কঠিন?

হোক, সেই তো ঘূর্ণাবর্তের চরম আবেগ
ধরাতলে হোঁচটের নীল ক্ষয়
ফুলের জন্ম ফুলের মৃত্যু হানা দেয় মৌন বিবেক
হে পৃথিবী, এসো, দেখো আমিইই
হ্যাঁ আমিই আমার একমাত্র আমিত্বের জয়।

 last month 

তুমিও বেশ ভালো লিখেছ বন্ধু। একই বিষয়ে উপলব্ধি এবং অনুভূতিগুলো একেকজনের একেক রকমের।

 last month 

স্বপ্নদিনেও লিখব বসে অন্তকালীন ভোর
রঙিন থেকে মলিন হবে সবকটি অক্ষর
তখন এসে খুলব মলাট, দাগ দেব আঁচড়ে
নিজের চাপা কান্নাগুলোই রাত ফুরোলে ঝরে
অবহেলায় লিখব কিছু দিন ফুরোনোর গান
হয়ত ভোরে মিলবে নতুন রোদ্দুর সন্ধান।

 last month 

স্বপ্নের পথে লিখব আমি
কাটবে কালবেলা,
রঙিন খামে খদিত রবে
স্মৃতি সুখের মেলা।

আঁচড়ে আঁকা হবে আমার
দুঃখের ছবি বুকে,
মলাট খুলে দেখব তখন
নতুন ভোরের সুখে।

অবহেলায় গুনা গুন
দিন ফুরানোর সুর,
আসবে নতুন আলোর ভেলা
দুঃখ হবে দূর।

লিখব আমি প্রেমের গান
হবে না আর নিরাশ,
খুঁজে পাবো আনন্দ যে
এটাই আমার বিশ্বাস।

 last month 

কী সুন্দর লিখলে৷ দারুণ কবিতা৷ আহা

 last month 

তোমার কবিতাটি পড়ে এই কবিতার সৃষ্টি করেছি। অর্থাৎ কবিতা থেকে কবিতা।

 last month 

হতাশা আর বঞ্চনা আমার চির চেনা বন্ধু
আমি সীমাহীন কষ্টের এক সমুদ্রের বিন্দু।
আমি সমাজের জীবন ধারায় অতি নগণ্য
আমি অবহেলায় অযত্নের মোহনায় মুখ্য

আমি সমাজের বাস্তবতায় খুবই নিম্ন
আমি দারিদ্রতার সীমারেখায় খুবই উচ্চ।
ভালোবাসা আর মনে আশা আমার শূন্য
আমি দুঃখের মায়াজালে বাস করা অভাগা মিত্র।

 last month 

আমি নিরব যন্ত্রণার এক অকথ্য গল্প,
ভাঙা মন নিয়ে করি কষ্টের সল্প।
অপমানের জ্বালায় পুড়ে হয়েছি ছাই,
স্বপ্নগুলো মিশে গেছে কুয়াশার ঠাঁই।

আমি ব্যর্থতার নোটবুকে লেখা নাম,
অন্ধকারেই খুঁজি জীবনের দাম।
অভিযোগহীন এক নির্জন পথিক,
আশাহীন সন্ধ্যায় ভাসি রিক্ত নদীক।

 last month 

অপমান আমার নিত্য দিনের সঙ্গী।
আমি যাযাবর, এক অদৃশ্য ক্লেশময় ভঙ্গী।
আমি নিয়ম লঙ্ঘনকারীর ভিড়ে মিশে যাওয়া ক্ষুদ্র পথিক।
আমি অবলীলায় উপেক্ষায় ধারাবাহিকতার অবসানের দিক।
আমার জীবন কাটে দুর্নিবারের ঝড়ো হাওয়ায়।
সহজ শব্দেরা সে জীবনে ভোগে ঠাঁইহীনতায়।
আমি সংগ্রামী,জীবনটা তাই কঠিন সূত্রপাতে বাঁধা।
আমি অপ্রকাশিত আলোকের মাঝে গোলকধাঁধায় গাঁথা।

 last month 

দুঃখ সেতো বন্ধু মোরে ,
শান্তি সেতো নাই কপালে।
অর্থ,বিষন্নতায় ভোগী সারাক্ষণ
বঞ্চনা, অন্যের আঘাতে অতিষ্ঠ এ জীবন।

 last month 

সুখের আশা করে সবাই
আনন্দের জোয়ারে ভাসে,
দুঃখ নামক চাপা কষ্ট,
জীবনটায় হতাশা আসে,
কারো জীবন সুখের হয়
কারো বা কাটে কষ্টে,
স্বপ্ন নিয়ে সবাই বাসা বাঁধে
আশাগুলো যদি হয় মরীচিকা,
তবুও মানুষ জীবন বাধে
স্বপ্ন ও ভালোবাসা নিয়ে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 98033.04
ETH 3424.27
USDT 1.00
SBD 3.36